Ajker Patrika

আমানতকারীদের আরও ৩ কোটি টাকা ফেরত দেবে পিপলস লিজিং

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আমানতকারীদের আরও ৩ কোটি টাকা ফেরত দেবে পিপলস লিজিং

আমানতকারীদের আরও ৩ কোটি ৭০ লাখ ৫৮ হাজার ৭৩৯ টাকা ফেরত দেবে পিপলস লিজিং। ৫৮২ জন ক্ষুদ্র বিনিয়োগকারীকে এ অর্থ ফেরত দিতে আজ সোমবার অনুমতি দিয়েছেন বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ। এর আগে হাইকোর্টের অনুমতি নিয়ে এ পর্যন্ত ১৪ কোটি ১ লাখ ১২ হাজার টাকা ফেরত দিয়েছে প্রতিষ্ঠানটি। 

পিপলস লিজিংয়ের আইনজীবী মেজবাহুর রহমান বলেন, আদালত গঠিত বোর্ড এরই মধ্যে অনেক কাজ করেছে। তার ধারাবাহিকতায় ১ লাখ টাকা পর্যন্ত ৫৮২ জন ক্ষুদ্র আমানতকারীর টাকা পিপলস লিজিংয় ফেরত দিয়ে দেবে। হাইকোর্ট এটার অনুমতি দিয়েছেন। মানবিক কারণে অল্প পরিমাণে বিনিয়োগকারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির ৬ হাজারের বেশি গ্রাহক রয়েছে বলেও জানান তিনি। 

২০১৯ সালে পিপলস লিজিং অবসায়নের জন্য আবেদন করে বাংলাদেশ ব্যাংক। ওই দিনই অবসায়নের পদক্ষেপ নিতে নির্দেশ দেন আদালত। সাময়িক অবসায়ক হিসেবে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের উপমহাব্যবস্থাপক আসাদুজ্জামান খানকে নিয়োগ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। পরে ২০১ জন আমানতকারী পিপলস লিজিং–এর পুনর্গঠন চেয়ে আবেদন করেন। 

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট পিপলস লিজিং পুনরুজ্জীবিত করতে বোর্ড গঠন করে দেন। এরপর ঋণ খেলাপিদের হাজির হতে নির্দেশ দেওয়া হয়। অনেকে হাজির হয়ে ঋণের অর্থ ফেরত দিতে সময় চান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত