Ajker Patrika

নতুন পেমেন্ট সিস্টেম লেনদেন-এর যাত্রা শুরু

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ২১: ১০
নতুন পেমেন্ট সিস্টেম লেনদেন-এর যাত্রা শুরু

বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি পত্র পেয়েছে নতুন ফিনটেক উদ্যোগ লেনদেন (বিডি) লিমিটেড। বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তি অর্জনের লক্ষ্যে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। পেমেন্ট সিস্টেম অপারেটর হিসেবে সারা দেশে হোয়াইট লেবেল এটিএম ও মার্চেন্ট অ্যাকুইয়ারার (ডব্লিউএলএএমএ) নেটওয়ার্ক পরিচালনা করার জন্য প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি সনদ (এনওসি) পেয়েছে।

গত ২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে অনাপত্তিপত্র পায় ফিনটেক প্রতিষ্ঠান ‘লেনদেন’। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের কর্মকর্তারা লেনদেন লিমিটেডের চেয়ারম্যান সাজিদুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ান সিদ্দিকীর হাতে অনাপত্তি পত্র তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের মোহাম্মদ বদিউজ্জামান (পরিচালক), রাফেয়া আক্তার কান্তা (অতিরিক্ত পরিচালক), তাসফিক নেওয়াজ (যুগ্ম পরিচালক), আব্দুল্লাহ আল নাঈম (সহকারী পরিচালক) প্রমুখ ব্যাংক কর্মকর্তারা।

লেনদেনের চেয়ারম্যান সাজিদুর রহমান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা এখন স্মার্ট বাংলাদেশের জন্য কাজ করছি। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ফিনটেক বিপ্লবের অগ্রযাত্রায় এগিয়ে যেতে আমরা কাজ শুরু করেছি। আমাদের লক্ষ্য পেমেন্ট সিস্টেমে কার্যকর অবস্থান তৈরির মাধ্যমে সাধারণ মানুষকে আরও বেশি আর্থিক সংযুক্তির প্রচেষ্টা বাড়ানো।’

প্রতিষ্ঠানটি দেশে প্রচলিত সব ব্যাংকের কার্ড থেকে লেনদেন সমর্থন করার মাধ্যমে নিজস্ব ব্যানারে এটিএম, পিওএস এবং কিউআর ভিত্তিক পরিসেবা সরবরাহ করবে। নতুন পেমেন্ট সিস্টেমের বিস্তারিত জানা যাবে: lenden365.com ঠিকানা থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

যাচ্ছিলেন বিয়ের দিন-তারিখ ঠিক করতে, গণপিটুনিতে প্রাণ হারালেন জামাই-শ্বশুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত