Ajker Patrika

ভারতে এমিরেটসের এয়ারবাস এ৩৫০ ফ্লাইট চালু

বিজ্ঞপ্তি
ভারতে শুরু হলো এমিরেটসের এয়ারবাস এ৩৫০ ফ্লাইট। ছবি: সংগৃহীত
ভারতে শুরু হলো এমিরেটসের এয়ারবাস এ৩৫০ ফ্লাইট। ছবি: সংগৃহীত

এমিরেটস এয়ারলাইনস গতকাল রোববার সর্বাধুনিক এয়ারবাস এ৩৫০-এর সাহায্যে ভারতের মুম্বাই এবং আহমেদাবাদে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করেছে। উভয় শহরেই আপাতত দৈনিক একটি করে এ জাতীয় ফ্লাইট চলাচল করবে। এয়ারলাইনসটির বৈশ্বিক নেটওয়ার্কে বর্তমানে পাঁচটি গন্তব্যে এ৩৫০ ফ্লাইট পরিচালিত হচ্ছে।

এমিরেটসের এ৩৫০-এর অন্যতম বৈশিষ্ট্য হলো অত্যন্ত আকর্ষণীয় ইন্টেরিয়র, সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার, সেবা প্রদানের ক্ষেত্রে উদ্ভাবনী চিন্তা এবং যাত্রীদের জন্য অভাবনীয় আরামদায়ক।

বর্তমানে এমিরেটস মুম্বাই ও ব্যাঙ্গালুরুতে ফ্ল্যাগশিপ এয়ারবাস এ৩৮০-এর সাহায্যে দৈনিক ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইটে যাত্রীদের অত্যন্ত জনপ্রিয় প্রিমিয়াম ইকোনমিসহ চার ধরনের কেবিন অফার করা হচ্ছে। বর্তমানে ভারতের নয়টি গন্তব্যে পরিচালিত ফ্লাইটের সংখ্যা সপ্তাহে ১৬৭টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত