নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিনিয়োগ শিক্ষা কর্মসূচির শুভেচ্ছাদূত বা অ্যাম্বাসেডর ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। নানা অনৈতিক কাজে সম্পৃক্ততা ও বিতর্কিত হওয়ায় তাঁর নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
আজ বুধবার ৯১৬তম জরুরি কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেছেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএসইসির বড় একটি কর্মসূচি ছিল ‘দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’। এই কার্যক্রমের শুভেচ্ছা দূত হিসেবে ছিলেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০১৭ সালে সাকিব আল হাসানকে এ কার্যক্রমের সঙ্গে যুক্ত করে বিএসইসি। ওই বছরের অক্টোবরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সাকিবকে শুভেচ্ছাদূত হিসেবে বিএসইসির সঙ্গে যুক্ত করার ঘোষণা দেওয়া হয়। ওই সময় বিএসইসির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন এম খায়রুল হোসেন।
পরে বিএসইসির নেতৃত্ব বদল হয়ে অধ্যাপক শিবলী রুবাইয়াত–উল–ইসলামের নেতৃত্বে পুনর্গঠন করা হয়। ২০২০ সালে শিবলীর নেতৃত্বে বিএসইসি পুনর্গঠন হলেও সাকিব আল হাসানকে শুভেচ্ছাদূত হিসেবে বহাল রাখা হয়।
শিবলী রুবাইয়াতের সময়ে পুঁজিবাজারের একজন আলোচিত বিনিয়োগকারী হিসেবেও আত্মপ্রকাশ ঘটে সাকিব আল হাসানের। বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে পুঁজিবাজারের কারসাজিতে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
পুঁজিবাজারের বড় কারসাজিকারক হিসেবে পরিচিত সমবায় অধিদপ্তরের কর্মকর্তা আবুল খায়ের হিরুর ব্যবসায়িক অংশীদার সাকিব। তাঁদের মালিকানায় রয়েছে একটি ব্রোকারেজ হাউস। বিভিন্ন সময় সাকিবের বিরুদ্ধে কারসাজির অভিযোগ উঠলেও পার পেয়ে গেছেন তিনি।
এদিকে বুধবারই পুঁজিবাজারে কেলেঙ্কারিসহ ছয়টি অভিযোগের তদন্ত চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন এক আইনজীবী। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিলহানুর রহমান নওমী দুদক চেয়ারম্যানের কাছে এ আবেদন জমা দেন।
আবেদনে সাকিব আল হাসানের বিরুদ্ধে পুঁজিবাজার কেলেঙ্কারি, অবৈধ জুয়া ব্যবসা, সোনা চোরাকারবার, কাঁকড়া ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আত্মসাৎ, ক্রিকেটে দুর্নীতি এবং নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, তাঁর নিযুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়েছে। কারণ, তাঁর অসততা এবং তিনি প্রশ্নবিদ্ধ লোক। তাঁর বিরুদ্ধে নানা রকম অনিয়ম ও অনৈতিক অভিযোগ রয়েছে। তাঁকে এ পদে রাখা যায় না।
জাতীয় দলের হয়ে টেস্ট খেলতে সাকিব আল হাসান বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিনিয়োগ শিক্ষা কর্মসূচির শুভেচ্ছাদূত বা অ্যাম্বাসেডর ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। নানা অনৈতিক কাজে সম্পৃক্ততা ও বিতর্কিত হওয়ায় তাঁর নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
আজ বুধবার ৯১৬তম জরুরি কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেছেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএসইসির বড় একটি কর্মসূচি ছিল ‘দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’। এই কার্যক্রমের শুভেচ্ছা দূত হিসেবে ছিলেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০১৭ সালে সাকিব আল হাসানকে এ কার্যক্রমের সঙ্গে যুক্ত করে বিএসইসি। ওই বছরের অক্টোবরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সাকিবকে শুভেচ্ছাদূত হিসেবে বিএসইসির সঙ্গে যুক্ত করার ঘোষণা দেওয়া হয়। ওই সময় বিএসইসির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন এম খায়রুল হোসেন।
পরে বিএসইসির নেতৃত্ব বদল হয়ে অধ্যাপক শিবলী রুবাইয়াত–উল–ইসলামের নেতৃত্বে পুনর্গঠন করা হয়। ২০২০ সালে শিবলীর নেতৃত্বে বিএসইসি পুনর্গঠন হলেও সাকিব আল হাসানকে শুভেচ্ছাদূত হিসেবে বহাল রাখা হয়।
শিবলী রুবাইয়াতের সময়ে পুঁজিবাজারের একজন আলোচিত বিনিয়োগকারী হিসেবেও আত্মপ্রকাশ ঘটে সাকিব আল হাসানের। বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে পুঁজিবাজারের কারসাজিতে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
পুঁজিবাজারের বড় কারসাজিকারক হিসেবে পরিচিত সমবায় অধিদপ্তরের কর্মকর্তা আবুল খায়ের হিরুর ব্যবসায়িক অংশীদার সাকিব। তাঁদের মালিকানায় রয়েছে একটি ব্রোকারেজ হাউস। বিভিন্ন সময় সাকিবের বিরুদ্ধে কারসাজির অভিযোগ উঠলেও পার পেয়ে গেছেন তিনি।
এদিকে বুধবারই পুঁজিবাজারে কেলেঙ্কারিসহ ছয়টি অভিযোগের তদন্ত চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন এক আইনজীবী। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিলহানুর রহমান নওমী দুদক চেয়ারম্যানের কাছে এ আবেদন জমা দেন।
আবেদনে সাকিব আল হাসানের বিরুদ্ধে পুঁজিবাজার কেলেঙ্কারি, অবৈধ জুয়া ব্যবসা, সোনা চোরাকারবার, কাঁকড়া ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আত্মসাৎ, ক্রিকেটে দুর্নীতি এবং নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, তাঁর নিযুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়েছে। কারণ, তাঁর অসততা এবং তিনি প্রশ্নবিদ্ধ লোক। তাঁর বিরুদ্ধে নানা রকম অনিয়ম ও অনৈতিক অভিযোগ রয়েছে। তাঁকে এ পদে রাখা যায় না।
জাতীয় দলের হয়ে টেস্ট খেলতে সাকিব আল হাসান বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন।
ভারতের রাজধানী দিল্লির প্রাণবন্ত এলাকা লাজপৎ নগর। সেখানে গয়নার দোকানগুলোতে উপচেপড়া ভিড়। দীপাবলির আগে গয়না কিনতে এসেছেন হিন্দু ধর্মাবলম্বী ভারতীয়রা। সোনার আকাশচুম্বী দাম, তবে অনেকে মনে করেন দীপাবলির আলোয় ঘর সাজানোর আগে একটুখানি সোনার গয়নার ঘরে আনা যেন সৌভাগ্য নিয়ে আসা।
৩ ঘণ্টা আগেরাশিয়ার জ্বালানি তেল আমদানি কমাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাড়তি চাপের মুখে অপরিশোধিত তেলের নতুন উৎস খুঁজছে ভারত। এই পরিস্থিতিতে দক্ষিণ আমেরিকার দেশ গায়ানায় অবস্থিত মার্কিন কোম্পানির কাছ থেকে তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে দেশটির শীর্ষ পরিশোধনাগারগুলো।
১ দিন আগেনাভরাতিল এক বিবৃতিতে বলেন, বিশ্ব বদলে যাচ্ছে। নেসলেকেও আরও দ্রুত বদলাতে হবে। এ প্রক্রিয়ায় কঠিন কিন্তু প্রয়োজনীয় কিছু সিদ্ধান্ত নিতে হবে, যার মধ্যে আগামী দুই বছরে কর্মীর সংখ্যা কমানো হবে।
১ দিন আগে২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব আদায় করেছে ৯০ হাজার ৮২৫ কোটি টাকা, যা এযাবৎকালের যেকোনো অর্থবছরের প্রথম ৩ মাসের তুলনায় সর্বোচ্চ রাজস্ব আদায়। আজ শুক্রবার এনবিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
১ দিন আগে