Ajker Patrika

খুলনায় স্ট্যান্ডার্ড ব্যাংকের ‘এমপ্লয়িজ কনফারেন্স’ অনুষ্ঠিত

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১২: ০৫
খুলনায় স্ট্যান্ডার্ড ব্যাংকের ‘এমপ্লয়িজ কনফারেন্স’ অনুষ্ঠিত

শরিয়াহভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির খুলনা অঞ্চলের ‘এমপ্লয়িজ কনফারেন্স ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার খুলনার আভা সেন্টারে এই সভা হয়। এতে খুলনা অঞ্চলের সব শাখা ও আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোহন মিয়া। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. সিদ্দিকুর রহমান, এসইভিপি ও খুলনা রিজিওনের রিজিওনাল ম্যানেজার হায়দার নুরুন্নাহার, এসইভিপি ও চিফ রেমিট্যান্স অফিসার মো. মোশাররফ হোসাইন, এসইভিপি ও হেড অব এসএএম ডিভিশন মুহাম্মাদ সাঈদ উল্লাহ এবং ইভিপি ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. আলী রেজা এফসিএমএ, সিআইপিএ। 

প্রধান অতিথি মোহাম্মদ মোহন মিয়া ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ২০২৪ সালের সার্বিক লক্ষ্যমাত্রা অর্জনে দিকনির্দেশনা দেন। তিনি শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংকের সব কার্যক্রমে ইসলামি ব্যাংকিং নীতিমালার শতভাগ অনুসরণ, গ্রাহকসেবার মানোন্নয়ন, এসএমই বিনিয়োগ বৃদ্ধি ও নিবিড় তদারকির মাধ্যমে সম্পদমান উন্নয়নে তৎপর হওয়ার জন্য সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত