Ajker Patrika

‘বিভ্রান্তি’ দূর করার সংবাদ সম্মেলন ডেকেও বাতিল করল আলেশা মার্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ০৮
Thumbnail image

সংবাদ সম্মেলন ডেকেও বাতিল করেছে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট। প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেছে এমন খবর ছড়িয়ে পড়লে খবরটিকে বিভ্রান্তিকর বলে দাবি করে তাঁরা। এই বিভ্রান্তি দূর করতে বুধবার বিকেলে তেজগাঁওয়ের নাসরিন টাওয়ারে সংবাদ সম্মেলন করা হবে বলে জানায় আলেশা মার্ট। কিন্তু পরবর্তীতে তা বাতিল করা হয়। সংবাদ সম্মেলন ডেকেও বাতিল করায় প্রতিষ্ঠানটি টিকে আছে কিনা তা নিয়ে নতুন করে বিভ্রান্তিতে পড়েছে গ্রাহকেরা। 

এ বিষয়ে আলেশা মার্টের প্রধান জনসংযোগ কর্মকর্তা কাজী তানজিলুর রহমান আজকের পত্রিকাকে জানান, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার অসুস্থ থাকায় সংবাদ সম্মেলনটি হয়নি। 

মঞ্জুর আলম শিকদার বুধবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসেও দাবি করেন তিনি অসুস্থ। পাশাপাশি তিনি এটাও জানান যে আলেশা মার্ট কিছু সমস্যার মধ্যে আছে। 

মঞ্জুর আলম বলেন, ‘নতুন নিয়মের গ্যাঁড়াকলে এবং অতিরিক্ত কন্ট্রোভার্সির (বিতর্ক) জন্য ক্যাশ (নগদ) সমস্যায় পড়েছি আমরা। কিন্তু ক্যাশ সমস্যায় পড়া মানে এই না কোম্পানি টাকা দিতে পারবে না। আপনারা ধৈর্য ধরুন। আলেশা মার্টের ক্যাপাসিটি (সক্ষমতা) আছে। আপনাদের প্রত্যেকের টাকা দেওয়ার।’ 

এ সময় মঞ্জুল আলম আরও জানান, অসুস্থতার জন্য অফিসে যেতে পারছেন না তিনি। তাড়াতাড়ি সুস্থ হয়ে দুই এক দিনের মধ্যেই তিনি অফিস করবেন। আগামী জানুয়ারির মধ্যেই গ্রাহকদের পাওনা পরিশোধ করা সম্ভব হবে বলেই আশা প্রকাশ করেন তিনি। 

সম্প্রতি অনিয়ম ও প্রতারণার অভিযোগে ইভ্যালি, ই-অরেঞ্জ, কিউকম এবং ধামাকাসহ বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আলেশা মার্টের বিরুদ্ধেও রয়েছে অযৌক্তিক অফারে প্রতারণার মাধ্যমে পণ্য বিক্রির অভিযোগ। প্রতিষ্ঠানটির প্রায় ৪৫ হাজার গ্রাহকের কয়েক কোটি টাকা বিনিয়োগ রয়েছে বলে জানা যায়। আলেশা মার্ট বন্ধের খবরে এরই মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত