ডিজেল এবং পেট্রল রপ্তানির ওপর থাকা সকল বিধিনিষেধ তুলে নিতে যাচ্ছে রাশিয়া। এ ব্যাপারে রুশ সরকার জ্বালানি উৎপাদকদের প্রস্তুতি নেওয়ার কথা বলেছে। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে তথ্যটি জানিয়েছে রুশ জ্বালানি শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র।
বিশ্বের শীর্ষ সমুদ্রবাহী ডিজেল রপ্তানিকারক দেশ রাশিয়া। অভ্যন্তরীণ বাজারে উচ্চমূল্য এবং ঘাটতি সমস্যা মোকাবিলার জন্য গত ২১ সেপ্টেম্বর জ্বালানি রপ্তানি নিষিদ্ধ করেছিল দেশটি। এরপর ৬ অক্টোবর বিধিনিষেধ শিথিল করা হয়। পাইপলাইনের মাধ্যমে ডিজেল রপ্তানির অনুমতি দেওয়া হয়। কিন্তু পেট্রল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বহাল থাকে। ট্রাক এবং রেলপথে বিদেশি পেট্রল সরবরাহও নিষিদ্ধ রাশিয়ায়।
বুধবার জ্বালানি মন্ত্রী নিকোলাই শুলগিনভ বলেছেন যে, কিছু গ্রেডের পেট্রলের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বিবেচনা করছে রাশিয়া। নাম প্রকাশ না করার শর্তে রাশিয়ান তেল কোম্পানির একটি সূত্র রয়টার্সকে বলেছে, সরকার জ্বালানি উৎপাদকদের বলেছে যে, আগামী সপ্তাহ থেকে রপ্তানি চালু করা হবে।
শিল্প সংশ্লিষ্ট আরও একটি সূত্র জানিয়েছে, রপ্তানি বিধিনিষেধ তুলে নেওয়া হবে আগামী সপ্তাহে। সূত্রটি রয়টার্সকে বলেছে, ‘তারা (সরকার) আগামী সপ্তাহে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সেই প্রেক্ষিতে আমরা রপ্তানির সময়সূচি এবং পরিশোধনের পরিকল্পনা তৈরি করেছি।’
তবে এই ব্যাপারে রুশ জ্বালানি মন্ত্রীর মন্তব্য চেয়ে এখনো পায়নি রয়টার্স।
রাশিয়ার বৃহত্তম তেল রপ্তানি পণ্য ডিজেল। গত বছর প্রায় সাড়ে ৩ কোটি মেট্রিক টন ডিজেল রপ্তানি করেছে রাশিয়া। এর প্রায় তিন-চতুর্থাংশই পরিবহন করা হয় পাইপলাইনের মাধ্যমে। রাশিয়া গত বছর ৪৮ লাখ টন পেট্রল রপ্তানি করেছে।
সংশ্লিষ্ট আরও একটি সূত্র বলেছে, রপ্তানি নিষেধাজ্ঞার ফলে রাশিয়ায় পেট্রলের পরিমাণ অতিরিক্ত হয়ে গেছে। সূত্রটি বলেছে, ‘এই মৌসুমে বিক্রি কম হবে। আমরা অভ্যন্তরীণ বাজারে এত বেশি পেট্রল বিক্রি করতে পারব না।’
ডিজেল এবং পেট্রল রপ্তানির ওপর থাকা সকল বিধিনিষেধ তুলে নিতে যাচ্ছে রাশিয়া। এ ব্যাপারে রুশ সরকার জ্বালানি উৎপাদকদের প্রস্তুতি নেওয়ার কথা বলেছে। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে তথ্যটি জানিয়েছে রুশ জ্বালানি শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র।
বিশ্বের শীর্ষ সমুদ্রবাহী ডিজেল রপ্তানিকারক দেশ রাশিয়া। অভ্যন্তরীণ বাজারে উচ্চমূল্য এবং ঘাটতি সমস্যা মোকাবিলার জন্য গত ২১ সেপ্টেম্বর জ্বালানি রপ্তানি নিষিদ্ধ করেছিল দেশটি। এরপর ৬ অক্টোবর বিধিনিষেধ শিথিল করা হয়। পাইপলাইনের মাধ্যমে ডিজেল রপ্তানির অনুমতি দেওয়া হয়। কিন্তু পেট্রল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বহাল থাকে। ট্রাক এবং রেলপথে বিদেশি পেট্রল সরবরাহও নিষিদ্ধ রাশিয়ায়।
বুধবার জ্বালানি মন্ত্রী নিকোলাই শুলগিনভ বলেছেন যে, কিছু গ্রেডের পেট্রলের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বিবেচনা করছে রাশিয়া। নাম প্রকাশ না করার শর্তে রাশিয়ান তেল কোম্পানির একটি সূত্র রয়টার্সকে বলেছে, সরকার জ্বালানি উৎপাদকদের বলেছে যে, আগামী সপ্তাহ থেকে রপ্তানি চালু করা হবে।
শিল্প সংশ্লিষ্ট আরও একটি সূত্র জানিয়েছে, রপ্তানি বিধিনিষেধ তুলে নেওয়া হবে আগামী সপ্তাহে। সূত্রটি রয়টার্সকে বলেছে, ‘তারা (সরকার) আগামী সপ্তাহে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সেই প্রেক্ষিতে আমরা রপ্তানির সময়সূচি এবং পরিশোধনের পরিকল্পনা তৈরি করেছি।’
তবে এই ব্যাপারে রুশ জ্বালানি মন্ত্রীর মন্তব্য চেয়ে এখনো পায়নি রয়টার্স।
রাশিয়ার বৃহত্তম তেল রপ্তানি পণ্য ডিজেল। গত বছর প্রায় সাড়ে ৩ কোটি মেট্রিক টন ডিজেল রপ্তানি করেছে রাশিয়া। এর প্রায় তিন-চতুর্থাংশই পরিবহন করা হয় পাইপলাইনের মাধ্যমে। রাশিয়া গত বছর ৪৮ লাখ টন পেট্রল রপ্তানি করেছে।
সংশ্লিষ্ট আরও একটি সূত্র বলেছে, রপ্তানি নিষেধাজ্ঞার ফলে রাশিয়ায় পেট্রলের পরিমাণ অতিরিক্ত হয়ে গেছে। সূত্রটি বলেছে, ‘এই মৌসুমে বিক্রি কম হবে। আমরা অভ্যন্তরীণ বাজারে এত বেশি পেট্রল বিক্রি করতে পারব না।’
দেশে সোনার দাম ক্রমেই বাড়ছে। প্রায় প্রতিদিন গড়ছে নতুন রেকর্ড। আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি, ডলার-সংকট ও আমদানির জটিলতা প্রভাব ফেলছে স্থানীয় বাজারে। ক্রেতারা আগ্রহ হারাচ্ছেন। ফলে বিপাকে পড়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা।
২ ঘণ্টা আগেব্যাংক খাতে অস্থিরতা, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ থাকলেও সুদের হার বেড়ে যাওয়ায় আমানতে নতুন করে সাড়া মিলেছে। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে মাত্র তিন মাসে ব্যাংকে জমা বেড়েছে ৭৩ হাজার কোটি টাকা, যা প্রবৃদ্ধির হারে দাঁড়িয়েছে ৩ দশমিক ৮ শতাংশ।
৬ ঘণ্টা আগেকরপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি কুমিল্লার মুরাদনগরের হতদরিদ্র কৃষক ও রিকশাচালক মো. মেহেদী হাসানকে স্ত্রী ও সন্তানের চিকিৎসার জন্য ৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ও স্পেনভিত্তিক ল্যাটিন ট্রাভেল মানি ট্রান্সফার এস.এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
১৪ ঘণ্টা আগে