Ajker Patrika

যুক্তরাষ্ট্রে দুই দিনে ১ হাজার ফ্লাইট বাতিল

আজকের পত্রিকা ডেস্ক
যুক্তরাষ্ট্রে দুই দিনে ১ হাজার ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রজুড়ে পালিত হচ্ছে হ্যালোইন উৎসব। সাপ্তাহিক ছুটির দিন শনি ও রোববার তাই অনেকে প্রিয়জনের সঙ্গে উৎসব পালন করতে আকাশপথে ফ্লাইট বুকিং দেন। কিন্তু বাজে আবহাওয়া ও কর্মী সংকটের কারণে এ দুই দিনে এক হাজারের বেশি ফ্লাইট বাতিল করেছে দেশটির আমেরিকান এয়ারলাইনস। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

করোনার কারণে আমেরিকান এয়ারলাইনসের অনেক কর্মীই চাকরি হারিয়েছেন। করোনা কাটিয়ে স্বাভাবিক অবস্থা ফিরলেও আগের মতো কর্মী নেই। এর মধ্যে আবহাওয়ার ঝুঁকি তো রয়েছেই। 

আজ রোববার ৫২৭ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় আমেরিকান এয়ারলাইনস, যা মোট ফ্লাইটের ১৯ শতাংশ। দেরি হয়েছে ৩১টি ফ্লাইটে। আগের দিন বাতিল করতে হয়েছিল ৫৪৩টি। ফ্লাইট দেরি হয়েছিল ৪০৭টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত