নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নামে বিদেশে থাকা সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
যুক্তরাজ্য, আইল অব ম্যান ও জার্সিতে নজরুল ইসলামের সম্পদ রয়েছে বলে দুদকের আবেদনে বলা হয়েছে। ক্রোকের আদেশ হওয়া স্থাবর সম্পদের মধ্যে যুক্তরাজ্যে ৩৭ দশমিক ৯৫ মিলিয়ন মূল্যের পাঁচটি বাড়ি রয়েছে তাঁর। এ ছাড়া আইল অব ম্যান ও জার্সিতে একটি করে বাড়ি রয়েছে। পাশাপাশি আইল অব ম্যানে থাকা তাঁর একটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেন।
মোহাম্মদ শাহজাহান মিরাজ আবেদনে উল্লেখ করেন, দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, বিদেশে থাকা এই সম্পদ নাসা গ্রুপের চেয়ারম্যান তাঁর প্রতিনিধি দ্বারা যেকোনো সময় বিক্রি বা হস্তান্তর করতে পারেন। এ কারণে তাঁর এই সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া প্রয়োজন।
শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আইন ও বিধি অনুযায়ী বিদেশে স্থাবর সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এর আগে ৬ মার্চ নাসার চেয়ারম্যান নজরুলের বাড়ি-প্লট ক্রোক ও ৫৫ কোম্পানির শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেন আদালত। নজরুল ইসলাম বর্তমানে কারাগারে রয়েছেন। গত বছর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত ও আহতদের ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নামে বিদেশে থাকা সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
যুক্তরাজ্য, আইল অব ম্যান ও জার্সিতে নজরুল ইসলামের সম্পদ রয়েছে বলে দুদকের আবেদনে বলা হয়েছে। ক্রোকের আদেশ হওয়া স্থাবর সম্পদের মধ্যে যুক্তরাজ্যে ৩৭ দশমিক ৯৫ মিলিয়ন মূল্যের পাঁচটি বাড়ি রয়েছে তাঁর। এ ছাড়া আইল অব ম্যান ও জার্সিতে একটি করে বাড়ি রয়েছে। পাশাপাশি আইল অব ম্যানে থাকা তাঁর একটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেন।
মোহাম্মদ শাহজাহান মিরাজ আবেদনে উল্লেখ করেন, দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, বিদেশে থাকা এই সম্পদ নাসা গ্রুপের চেয়ারম্যান তাঁর প্রতিনিধি দ্বারা যেকোনো সময় বিক্রি বা হস্তান্তর করতে পারেন। এ কারণে তাঁর এই সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া প্রয়োজন।
শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আইন ও বিধি অনুযায়ী বিদেশে স্থাবর সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এর আগে ৬ মার্চ নাসার চেয়ারম্যান নজরুলের বাড়ি-প্লট ক্রোক ও ৫৫ কোম্পানির শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেন আদালত। নজরুল ইসলাম বর্তমানে কারাগারে রয়েছেন। গত বছর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত ও আহতদের ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
দেশের শীর্ষস্থানীয় নির্মাণসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএসআরএম আয়োজিত স্থাপত্যবিষয়ক সম্মেলন ‘আর্কিটেকচার: হোয়ার টু গো’ রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশের খ্যাতনামা স্থপতি, একাডেমিশিয়ান ও উদ্ভাবনী তরুণ প্রজন্ম অংশ নেয়।
৪ মিনিট আগেদেশের ই-কমার্স খাতের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন স্থগিত করা হয়েছে। ৩১ মে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনের ১৭ দিন আগে আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে নির্বাচন স্থগিতের বিষয়টি জানায় ই-ক্যাবের নির্বাচন বোর্ড।
২ ঘণ্টা আগেঢাকার এক দম্পতির বিরুদ্ধে গৃহপালিত বিড়ালকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের কর্মস্থল গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মাকে ট্যাগ করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন নেটিজেনরা। ঘটনা প্রসঙ্গে প্রতিষ্ঠান দুটিও নিজ নিজ...
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক সংস্থা ব্র্যান্ড ফিন্যান্সের হিসেব অনুযায়ী, ২০২৪ সালে এমিরেটসের ব্র্যান্ড ভ্যালু আগের বছরের তুলনায় ২৭ শতাংশ বেড়ে ৮ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। এর কারণ হিসেবে সংস্থাটি বিশ্বব্যাপী আকাশভ্রমণকারীদের মধ্যে প্রিমিয়াম অভিজ্ঞতা অর্জনের ক্রমবর্ধমান প্রবণতাকে উল্লেখ করেছে।
৫ ঘণ্টা আগে