অনলাইন ডেস্ক
দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতিতে ঋণ পরিশোধের জন্য দুই বছর সময় চেয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। তবে এ সময় মূল ঋণের বিপরীতে আরোপিত সুদ নিয়মিত পরিশোধ করবে তারা।
আজ মঙ্গলবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠকে বিটিএমএর একটি প্রতিনিধিদল এ দাবি জানায় বলে সূত্র জানিয়েছে। বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
সূত্র জানায়, ঋণগ্রহীতা নির্দিষ্ট সময়ের জন্য শুধু সুদ পরিশোধ করবেন এবং মূল ঋণের অর্থ (প্রিন্সিপাল) পরিশোধের জন্য সময় পাবেন—এই ব্যবস্থা যুক্তরাজ্যে অনেক জনপ্রিয়। দেশের চলমান পরিস্থিতিতে আগামী দুই বছরের জন্য চলমান সব ঋণের ক্ষেত্রে বর্ণিত ব্যবস্থার বাস্তবায়ন করতে গভর্নরের কাছে অনুরোধ জানিয়েছে বিটিএমএ। এ ছাড়া শ্রমিক-কর্মচারীদের বেতন, গ্যাস-বিদ্যুতের বিল এবং আনুষঙ্গিক খরচ মেটানো টেক্সটাইল মিলগুলোর পক্ষে সম্ভব নয় দাবি করে ঋণ পরিশোধে গত এপ্রিলে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন বাতিল চেয়েছেন সংগঠনটির নেতারা। তাঁরা ২০১৯ সালের প্রজ্ঞাপন অনুযায়ী ঋণ আদায়ের দাবি জানান। এ সময় গভর্নরের কাছে ১০টি দাবি উত্থাপন করেন পোশাক খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের নেতারা।
সূত্রে জানা গেছে, তাঁদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে রপ্তানিমুখী টেক্সটাইল খাতে একটি মেয়াদি ঋণ-বিনিয়োগের কোনো কিস্তি নির্ধারিত মেয়াদের মধ্যে পরিশোধ করতে না পারলে, বর্ণিত ঋণ নির্ধারিত তারিখের পরবর্তী তিন মাস অতিবাহিত হওয়ার পর ওভারডিউ হিসেবে বিবেচিত হবে। আগামী বছরের ৩১ মার্চ থেকে সব ঋণ তাৎক্ষণিকভাবে পরিশোধ না করলে তা ওভারডিউ হবে। গ্যাস ও বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক হওয়া পর্যন্ত সব ঋণ পরিশোধের জন্য সময় বাড়ানোর পদক্ষেপ। ইডিএফের ঋণের আংশিক সমন্বয় নিশ্চিত করা। এ ছাড়া বস্ত্রের চাহিদা পূরণে টেক্সটাইল খাতের আমদানি দায় পরিশোধকালে বৈদেশিক মুদ্রা বিনিময় হারজনিত ক্ষতি প্রদান, আমদানির ক্ষেত্রে ক্রেডিট মেয়াদ পুনরায় জরুরি ভিত্তিতে বাড়ানোর পদক্ষেপ গ্রহণ, কাঁচামালের আমদানি তথ্য ব্যাংকে আসার পাঁচ কর্মদিবসের মধ্যে পেমেন্ট নিশ্চিত করা।
দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতিতে ঋণ পরিশোধের জন্য দুই বছর সময় চেয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। তবে এ সময় মূল ঋণের বিপরীতে আরোপিত সুদ নিয়মিত পরিশোধ করবে তারা।
আজ মঙ্গলবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠকে বিটিএমএর একটি প্রতিনিধিদল এ দাবি জানায় বলে সূত্র জানিয়েছে। বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
সূত্র জানায়, ঋণগ্রহীতা নির্দিষ্ট সময়ের জন্য শুধু সুদ পরিশোধ করবেন এবং মূল ঋণের অর্থ (প্রিন্সিপাল) পরিশোধের জন্য সময় পাবেন—এই ব্যবস্থা যুক্তরাজ্যে অনেক জনপ্রিয়। দেশের চলমান পরিস্থিতিতে আগামী দুই বছরের জন্য চলমান সব ঋণের ক্ষেত্রে বর্ণিত ব্যবস্থার বাস্তবায়ন করতে গভর্নরের কাছে অনুরোধ জানিয়েছে বিটিএমএ। এ ছাড়া শ্রমিক-কর্মচারীদের বেতন, গ্যাস-বিদ্যুতের বিল এবং আনুষঙ্গিক খরচ মেটানো টেক্সটাইল মিলগুলোর পক্ষে সম্ভব নয় দাবি করে ঋণ পরিশোধে গত এপ্রিলে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন বাতিল চেয়েছেন সংগঠনটির নেতারা। তাঁরা ২০১৯ সালের প্রজ্ঞাপন অনুযায়ী ঋণ আদায়ের দাবি জানান। এ সময় গভর্নরের কাছে ১০টি দাবি উত্থাপন করেন পোশাক খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের নেতারা।
সূত্রে জানা গেছে, তাঁদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে রপ্তানিমুখী টেক্সটাইল খাতে একটি মেয়াদি ঋণ-বিনিয়োগের কোনো কিস্তি নির্ধারিত মেয়াদের মধ্যে পরিশোধ করতে না পারলে, বর্ণিত ঋণ নির্ধারিত তারিখের পরবর্তী তিন মাস অতিবাহিত হওয়ার পর ওভারডিউ হিসেবে বিবেচিত হবে। আগামী বছরের ৩১ মার্চ থেকে সব ঋণ তাৎক্ষণিকভাবে পরিশোধ না করলে তা ওভারডিউ হবে। গ্যাস ও বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক হওয়া পর্যন্ত সব ঋণ পরিশোধের জন্য সময় বাড়ানোর পদক্ষেপ। ইডিএফের ঋণের আংশিক সমন্বয় নিশ্চিত করা। এ ছাড়া বস্ত্রের চাহিদা পূরণে টেক্সটাইল খাতের আমদানি দায় পরিশোধকালে বৈদেশিক মুদ্রা বিনিময় হারজনিত ক্ষতি প্রদান, আমদানির ক্ষেত্রে ক্রেডিট মেয়াদ পুনরায় জরুরি ভিত্তিতে বাড়ানোর পদক্ষেপ গ্রহণ, কাঁচামালের আমদানি তথ্য ব্যাংকে আসার পাঁচ কর্মদিবসের মধ্যে পেমেন্ট নিশ্চিত করা।
বেসরকারি খাতের আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী পদত্যাগ করেছেন। গত বুধবার পরিচালনা পর্ষদের সভায় তিনি পদত্যাগ করেন।
৫ ঘণ্টা আগেদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে গত এপ্রিল মাসে। সদ্যসমাপ্ত মাসটিতে ২ দশমিক ৭৫ বিলিয়ন বা ২৭৫ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৩৩ হাজার ৫৫০ কোটি টাকার বেশি। সে হিসাবে প্রতিদিন রেমিট্যান্সে এসেছে ৯ কোটি ডলারের বেশি।
৫ ঘণ্টা আগেপঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৮ হাজার ১০৬ টন আলু নেপালে রপ্তানি করেছে বাংলাদেশ সরকার। চলতি বছরের জানুয়ারি থেকে শুরু হয়ে গতকাল রবিবার (৪ মে ) বিকেল পর্যন্ত এই আলু রপ্তানি করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টাইন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন।
৭ ঘণ্টা আগে২০১৩ সালে ব্যাক টু ব্যাক এলসি খুলেছিল মার্কেন্টাইল ব্যাংক। গ্রাহক এমা সিনটেক্স লিমিটেড ফ্যাব্রিকস পাঠায়, আমদানিকারক মিমময় ফ্যাশন বুঝে নেয়। এরপর ব্যাংকে বিল দাখিল হয়, সুইফট বার্তাও যায়। তারপর হঠাৎ সব থেমে যায়—বিল বাতিল।
১৩ ঘণ্টা আগে