Ajker Patrika

১৭ বিমা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৭ বিমা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ

‘জাতীয় বিমা দিবস, ২০২৩’ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত না হওয়ায় ১৭ বিমা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

আজ সোমবার আইডিআরএ থেকে প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। এর মধ্যে ১০টি জীবন বিমা ও সাতটি সাধারণ বিমা রয়েছে। তাদের পাঁচ কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। 

কারণ দর্শানোর নোটিশ দেওয়া ১০ জীবন বিমা কোম্পানির মধ্যে রয়েছে—বায়রা লাইফ, বেস্ট লাইফ, ফারইস্ট ইসলামী লাইফ, গার্ডিয়ান লাইফ, মেঘনা লাইফ, পদ্মা ইসলামী লাইফ, প্রগ্রেসিভ লাইফ, সানলাইফ ও এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স। 

অন্যদিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া সাধারণ বিমা কোম্পানিগুলো হলো—ঢাকা ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল, মেঘনা ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স ও প্রভাতী ইন্স্যুরেন্স। 

নোটিশে বলা হয়, ‘জাতীয় বিমা দিবস, ২০২৩’ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ৪ ডিসেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় আপনার অংশগ্রহণের নির্দেশনা থাকলেও সভায় অংশগ্রহণ করেননি, যা মোটেও কাম্য নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত