চীনের রাজধানী বেইজিংয়ে বাংলাদেশি কমিউনিটির আয়োজনে পয়লা বৈশাখ ১৪৩১ ও ঈদুল ফিতর উপলক্ষে এক মিলনমেলার আয়োজন করা হয়েছে। দেশীয় ঘরোয়া খেলা, বাংলা লোকসংগীত পরিবেশনসহ বাংলাদেশি নানা বাহারি খাবারের আয়োজন করা হয়েছিল।
গতকাল শনিবার (২০ এপ্রিল) চীনের বেইজিং শহরের প্রাণকেন্দ্র চাওইয়াং পার্কে বাংলাদেশি কমিউনিটির এই আয়োজনে বিভিন্ন পেশার পাশাপাশি অনেক প্রবাসী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মিলনমেলার পৃষ্ঠপোষকতা করেন ইঞ্জিনিয়ার মো. সামছুল হক। বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি ও পিএইচডি গবেষক জান্নাতুল আরিফ পুরো প্রোগ্রামের সমন্বয়কের দায়িত্ব পালন করেন। প্রোগ্রাম পরিচালনার দায়িত্ব পালন করেন ক্যাপিটাল ইউনিভার্সিটির পিএইচডি গবেষক ডা. মো. মনিরুজ্জামান শিহাব ও চায়না ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম বেইজিং এর শিক্ষার্থী মঈন উদ্দিন হেলালী তৌহিদ।
বাংলাদেশ কমিউনিটি ২০২৪-এর মিলনমেলা সফল করার জন্য নর্থ চায়না ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থী শুভ্র, চিংহুয়া ইউনিভার্সিটির অর্জুন ও বেইজিং জিয়াতং ইউনিভার্সিটির সবুজ প্রোগ্রাম বাস্তবায়ন টিম মেম্বার হিসেবে কাজ করেন।
মিলনমেলায় আগত পিএইচডি গবেষক উম্মে হাবিবা সাদিয়া বলেন, ‘দেশের বাইরে এই রকম প্রোগ্রামে উপস্থিত হওয়া সব সময় আমার কাছে আনন্দের ব্যাপার।’
মিলনমেলায় অংশগ্রহণকারী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শিমুল চন্দ্র সরকার বলেন, ‘একসঙ্গে এত দেশি মানুষ দেখি আমি উচ্ছ্বাসিত। অনুভূতি প্রকাশ করা সম্ভব না।’
মিলনমেলার পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার মো. সামছুল হক বলেন, ‘আমি গত ৪৫ বছর থেকে বেইজিংয়ে বসবাস করছি। আশা রাখছি, আগামী দিনে এই রকম আরও দেশি প্রোগ্রাম আয়োজনের সঙ্গে আমি সরাসরি সম্পৃক্ত থাকতে পারব।’
প্রোগ্রামের সমন্বয়ক জান্নাতুল আরিফ বলেন, ‘আমাদের দেশীয় সংস্কৃতির প্রচার ও প্রসারের জন্য আগামী দিনেও আমাদের বিভিন্ন ধরনের প্রয়াস অব্যাহত থাকবে।’
দিনব্যাপী এই মিলনমেলায় বিভিন্ন ধরনের প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও র্যাফল ড্র আয়োজনের মধ্য দিয়ে মিলনমেলার সমাপ্তি ঘোষণা করা হয়।
চীনের রাজধানী বেইজিংয়ে বাংলাদেশি কমিউনিটির আয়োজনে পয়লা বৈশাখ ১৪৩১ ও ঈদুল ফিতর উপলক্ষে এক মিলনমেলার আয়োজন করা হয়েছে। দেশীয় ঘরোয়া খেলা, বাংলা লোকসংগীত পরিবেশনসহ বাংলাদেশি নানা বাহারি খাবারের আয়োজন করা হয়েছিল।
গতকাল শনিবার (২০ এপ্রিল) চীনের বেইজিং শহরের প্রাণকেন্দ্র চাওইয়াং পার্কে বাংলাদেশি কমিউনিটির এই আয়োজনে বিভিন্ন পেশার পাশাপাশি অনেক প্রবাসী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মিলনমেলার পৃষ্ঠপোষকতা করেন ইঞ্জিনিয়ার মো. সামছুল হক। বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি ও পিএইচডি গবেষক জান্নাতুল আরিফ পুরো প্রোগ্রামের সমন্বয়কের দায়িত্ব পালন করেন। প্রোগ্রাম পরিচালনার দায়িত্ব পালন করেন ক্যাপিটাল ইউনিভার্সিটির পিএইচডি গবেষক ডা. মো. মনিরুজ্জামান শিহাব ও চায়না ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম বেইজিং এর শিক্ষার্থী মঈন উদ্দিন হেলালী তৌহিদ।
বাংলাদেশ কমিউনিটি ২০২৪-এর মিলনমেলা সফল করার জন্য নর্থ চায়না ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থী শুভ্র, চিংহুয়া ইউনিভার্সিটির অর্জুন ও বেইজিং জিয়াতং ইউনিভার্সিটির সবুজ প্রোগ্রাম বাস্তবায়ন টিম মেম্বার হিসেবে কাজ করেন।
মিলনমেলায় আগত পিএইচডি গবেষক উম্মে হাবিবা সাদিয়া বলেন, ‘দেশের বাইরে এই রকম প্রোগ্রামে উপস্থিত হওয়া সব সময় আমার কাছে আনন্দের ব্যাপার।’
মিলনমেলায় অংশগ্রহণকারী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শিমুল চন্দ্র সরকার বলেন, ‘একসঙ্গে এত দেশি মানুষ দেখি আমি উচ্ছ্বাসিত। অনুভূতি প্রকাশ করা সম্ভব না।’
মিলনমেলার পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার মো. সামছুল হক বলেন, ‘আমি গত ৪৫ বছর থেকে বেইজিংয়ে বসবাস করছি। আশা রাখছি, আগামী দিনে এই রকম আরও দেশি প্রোগ্রাম আয়োজনের সঙ্গে আমি সরাসরি সম্পৃক্ত থাকতে পারব।’
প্রোগ্রামের সমন্বয়ক জান্নাতুল আরিফ বলেন, ‘আমাদের দেশীয় সংস্কৃতির প্রচার ও প্রসারের জন্য আগামী দিনেও আমাদের বিভিন্ন ধরনের প্রয়াস অব্যাহত থাকবে।’
দিনব্যাপী এই মিলনমেলায় বিভিন্ন ধরনের প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও র্যাফল ড্র আয়োজনের মধ্য দিয়ে মিলনমেলার সমাপ্তি ঘোষণা করা হয়।
দেশে গ্যাসের আমদানিনির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ চাহিদা পূরণের লক্ষ্যে এর উৎপাদন বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আজ রোববার অনুষ্ঠেয় ৯ম জাতীয় পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় দুটি বড় প্রকল্প অনুমোদনের জন্য তোলা হচ্ছে।
২ ঘণ্টা আগেভারতের মধ্য দিয়ে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হওয়ায় শুধু তৈরি পোশাক খাত নয়, সংকটে পড়তে যাচ্ছে দেশের কৃষিভিত্তিক রপ্তানি খাতও। বিশেষ করে ফল, সবজি ও অন্যান্য পচনশীল পণ্য রপ্তানিকারকেরা আশঙ্কা করছেন, তৈরি পোশাক এখন বিমানে রপ্তানি হওয়ায় কার্গো বিমানে চাপ অনেক বাড়বে।
২ ঘণ্টা আগেপ্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর অর্থ ব্যবহারে সিকিউরিটিজ আইন ভেঙেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এ ছাড়া কোম্পানির কার্যক্রম, মুনাফা ও লভ্যাংশ বিতরণ নিয়েও প্রশ্ন রয়েছে বিনিয়োগকারীদের মধ্যে।
২ ঘণ্টা আগেবাংলামোটর দেশের টাইলস বাজারের অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। পরপর ছয়বার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ ও ‘সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ জয়ী আকিজ সিরামিকস সব সময়ই ‘Promise of Perfection’-এর অঙ্গীকারে নতুনত্ব ও গুণগত মান বজায় রেখে বাজারে শ্রেষ্ঠ টাইলস সরবরাহ করে আসছে।
১৪ ঘণ্টা আগে