Ajker Patrika

বেপজায় ৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ ডেল্টাপোর্ট লিমিটেডের

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১০: ৩৩
বেপজায় ৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ ডেল্টাপোর্ট লিমিটেডের

ব্রিটেন-আয়ারল্যান্ড মালিকানাধীন প্রতিষ্ঠান ডেল্টাপোর্ট লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি পোশাক প্রস্তুতকারী কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে গতকাল রোববার ঢাকার বেপজা নির্বাহী দপ্তরে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। 

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং ডেল্টাপোর্ট লিমিটেডের পক্ষে জুনাইদ ইকবাল উমেরানি চুক্তিতে স্বাক্ষর করেন। 

বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানটি বার্ষিক ২ কোটি পিস প্রটেক্টিভ ক্লথস্, ওয়ার্ক-ওয়্যার, বিভিন্ন ধরনের গার্মেন্টস পণ্য, পিপিই, হাসপাতাল গাউন, মাস্ক, বেড শিট, পর্দা ইত্যাদি তৈরি করবে যেখানে ৫৯৮০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 

বাংলাদেশে বিশেষত বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করায় ডেল্টাপোর্ট লিমিটেডকে ধন্যবাদ জানান বেপজার নির্বাহী চেয়ারম্যান। তিনি দ্রুত কারখানার নির্মাণকাজ শুরু করতে বিনিয়োগকারীর প্রতি আহ্বান জানান। 

ডেল্টাপোর্ট লিমিটেড পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইস্টপোর্ট লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান, যারা ২০১৩ সাল থেকে কুমিল্লা ইপিজেডে তাদের ব্যবসা পরিচালনা করছে। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম ও সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

পাকিস্তানের ভয়ে যুদ্ধের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করতে চায় না ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত