Ajker Patrika

বেসিস ডিজিটাল মার্কেটিং স্ট্যান্ডিং কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
Thumbnail image
গত বৃহস্পতিবার বেসিস ডিজিটাল মার্কেটিং স্ট্যান্ডিং কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। ছবি: বিজ্ঞপ্তি

ডিজিটাল মার্কেটিং খাতে দক্ষতা উন্নয়ন এবং কার্যক্রম গতিশীল করতে বেসিস ডিজিটাল মার্কেটিং স্ট্যান্ডিং কমিটির দ্বিতীয় সভা গত বৃহস্পতিবার রাজধানীর বেসিস বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান কে. এ. এম. রাশেদুল মাজিদ। বৈঠকে উপস্থিত ছিলেন ডিরেক্টর-ইন-চার্জ ড. মোহাম্মদ রিসালাত সিদ্দিকী।

সভায় কো-চেয়ারপার্সন লুতফি হায়দার চৌধুরী, সৈয়দা নাফিসা রেজা এবং তানজিল আবেদীনসহ মোট ১২ জন সদস্য অংশগ্রহণ করেন।

সরাসরি উপস্থিত ছিলেন মো. তারিকুল ইসলাম, শামীম আহমেদ এবং আবির আহমেদ খান। ভার্চুয়ালি যোগ দেন সাজেদ চৌধুরী এবং আসিফ মাহমুদ শুভ। সভাটি সঞ্চালনায় সহায়তা করেন বেসিসের ডেপুটি ম্যানেজার (পাবলিক রিলেশনস) এইচ. এম. ইমাম হাসান।

সভায় প্রথম কার্যবিবরণী উপস্থাপন ও অনুমোদনের পর কমিটির টার্মস অব রেফারেন্স (টিওআর) চূড়ান্ত করা হয়। কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কয়েকটি উপকমিটি গঠন করা হয়।

কমিটি প্রতি মাসে প্রশিক্ষণ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ছয় মাসে তিনটি প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে, যার প্রথমটি ২০২৪ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।

সভায় ডিজিটাল মার্কেটিং খাতের উদ্ভাবন ও প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে একটি কৌশলগত রোডম্যাপ তৈরির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে বেসিস ডিজিটাল মার্কেটিং খাতের রূপান্তরমূলক উদ্যোগে নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত