নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নামে বিদেশে থাকা সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
যুক্তরাজ্য, আইল অব ম্যান ও জার্সিতে নজরুল ইসলামের সম্পদ রয়েছে বলে দুদকের আবেদনে বলা হয়েছে। ক্রোকের আদেশ হওয়া স্থাবর সম্পদের মধ্যে যুক্তরাজ্যে ৩৭ দশমিক ৯৫ মিলিয়ন মূল্যের পাঁচটি বাড়ি রয়েছে তাঁর। এ ছাড়া আইল অব ম্যান ও জার্সিতে একটি করে বাড়ি রয়েছে। পাশাপাশি আইল অব ম্যানে থাকা তাঁর একটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেন।
মোহাম্মদ শাহজাহান মিরাজ আবেদনে উল্লেখ করেন, দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, বিদেশে থাকা এই সম্পদ নাসা গ্রুপের চেয়ারম্যান তাঁর প্রতিনিধি দ্বারা যেকোনো সময় বিক্রি বা হস্তান্তর করতে পারেন। এ কারণে তাঁর এই সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া প্রয়োজন।
শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আইন ও বিধি অনুযায়ী বিদেশে স্থাবর সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এর আগে ৬ মার্চ নাসার চেয়ারম্যান নজরুলের বাড়ি-প্লট ক্রোক ও ৫৫ কোম্পানির শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেন আদালত। নজরুল ইসলাম বর্তমানে কারাগারে রয়েছেন। গত বছর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত ও আহতদের ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নামে বিদেশে থাকা সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
যুক্তরাজ্য, আইল অব ম্যান ও জার্সিতে নজরুল ইসলামের সম্পদ রয়েছে বলে দুদকের আবেদনে বলা হয়েছে। ক্রোকের আদেশ হওয়া স্থাবর সম্পদের মধ্যে যুক্তরাজ্যে ৩৭ দশমিক ৯৫ মিলিয়ন মূল্যের পাঁচটি বাড়ি রয়েছে তাঁর। এ ছাড়া আইল অব ম্যান ও জার্সিতে একটি করে বাড়ি রয়েছে। পাশাপাশি আইল অব ম্যানে থাকা তাঁর একটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেন।
মোহাম্মদ শাহজাহান মিরাজ আবেদনে উল্লেখ করেন, দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, বিদেশে থাকা এই সম্পদ নাসা গ্রুপের চেয়ারম্যান তাঁর প্রতিনিধি দ্বারা যেকোনো সময় বিক্রি বা হস্তান্তর করতে পারেন। এ কারণে তাঁর এই সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া প্রয়োজন।
শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আইন ও বিধি অনুযায়ী বিদেশে স্থাবর সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এর আগে ৬ মার্চ নাসার চেয়ারম্যান নজরুলের বাড়ি-প্লট ক্রোক ও ৫৫ কোম্পানির শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেন আদালত। নজরুল ইসলাম বর্তমানে কারাগারে রয়েছেন। গত বছর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত ও আহতদের ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিএআইএমএর সভাপতি বলেন, ‘স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য একটি টাস্কফোর্স গঠন জরুরি। জুটশিল্পের মতো এ শিল্পেও একটি টাস্কফোর্স গঠন করা যেতে পারে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আশ্বাসও পাওয়া গেছে। প্রতিবছর ভারত এপিআই শিল্পে উদ্যোক্তাদের প্রায় ২১ হাজার ৯৪০ কোটি রুপি সহায়তা দেয়।
২৪ মিনিট আগেচীন থেকে তুরস্ক হয়ে ইউরোপ— এই রেলপথে নিয়মিত মালবাহী ট্রেনের ঐতিহাসিক চলাচল শুরু হলো। গত ৯ জুলাই চীনের চংকিং ও চেংদু শহর থেকে ২,০০০ টন কার্গোবোঝাই দুটি ট্রেন রওনা দিয়েছে। ‘মিডল করিডর’ নামে পরিচিত মধ্য এশিয়া, কাস্পিয়ান সাগর ও তুরস্ক পেরিয়ে ইউরোপমুখী এই রুট পূর্ব এশিয়া থেকে ইউরোপের মধ্যে বিকল্প
৪ ঘণ্টা আগেবিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক দেশ রাশিয়া। নতুন বিপণন মৌসুমে (১ জুলাই থেকে শুরু) শস্য রপ্তানির জন্য নতুন বাজার খুঁজতে শুরু করেছে তারা। বিশেষ করে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন এবং বাংলাদেশের মতো বড় বাজারগুলোকে এবার টার্গেট করছে।
৮ ঘণ্টা আগেট্রাম্প প্রশাসন বৈদ্যুতিক গাড়ির (ইভি) ব্যাটারি তৈরির জন্য অত্যাবশ্যকীয় কাঁচামাল গ্রাফাইটের ওপর বড় ধরনের শুল্ক আরোপ করেছে। এর ফলে, যুক্তরাষ্ট্রে ইভি তৈরির খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ ঘণ্টা আগে