Ajker Patrika

দেশের প্রথম করপোরেট ব্যান্ড সংগীত প্রতিযোগিতা ‘সিম্ফনি-ব্যান্ডস ইন সিঙ্ক’

দেশের প্রথম করপোরেট ব্যান্ড সংগীত প্রতিযোগিতা ‘সিম্ফনি-ব্যান্ডস ইন সিঙ্ক’

২০২১ সালের নভেম্বরে শুরু হওয়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আয়োজিত দেশের প্রথম করপোরেট ব্যান্ড-সংগীত প্রতিযোগিতা ‘সিম্ফনি-ব্যান্ডস ইন সিঙ্ক’-এর গ্র্যান্ড ফিনালে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

আয়োজনের প্রথম আসরের বিজয়ী হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। রানারআপ হয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং দ্বিতীয় রানারআপ হয়েছে রবি আজিয়াটা লিমিটেড। অসংখ্য প্রতিযোগীদের মধ্যে ফাইনালিস্ট ছিল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, ব্র্যাক, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, রবি অ্যাজিয়াটা লিমিটেড এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। যেখানে ব্র্যান্ডগুলো দেশপ্রেম এবং পদ্মা সেতুর উদ্বোধন দিবসের গুরুত্বপূর্ণ উপলক্ষকে চেতনায় ধারণ করে বিভিন্ন গান পরিবেশন করে। 

 ‘সিম্ফনি-ব্র্যান্ডস ইন সিঙ্ক’-এর প্রথম আসরটি পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উদ্যাপনকে উৎসর্গ করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড

প্রতিযোগীদের অসাধারণ পারফরম্যান্সের জন্য আরও কিছু অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সেরা বেজিস্ট হিসেবে তাহমিদ তিশাদ খান, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, সেরা ড্রামার/বিটবক্সার মুনতাসির মাইনুদ্দিন, রবি আজিয়াটা লিমিটেড, সেরা গিটারিস্ট শাফাত মৃধা, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, সেরা কী-বোর্ডিস্ট গ্রেস পি সেনগুপ্ত, ব্র্যাক, সেরা লিরিসিস্ট ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এর পক্ষে তাহমিদ তিশাদ খান এবং সাইফ সোহান, সেরা ভোকালিস্ট হিসেবে খাদিজাতুল কোবরা শ্রাবনী, ব্র্যাক অ্যাওয়ার্ড পান। 

প্রতিযোগী ব্যান্ডগুলো ৬৫০ এরও অধিক দর্শকদের সামনে পারফর্ম করে, যেখানে বিচারক হিসেবে প্যানেলে ছিলেন দেশের সংগীতাঙ্গনের ৩ কিংবদন্তি শিল্পী বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া এবং নকীব খান। এছাড়াও অতিথিদের মধ্যে করপোরেট জগতের স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসায়িক ব্যক্তিত্ববৃন্দ উপস্থিত ছিলেন। আগতদের জন্য বিশেষ চমক হিসেবে ছিল দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ-এর পারফরম্যান্স, যেখানে গান করেন ব্যান্ডের প্রাক্তন লিড ভোকালিস্ট সঞ্জয় কামরান রহমান। 

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘দেশের বিকাশ ও সমৃদ্ধির ৫০ বছর উদ্যাপনকালে করপোরেট জগতের এমন প্রতিভাবান সংগীতশিল্পীদের তুলে ধরতে পেরে আমরা ভীষণ আনন্দিত। এই আনন্দক্ষণ মুহূর্তে আমি পদ্মা সেতু উদ্বোধনের জন্য বাংলাদেশ সরকারকে আন্তরিক অভিনন্দন জানাই, যা কোটি কোটি বাংলাদেশির কাছে শুধুমাত্র একটি সেতুই নয় বরং বাংলাদেশের নিজের সক্ষমতায় স্বপ্নকে বাস্তবে পরিণত করার এক দৃঢ় প্রত্যয় এর প্রতিফলন। পদ্মা সেতু যেমন দেশের কোটি মানুষের স্বপ্ন বাস্তবায়ন করে উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করেছে, সিম্ফনি-ব্যান্ডস ইন সিঙ্ক তেমনি এই প্রতিটি ব্যান্ডের জন্য দেশের সংগীতাঙ্গনে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে।’ 

নাসের এজাজ বিজয় আরও বলেন, ‘এই প্রতিযোগিতাকে সফল করার জন্য আমাদের করপোরেট ক্লায়েন্টদের ধন্যবাদ। আমাদের ৩ বিচারক বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া, নকীব খান ও শাফীন আহমেদ এবং এমন চমৎকার একটি পারফরম্যান্সের জন্য ওয়ারফেজ ও সঞ্জয়-কেও বিশেষ ধন্যবাদ। একই সঙ্গে এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ 

এ বছরের আয়োজনের মধ্য দিয়ে সিম্ফনি-ব্র্যান্ডস ইন সিঙ্ক-এর প্রথম পর্ব সমাপ্ত হলো। ২০২১ সালের শেষে শুরু হওয়া ‘সিম্ফনি-ব্র্যান্ডস ইন সিঙ্ক’-এ স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর করপোরেট ক্লায়েন্টদের ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজারদের মাধ্যমে তাদের নিজস্ব ব্যান্ডগুলো নিবন্ধন করার আমন্ত্রণ জানানো হয়। প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ে আগ্রহী ব্যান্ডগুলো তাদের আগের রেকর্ড করা অডিও ট্র্যাকগুলো জমা দেয়। বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে জমা হওয়া ট্র্যাকগুলো থেকে এ বছরের গ্র্যান্ড ফিনালের জন্য পাঁচটি ব্যান্ডের নাম চূড়ান্ত করা হয়। নির্বাচিত হওয়ার পর চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারীরা বিচারকদের পক্ষ থেকে ওয়ান-টু-ওয়ান পরামর্শ নিয়ে দুই মাস অনুশীলনের সুযোগ পায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত