বাংলাদেশের আর্থিক হিসাবের ঘাটতি মেটাতে আগামীতে মুদ্রানীতি সংস্কারে ক্ষেত্রে ডলারসহ বৈদেশিক মুদ্রার বিনিময় হার নমনীয় বা বাজারভিত্তিক রাখার উপর আবারও জোর দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আজ মঙ্গলবার সকালে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন এ পরামর্শ দেন।
চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে বাংলাদেশের চলতি হিসাবে উদ্বৃত্ত ছিল ৪৭০ কোটি মার্কিন ডলার। একই সময়ে আর্থিক হিসাবে ৮৩০ ডলার ঘাটতি আছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে চার গুণ বেশি।
কৃষ্ণা শ্রীনিবাসন বলেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম থাকার জন্য দায়ী আর্থিক হিসাবে অবনতি। একই কারণে বাংলাদেশের স্থানীয় মুদ্রা টাকাও চাপের মধ্যে রয়েছে। মুদ্রা বিনিময় হার নমনীয় করার পদক্ষেপ নিলে বাংলাদেশ আর্থিক হিসাব ভালো হওয়ার ক্ষেত্রে ইতিবাচক ফল পাবে।
বিশ্ব অর্থনীতিতে কোভিড-১৯ মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাবের কথা তুলে ধরে তিনি বলেন, সারা বিশ্বের মতো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনীতিও ধাক্কা খেয়েছে। এই পরিস্থিতি থেকে অর্থনীতির টেকসই পুনরুদ্ধারের জন্য রাজস্বনীতির সংস্কারের পাশাপাশি মুদ্রা বিনিময় হারকেও নমনীয় করা উচিত।
আর্থিক হিসাবে ঘাটতি পূরণে বাংলাদেশকে ৪৭০ কোটি ডলারের ঋণ দিতে প্রতিশ্রুতিবদ্ধ আইএমএফ। গত বছরের ৩০ জানুয়ারি থেকে দু্ই কিস্তির অর্থ ছাড়ও করছে। তৃতীয় কিস্তির অর্থ পাওয়ার কথা আগামী মাসে।
এই ঋণের শর্তপূরণের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির কথা জানিয়ে কৃষ্ণা শ্রীনিবাসন বলেন, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি জলবায়ু পরিবর্তন–সম্পর্কিত দীর্ঘমেয়াদি কাঠামোগত সমস্যা মোকাবিলা করার চেষ্টায় আছে বাংলাদেশ। দেশটি সক্রিয়ভাবে এ বিষয়ে আইএমএফের কাছে সহযোগিতা চেয়েছে এবং আইএমএফ সেই সহায়তা করছেও। আর তাই সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে এখন কিছুটা ভালো করছে বাংলাদেশ।
চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার কিছুটা কমে ৫ দশমিক ৭ শতাংশে নামতে পারে। আগের অর্থবছরে প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল ৬ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের জন্য আইএমএফ বাংলাদেশের জন্য ৬ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির প্রাক্কলন করেছে।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য ৪ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করেছে আইএমএফ, যা ছয় মাস আগের চেয়ে দশমিক ৩ শতাংশ বেশি।
বাংলাদেশের আর্থিক হিসাবের ঘাটতি মেটাতে আগামীতে মুদ্রানীতি সংস্কারে ক্ষেত্রে ডলারসহ বৈদেশিক মুদ্রার বিনিময় হার নমনীয় বা বাজারভিত্তিক রাখার উপর আবারও জোর দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আজ মঙ্গলবার সকালে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন এ পরামর্শ দেন।
চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে বাংলাদেশের চলতি হিসাবে উদ্বৃত্ত ছিল ৪৭০ কোটি মার্কিন ডলার। একই সময়ে আর্থিক হিসাবে ৮৩০ ডলার ঘাটতি আছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে চার গুণ বেশি।
কৃষ্ণা শ্রীনিবাসন বলেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম থাকার জন্য দায়ী আর্থিক হিসাবে অবনতি। একই কারণে বাংলাদেশের স্থানীয় মুদ্রা টাকাও চাপের মধ্যে রয়েছে। মুদ্রা বিনিময় হার নমনীয় করার পদক্ষেপ নিলে বাংলাদেশ আর্থিক হিসাব ভালো হওয়ার ক্ষেত্রে ইতিবাচক ফল পাবে।
বিশ্ব অর্থনীতিতে কোভিড-১৯ মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাবের কথা তুলে ধরে তিনি বলেন, সারা বিশ্বের মতো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনীতিও ধাক্কা খেয়েছে। এই পরিস্থিতি থেকে অর্থনীতির টেকসই পুনরুদ্ধারের জন্য রাজস্বনীতির সংস্কারের পাশাপাশি মুদ্রা বিনিময় হারকেও নমনীয় করা উচিত।
আর্থিক হিসাবে ঘাটতি পূরণে বাংলাদেশকে ৪৭০ কোটি ডলারের ঋণ দিতে প্রতিশ্রুতিবদ্ধ আইএমএফ। গত বছরের ৩০ জানুয়ারি থেকে দু্ই কিস্তির অর্থ ছাড়ও করছে। তৃতীয় কিস্তির অর্থ পাওয়ার কথা আগামী মাসে।
এই ঋণের শর্তপূরণের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির কথা জানিয়ে কৃষ্ণা শ্রীনিবাসন বলেন, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি জলবায়ু পরিবর্তন–সম্পর্কিত দীর্ঘমেয়াদি কাঠামোগত সমস্যা মোকাবিলা করার চেষ্টায় আছে বাংলাদেশ। দেশটি সক্রিয়ভাবে এ বিষয়ে আইএমএফের কাছে সহযোগিতা চেয়েছে এবং আইএমএফ সেই সহায়তা করছেও। আর তাই সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে এখন কিছুটা ভালো করছে বাংলাদেশ।
চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার কিছুটা কমে ৫ দশমিক ৭ শতাংশে নামতে পারে। আগের অর্থবছরে প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল ৬ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের জন্য আইএমএফ বাংলাদেশের জন্য ৬ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির প্রাক্কলন করেছে।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য ৪ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করেছে আইএমএফ, যা ছয় মাস আগের চেয়ে দশমিক ৩ শতাংশ বেশি।
টাকার আন্তঃব্যাংক ও গ্রাহক লেনদেনের বিনিময় হার ডিলার ব্যাংকগুলো চাহিদা ও জোগানের ওপর ভিত্তি করে নির্ধারণ করে। বাজারে শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক (বিবি) ডিলার ব্যাংকের সঙ্গে প্রচলিত আন্তঃব্যাংক বিনিময় হারে মার্কিন ডলার কেনা-বেচা করে।
২ ঘণ্টা আগেবাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ পাল্টা শুল্কের চাপে ব্যবসায়ীরা যখন অস্থির, ঠিক সে সময় চট্টগ্রাম বন্দর ও অভ্যন্তরীণ কনটেইনার ডিপোর (আইসিডি) চার্জ বাড়ানোর প্রস্তাব এসেছে। চট্টগ্রাম বন্দরের ট্যারিফ (মাশুল) ৭০ থেকে ১০০ শতাংশ ও অভ্যন্তরীণ কনটেইনার ডিপোর (আইসিডি) চার্জ ২৯ থেকে ১০০ শতাংশ...
১০ ঘণ্টা আগেরাজধানীর উত্তরা; যেখানে প্রতিদিন বই-খাতা হাতে শিশুরা আসে স্বপ্ন বুনতে, ভবিষ্যতের পথ গড়তে। সেই চেনা প্রাঙ্গণ হঠাৎ রূপ নিয়েছে এক মর্মান্তিক ধ্বংসস্তূপে। ২১ জুলাই বেলা সোয়া একটার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান হঠাৎ আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর।
১০ ঘণ্টা আগেবিগত সময়ের অগ্রগতি পর্যালোচনা এবং ১০ বছর মেয়াদি একাডেমিক মাস্টারপ্ল্যানের ভিত্তিতে ভবিষ্যতের কৌশল নির্ধারণে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ দুই দিনব্যাপী এক কৌশলগত সম্মেলনের আয়োজন করেছে।
১৩ ঘণ্টা আগে