Ajker Patrika

সম্পদ করে ছাড় পেল ধনীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সম্পদ করে ছাড় পেল ধনীরা

আগামী অর্থবছরের বাজেটে সম্পদ করে ধনীরা কিছুটা ছাড় পেয়েছেন। চলতি অর্থবছরে তিন কোটি টাকার সম্পদ থাকলেই তার কাছ থেকে সম্পদ কর বা সারচার্জ নেওয়া হত। তবে আগামী অর্থবছর থেকে ন্যূনতম সীমা চার কোটি টাকা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, কারও সম্পদমূল্য চার কোটি টাকা পার হলে ১০ শতাংশ হারে সারচার্জ দিতে হবে। যাদের সম্পদমূল্য ৫০ কোটি টাকা ছাড়িয়ে যাবে, তাদেরকে ৩৫ শতাংশ সম্পদ কর দিতে হবে।

অর্থমন্ত্রী বলেন, বিত্তশালী ব্যক্তি করদাতাদের কাছ থেকে নিট সম্পদের ভিত্তিতে সারচার্জ আদায় করা হয়। গত কয়েক বছর ধরে বিধানটি কার্যকর রয়েছে। ব্যক্তি করদাতার সারচার্জ সমাজের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে আয় ও সম্পদ এর সুষম বণ্টন নিশ্চিত করে। 

এই সারচার্জ আরোপের ন্যূনতম সীমা বাড়ানোর যুক্তি হিসেবে ‘সারচার্জ আহরণের বিধান পরিচালন সহজ করা এবং মধ্যবিত্তের করভার লাঘবের’ কথা তুলে ধরেছেন মন্ত্রী। এই সারচার্জ আয়করের বাইরে। এবার বাজেটে করমুক্ত আয় সীমা করা হয়েছে সাড়ে তিন লাখ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত