Ajker Patrika

গাড়ি রক্ষণাবেক্ষণ সহায়তায় প্রিপেইড কার্ড চালু করল সাউথইস্ট ব্যাংক

বিজ্ঞপ্তি 
গাড়ি রক্ষণাবেক্ষণ সহায়তায় প্রিপেইড কার্ড চালু করেছে সাউথইস্ট ব্যাংক। ছবি: সংগৃহীত
গাড়ি রক্ষণাবেক্ষণ সহায়তায় প্রিপেইড কার্ড চালু করেছে সাউথইস্ট ব্যাংক। ছবি: সংগৃহীত

দেশের গাড়ি মালিকদের জন্য সাউথইস্ট ব্যাংক পিএলসি মাস্টারকার্ড ও যানবাহন রক্ষণাবেক্ষণ স্টার্টআপ যান্ত্রিক লিমিটেডের সঙ্গে অংশীদারত্বে সম্প্রতি নতুন একটি প্রিপেইড কার্ড চালুর ঘোষণা দিয়েছে। এই বিশেষ কার্ডটি জ্বালানি খরচ নিয়ন্ত্রণ থেকে শুরু করে রক্ষণাবেক্ষণে বিশেষ সাশ্রয়ী সুবিধা দেবে।

কার্ডহোল্ডাররা এই কার্ডের মাধ্যমে, হঠাৎ রাস্তায় গাড়ি খারাপ হলে ২০ পারসেন্ট ছাড়ে মেরামতের সুবিধা, গাড়ির বিমায় ১৫ পারসেন্ট পর্যন্ত ছাড়, নিয়মিত কার ওয়াশ, ইন্টেরিয়র পলিশ, পরিষ্কারের বিশেষ সুযোগ এবং মেরামতের ক্ষেত্রে সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় উপভোগ করতে পারবেন। এলপিজি ব্যবহারের ক্ষেত্রে কার্ডহোল্ডারদের জন্য কিস্তি পরিশোধে বিনা সুদে ৫ হাজার টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ রয়েছে।

প্রিপেইড কার্ডহোল্ডাররা মাস্টারকার্ডের ৮ হাজারেরও বেশি মার্চেন্ট পার্টনার আউটলেটে সেবা গ্রহণ করলে বিশেষ ছাড় পাবেন। এ ছাড়া রয়েছে, বছরে দুইবার বিনা মূল্যে গাড়ির ফোম ওয়াশ, বিনা মূল্যে ইঞ্জিনের তেল পরিবর্তন এবং গাড়ির সার্বিক অবস্থা ও এসি বিনা মূল্যে চেকআপের সুবিধা।

সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন আশাবাদ ব্যক্ত করেন যে এই অংশীদারত্ব ব্যাংকের সেবার পরিসরকে বৈচিত্র্যময় করবে এবং কার্ডহোল্ডারদের গাড়ির সর্বোত্তম রক্ষণাবেক্ষণ নিশ্চিত করবে, যা তাদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

যান্ত্রিক লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও শুভ আল-ফারুক এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল উভয়েই সাউথইস্ট ব্যাংক পিএলসি, মাস্টারকার্ড ও যান্ত্রিকের অংশীদারত্বে এই নতুন কার্ডটি চালু করতে পেরে তাদের উচ্ছ্বাস ব্যক্ত করেন। বাংলাদেশের ভোক্তা বাজার দ্রুত সম্প্রসারণ এবং গাড়ির মালিকের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায়, গাড়ির রক্ষণাবেক্ষণে সাশ্রয়ী সেবার চাহিদা বৃদ্ধি পেয়েছে। এই নতুন কার্ডের মাধ্যমে গাড়ির মালিকেরা অনন্য সুযোগ-সুবিধার পাশাপাশি শীর্ষ মানের সাশ্রয়ী সেবা উপভোগ করতে পারবেন বলে তারা উল্লেখ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এলডিসি থেকে উত্তরণ হলে রপ্তানি খাতে বছরে ৮ বিলিয়ন ডলার হারাবে বাংলাদেশ

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যু: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বাবা, তোমরা আরও অন্তত পাঁচ-দশ বছর আমাদের নেতা থাকো: আসিফ নজরুল

বিধির বাইরে টাকা তুললেন ডিসি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত