Ajker Patrika

নাসার চেয়ারম্যানের বিদেশে থাকা সম্পদ ক্রোকের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা            
নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ছবি: সংগৃহীত
নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ছবি: সংগৃহীত

নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নামে বিদেশে থাকা সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

যুক্তরাজ্য, আইল অব ম্যান ও জার্সিতে নজরুল ইসলামের সম্পদ রয়েছে বলে দুদকের আবেদনে বলা হয়েছে। ক্রোকের আদেশ হওয়া স্থাবর সম্পদের মধ্যে যুক্তরাজ্যে ৩৭ দশমিক ৯৫ মিলিয়ন মূল্যের পাঁচটি বাড়ি রয়েছে তাঁর। এ ছাড়া আইল অব ম্যান ও জার্সিতে একটি করে বাড়ি রয়েছে। পাশাপাশি আইল অব ম্যানে থাকা তাঁর একটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেন।

মোহাম্মদ শাহজাহান মিরাজ আবেদনে উল্লেখ করেন, দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, বিদেশে থাকা এই সম্পদ নাসা গ্রুপের চেয়ারম্যান তাঁর প্রতিনিধি দ্বারা যেকোনো সময় বিক্রি বা হস্তান্তর করতে পারেন। এ কারণে তাঁর এই সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া প্রয়োজন।

শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আইন ও বিধি অনুযায়ী বিদেশে স্থাবর সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এর আগে ৬ মার্চ নাসার চেয়ারম্যান নজরুলের বাড়ি-প্লট ক্রোক ও ৫৫ কোম্পানির শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেন আদালত। নজরুল ইসলাম বর্তমানে কারাগারে রয়েছেন। গত বছর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত ও আহতদের ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত