Ajker Patrika

মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’ শুরু, ক্রেতাদের জন্য ১০ লাখ টাকা জয়ের সুযোগ

বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শীর্ষস্থানীয় দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল শুরু করেছে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’। এবারও ক্রেতাদের জন্য থাকছে বিশেষ অফার। ক্যাম্পেইনের আওতায় মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন ও সিলিং ফ্যান কিনে ১০ লাখ টাকা পর্যন্ত জয়ের সুযোগ থাকছে। পাশাপাশি থাকছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচারসহ নিশ্চিত উপহার। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ঈদুল আজহা পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন।

গত ১৯ ফেব্রুয়ারি রাজধানীর মার্সেল করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ডিজিটাল ক্যাম্পেইনের নতুন সিজন উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, হেড অব বিজনেস মতিউর রহমান, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক নর্থ জোনের ইনচার্জ কুদরত ই খুদা ও সাউথ জোনের ইনচার্জ নুরুল ইসলাম রুবেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় মডেল ও অভিনেতা ইরফান সাজ্জাদ।

অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে ডিজিটাল ক্যাম্পেইন পরিচালনা করছে মার্সেল। পূর্বের প্রতিটি সিজনে গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় এবারও নতুন সিজন চালু করা হয়েছে। ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা দেশের যেকোনো শোরুম থেকে মার্সেল পণ্য কেনার সময় ডিজিটাল রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন। ক্রেতার দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে উপহার পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে এবং সংশ্লিষ্ট শোরুম থেকে তা বুঝিয়ে দেওয়া হবে।

ডিজিটাল রেজিস্ট্রেশনের ফলে ক্রেতার নাম, মোবাইল নম্বর ও পণ্যের বিস্তারিত তথ্য মার্সেলের সার্ভারে সংরক্ষিত থাকবে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যেকোনো মার্সেল সার্ভিস সেন্টার থেকে সহজেই সেবা পাওয়া যাবে। এছাড়া সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকদের মতামত সংগ্রহের সুযোগ পাবেন। ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতেই এসব সুবিধা দেওয়া হচ্ছে বলে জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত