Ajker Patrika

আন্তর্জাতিক সেবার ডলার পরিশোধে লাগবে না অনুমোদন

অনলাইন ডেস্ক
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

দেশের ব্যাংকিং ও পুঁজিবাজারে আন্তর্জাতিক সেবার ফি পরিশোধের প্রক্রিয়া সহজ করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় সুইফট, রয়টার্স মনিটর, ব্লুমবার্গ, ব্যাংকারস অ্যালমানাকসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সেবা বাবদ বিল পরিশোধ করতে আর বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতির প্রয়োজন হবে না।

আজ রোববার (১২ জানুয়ারি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক লেনদেন ও সেবা গ্রহণে সময়ক্ষেপণ এবং জটিলতা কমানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় বৈদেশিক সেবা বিল পরিশোধ দ্রুততর হবে এবং পুঁজিবাজার ও ব্যাংকিং খাতে আন্তর্জাতিক সম্পর্ক আরও মজবুত হবে।

এতে আরও বলা হয়েছে, অনুমোদিত আন্তর্জাতিক কার্ডধারী ভ্রমণকারীরা প্রতি ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ ৫০০ মার্কিন ডলার পর্যন্ত লাউঞ্জ ভিজিট ফি খরচ করতে পারবেন। তবে বৈদেশিক সেবা বিল পরিশোধে সংশ্লিষ্ট ব্রোকারেজ ফার্ম, মার্চেন্ট ব্যাংক বা সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানকে অবশ্যই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদিত হতে হবে। বৈদেশিক লেনদেনে পাচার বা সন্দেহজনক লেনদেন প্রতিরোধে সেবার ইনভয়েসসহ কর ও ভ্যাট পরিশোধের নথিপত্র সঠিকভাবে যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত