আসাদুজ্জামান নূর, ঢাকা
অনুমোদিত বাজেটের পরিপন্থী লভ্যাংশ ঘোষণা করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি ব্যাংককে অতিরিক্ত ১৭ কোটি ৬০ লাখ টাকা আয়কর প্রদানের শাস্তির আওতায় পড়তে হবে। ব্যাংক দুটি হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং এবি ব্যাংক। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে ১০ কোটি ৪৬ লাখ এবং এবি ব্যাংককে দুটি কারণে মোট ৭ কোটি ১৪ লাখ টাকা প্রদান করতে হবে।
২০১৮-১৯ অর্থবছরের অনুমোদিত বাজেট অনুযায়ী, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কোনো অর্থবছরে নগদ লভ্যাংশের বেশি বোনাস শেয়ার দিতে পারবে না। অর্থাৎ বোনাস লভ্যাংশ সর্বোচ্চ নগদের সমান হতে পারবে। যদি কোনো কোম্পানি বোনাস শেয়ার বেশি দেয়, তাহলে ওই বোনাস শেয়ারের ওপর ১০ শতাংশ হারে কর আরোপ করা হবে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২২ সালে শেয়ারহোল্ডারদের শুধু ১০ শতাংশ বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বছরটিতে ব্যাংকের শেয়ারপ্রতি ২ টাকা ৮১ পয়সা করে ২৯৩ কোটি ৯৩ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর মধ্য থেকে ১০ শতাংশ বোনাস শেয়ার হিসাবে ১০৪ কোটি ৬০ লাখ টাকা দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানো হবে। বাকি ১৮৯ কোটি ৩৩ লাখ টাকা বা ৬৪ শতাংশ রিটেইন আর্নিংসে রাখা হবে। ফলে ১০৪ কোটি ৬০ লাখ টাকার ওপরে ১০ শতাংশ হারে ১০ কোটি ৪৬ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কোম্পানি সচিব অলি কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘পরিশোধিত মূলধন বাড়াতে বোনাস শেয়ার দেওয়া হয়েছে। ইচ্ছা করলেও আমরা ক্যাশ ডিভিডেন্ড দিতে পারছিলাম না। রাইটের জন্য আবেদন করেছিলাম, সেটা প্রত্যাখ্যাত হয়েছে। ট্যাক্সের বিষয়টা এখন বলা যাবে না। যেহেতু এটা আর্থিক বিষয়, আইনগত ঝামেলা রয়েছে।’
এদিকে দুটি কারণে এবি ব্যাংককে মোট ৭ কোটি ১৪ লাখ টাকার অতিরিক্ত করের শাস্তির কবলে পড়তে হবে। ২০২২ সালে ব্যাংকটির শেয়ারপ্রতি ৮৩ পয়সা করে ৭১ কোটি ৪৬ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর মধ্যে থেকে ২ শতাংশ বোনাস শেয়ার বাবদ ১৭ কোটি ২২ লাখ টাকা দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানো হবে। মুনাফার বাকি ৫৪ কোটি ২৪ লাখ টাকা বা ৭৬ শতাংশ রিটেইন আর্নিংসে যোগ হবে। কোম্পানিটিকে শুধু ওই বোনাস শেয়ার ঘোষণার কারণে ১৭ কোটি ২২ লাখ টাকার ওপর ১০ শতাংশ হারে ১ কোটি ৭২ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে।
অন্যদিকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদের দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা বা কোম্পানিতে রেখে দেওয়া পুরো অর্থের ওপর ১০ শতাংশ হারে কর আরোপ করার বিধান রয়েছে। ফলে মুনাফার ৩০ শতাংশের কম লভ্যাংশ ঘোষণা করায় ৫৪ কোটি ২৪ লাখ টাকার ওপর ১০ শতাংশ হারে আরও ৫ কোটি ৪২ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে এবি ব্যাংককে।
ব্যাংকটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. মহিউদ্দিন বলেন, বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী ডিভিডেন্ড ঘোষণা করতে হয়। রেগুলেশনগুলো হওয়া উচিত অন্য আইন কেমন আছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে। আমরা চেষ্টা করব অব্যাহতি পেতে। যদি না মানে তাহলে সেটা প্রদান করতে হবে।
অনুমোদিত বাজেটের পরিপন্থী লভ্যাংশ ঘোষণা করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি ব্যাংককে অতিরিক্ত ১৭ কোটি ৬০ লাখ টাকা আয়কর প্রদানের শাস্তির আওতায় পড়তে হবে। ব্যাংক দুটি হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং এবি ব্যাংক। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে ১০ কোটি ৪৬ লাখ এবং এবি ব্যাংককে দুটি কারণে মোট ৭ কোটি ১৪ লাখ টাকা প্রদান করতে হবে।
২০১৮-১৯ অর্থবছরের অনুমোদিত বাজেট অনুযায়ী, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কোনো অর্থবছরে নগদ লভ্যাংশের বেশি বোনাস শেয়ার দিতে পারবে না। অর্থাৎ বোনাস লভ্যাংশ সর্বোচ্চ নগদের সমান হতে পারবে। যদি কোনো কোম্পানি বোনাস শেয়ার বেশি দেয়, তাহলে ওই বোনাস শেয়ারের ওপর ১০ শতাংশ হারে কর আরোপ করা হবে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২২ সালে শেয়ারহোল্ডারদের শুধু ১০ শতাংশ বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বছরটিতে ব্যাংকের শেয়ারপ্রতি ২ টাকা ৮১ পয়সা করে ২৯৩ কোটি ৯৩ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর মধ্য থেকে ১০ শতাংশ বোনাস শেয়ার হিসাবে ১০৪ কোটি ৬০ লাখ টাকা দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানো হবে। বাকি ১৮৯ কোটি ৩৩ লাখ টাকা বা ৬৪ শতাংশ রিটেইন আর্নিংসে রাখা হবে। ফলে ১০৪ কোটি ৬০ লাখ টাকার ওপরে ১০ শতাংশ হারে ১০ কোটি ৪৬ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কোম্পানি সচিব অলি কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘পরিশোধিত মূলধন বাড়াতে বোনাস শেয়ার দেওয়া হয়েছে। ইচ্ছা করলেও আমরা ক্যাশ ডিভিডেন্ড দিতে পারছিলাম না। রাইটের জন্য আবেদন করেছিলাম, সেটা প্রত্যাখ্যাত হয়েছে। ট্যাক্সের বিষয়টা এখন বলা যাবে না। যেহেতু এটা আর্থিক বিষয়, আইনগত ঝামেলা রয়েছে।’
এদিকে দুটি কারণে এবি ব্যাংককে মোট ৭ কোটি ১৪ লাখ টাকার অতিরিক্ত করের শাস্তির কবলে পড়তে হবে। ২০২২ সালে ব্যাংকটির শেয়ারপ্রতি ৮৩ পয়সা করে ৭১ কোটি ৪৬ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর মধ্যে থেকে ২ শতাংশ বোনাস শেয়ার বাবদ ১৭ কোটি ২২ লাখ টাকা দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানো হবে। মুনাফার বাকি ৫৪ কোটি ২৪ লাখ টাকা বা ৭৬ শতাংশ রিটেইন আর্নিংসে যোগ হবে। কোম্পানিটিকে শুধু ওই বোনাস শেয়ার ঘোষণার কারণে ১৭ কোটি ২২ লাখ টাকার ওপর ১০ শতাংশ হারে ১ কোটি ৭২ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে।
অন্যদিকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদের দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা বা কোম্পানিতে রেখে দেওয়া পুরো অর্থের ওপর ১০ শতাংশ হারে কর আরোপ করার বিধান রয়েছে। ফলে মুনাফার ৩০ শতাংশের কম লভ্যাংশ ঘোষণা করায় ৫৪ কোটি ২৪ লাখ টাকার ওপর ১০ শতাংশ হারে আরও ৫ কোটি ৪২ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে এবি ব্যাংককে।
ব্যাংকটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. মহিউদ্দিন বলেন, বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী ডিভিডেন্ড ঘোষণা করতে হয়। রেগুলেশনগুলো হওয়া উচিত অন্য আইন কেমন আছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে। আমরা চেষ্টা করব অব্যাহতি পেতে। যদি না মানে তাহলে সেটা প্রদান করতে হবে।
প্রতারণার মাধ্যমে গ্রাহকের আত্মসাতের অভিযোগে করা মামলায় উড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ের প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের তিনজন কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৬ মিনিট আগেঅনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। এ ঘটনায় প্রতিষ্ঠানটির তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা-পুলিশ।
২ ঘণ্টা আগেদেশের বেসরকারি খাতের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম চলতি আগস্টে ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। গত জুলাই মাসে এই দাম ছিল ১ হাজার ৩৬৪ টাকা...
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের হুমকি সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাবে। ভারতের দুটি সরকারি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমনটিই জানিয়েছেন। বিষয়টির সংবেদনশীলতার কারণে সূত্রগুলো নাম প্রকাশে অনিচ্ছুক।
৬ ঘণ্টা আগে