Ajker Patrika

বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে সহকারী পরিচালকদের বুনিয়াদি প্রশিক্ষণ

বিজ্ঞপ্তি  
বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রথম সমন্বিত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীরা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রথম সমন্বিত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে (বিবিটিএ) সহকারী পরিচালকদের জন্য প্রথম ও দ্বিতীয় সমন্বিত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গত ১৭ নভেম্বর উদ্বোধন অনুষ্ঠান হয়।

বিবিটিএয়ের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়ার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির রিসোর্স পারসন ও নির্বাহী পরিচালক (আইসিটি) মোহাম্মদ জাকির হাসান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম ও দ্বিতীয় সমন্বিত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের চিফ কোর্স কো-অর্ডিনেটর ও একাডেমির অতিরিক্ত পরিচালক এ বি এম আনিসুজ্জামান ও সাহিদা সুলতানা এবং প্রথম ও দ্বিতীয় সমন্বিত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রোগ্রাম ডিরেক্টর ও একাডেমির পরিচালক আবদুস সালাম মাহমুদ ও মো. আমিনুর রহমান চৌধুরী।

বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় সমন্বিত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীরা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় সমন্বিত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীরা। ছবি: সংগৃহীত

এ ছাড়া, বিবিটিএয়ের বিভিন্ন উইংয়ের পরিচালক ও অনুষদ সদস্যরাসহ প্রথম ও দ্বিতীয় সমন্বিত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত