নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারি প্রকল্প, পরিবহন ব্যয় ও বিনিয়োগে অসামঞ্জস্য রয়েছে; রাষ্ট্রীয় সক্ষমতা না বাড়ালে অর্থনীতি এখানেই আটকে থাকবে। বারবার নীতি পরিবর্তন, অপচয়ী ব্যয় আর অপরিকল্পিত উন্নয়নের দুষ্টচক্র ভাঙার একমাত্র উপায় সমন্বিত, বাস্তবমুখী কৌশল। ‘দেশের পরিবহন, সবুজ প্রবৃদ্ধি ও বিনিয়োগ সংকট’ শীর্ষক ইআরএফ-পলিসি এক্সচেঞ্জ কর্মশালায় বক্তারা এই সতর্কবার্তা দেন।
গতকাল রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফেরামের (ইআরএফ) কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সংগঠনের সভাপতি দৌলত আকতার মালার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাসেমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাড়ি আমদানিকারক ও বিক্রেতাদের সংগঠন বারভিডার সভাপতি মো. আব্দুল হক, বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিআই) প্রেসিডেন্ট আনোয়ার-উল আলম চৌধুরী, উত্তরা মোটরসের চেয়ারম্যান মতিউর রহমান, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি রিজওয়ান রহমান প্রমুখ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জের প্রধান নির্বাহী ড. মাশরুর রিয়াজ। তিনি বলেন, ‘বাংলাদেশে পণ্য সরবরাহব্যবস্থার ব্যয় পৃথিবীর যেকোনো দেশের তুলনায় বেশি—২০ থেকে ২৫ শতাংশ বেশি খরচ হচ্ছে। শুধু এই খরচ কমাতে পারলে আমাদের রপ্তানি ২০ শতাংশ বাড়তে পারে। অথচ পরিবহন ও লজিস্টিক খাত এখনো প্রযুক্তি ও গতি দুটোতেই পিছিয়ে।’
ড. মাশরুর রিয়াজ আরও বলেন, উন্নত পরিবহনব্যবস্থার জন্য শুধু নতুন গাড়ি নয়, উন্নত প্রযুক্তির পুরোনো গাড়িও টেকসই সমাধান হতে পারে। তাঁর মতে, জাপানের মতো দেশের ব্যবহার করা গাড়ি পরিবেশবান্ধব ও কার্যকর সেবা দেয় অনেক বছর, যা অনেক দেশের নতুন গাড়িও পারে না।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘রাষ্ট্রীয় সক্ষমতা ছাড়া কোনো উদ্যোগ টেকসই হয় না। বিগত ১৬ বছরে এমন সব ফ্যালাসি বিনিয়োগ করা হয়েছে, যার দায় আমরা এখনো বইছি—চড়া মূল্যের মেট্রোরেল থেকে কর্ণফুলী টানেল, এগুলো ঋণে গড়া উন্নয়ন; যার অর্থনৈতিক ভার ভয়াবহ।’ তিনি বলেন, ‘আমরা জাতীয় ব্যয়ের বাইরে গিয়ে দায় তৈরি করেছি, স্থানীয় ও আন্তর্জাতিক উভয় পর্যায়ে, যা টেকসই নয়।’
বারভিডার সভাপতি মো. আব্দুল হক বলেন, ‘পুরোনো গাড়ি মানে দূষণ—এই ভ্রান্ত ধারণায় কর চাপানো হয়েছে। অথচ উন্নত প্রযুক্তির ব্যবহৃত গাড়ি পরিবেশের জন্য নিরাপদ হতে পারে। আমাদের আমদানি নীতিতে এই বাস্তবতা প্রতিফলিত হওয়া দরকার।’
ঢাকা চেম্বারের সাবেক সভাপতি রিজওয়ান রহমান বলেন, ‘গণপরিবহনের উন্নয়নের বিকল্প নেই। উন্নয়ন তখনই বাস্তব হবে, যখন বড় গাড়িতে চড়া লোকজন গণপরিবহনে উঠে আসবে।’ তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বারবার নীতিমালা পরিবর্তনের সমালোচনা করে বলেন, ‘নীতির স্থিতি না থাকলে ব্যবসায়ীরা বিভ্রান্ত হন। সরকার শুধু ব্যবসায়ীদের কথা শোনে, কিন্তু বাস্তবমুখী নীতিতে তাঁদের যুক্ত করে না।’
বিসিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, দেশের পরিবহন খাতে শৃঙ্খলা সবচেয়ে বড় সংকট। উন্নত নীতি ছাড়া এই খাতে খরচ কমানো অসম্ভব। এই সংস্কার কঠিন, কিন্তু অপরিহার্য।
উত্তরা মোটরসের চেয়ারম্যান মতিউর রহমান বলেন, দেশে গাড়ি সংযোজন খাতে যে অটোমোবাইল পলিসি ছিল, এনবিআর সেটিকে জটিল করে বিনিয়োগ নিরুৎসাহিত করেছে। ফলে কোনো আন্তর্জাতিক কোম্পানি আগ্রহ দেখায়নি।
সরকারি প্রকল্প, পরিবহন ব্যয় ও বিনিয়োগে অসামঞ্জস্য রয়েছে; রাষ্ট্রীয় সক্ষমতা না বাড়ালে অর্থনীতি এখানেই আটকে থাকবে। বারবার নীতি পরিবর্তন, অপচয়ী ব্যয় আর অপরিকল্পিত উন্নয়নের দুষ্টচক্র ভাঙার একমাত্র উপায় সমন্বিত, বাস্তবমুখী কৌশল। ‘দেশের পরিবহন, সবুজ প্রবৃদ্ধি ও বিনিয়োগ সংকট’ শীর্ষক ইআরএফ-পলিসি এক্সচেঞ্জ কর্মশালায় বক্তারা এই সতর্কবার্তা দেন।
গতকাল রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফেরামের (ইআরএফ) কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সংগঠনের সভাপতি দৌলত আকতার মালার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাসেমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাড়ি আমদানিকারক ও বিক্রেতাদের সংগঠন বারভিডার সভাপতি মো. আব্দুল হক, বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিআই) প্রেসিডেন্ট আনোয়ার-উল আলম চৌধুরী, উত্তরা মোটরসের চেয়ারম্যান মতিউর রহমান, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি রিজওয়ান রহমান প্রমুখ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জের প্রধান নির্বাহী ড. মাশরুর রিয়াজ। তিনি বলেন, ‘বাংলাদেশে পণ্য সরবরাহব্যবস্থার ব্যয় পৃথিবীর যেকোনো দেশের তুলনায় বেশি—২০ থেকে ২৫ শতাংশ বেশি খরচ হচ্ছে। শুধু এই খরচ কমাতে পারলে আমাদের রপ্তানি ২০ শতাংশ বাড়তে পারে। অথচ পরিবহন ও লজিস্টিক খাত এখনো প্রযুক্তি ও গতি দুটোতেই পিছিয়ে।’
ড. মাশরুর রিয়াজ আরও বলেন, উন্নত পরিবহনব্যবস্থার জন্য শুধু নতুন গাড়ি নয়, উন্নত প্রযুক্তির পুরোনো গাড়িও টেকসই সমাধান হতে পারে। তাঁর মতে, জাপানের মতো দেশের ব্যবহার করা গাড়ি পরিবেশবান্ধব ও কার্যকর সেবা দেয় অনেক বছর, যা অনেক দেশের নতুন গাড়িও পারে না।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘রাষ্ট্রীয় সক্ষমতা ছাড়া কোনো উদ্যোগ টেকসই হয় না। বিগত ১৬ বছরে এমন সব ফ্যালাসি বিনিয়োগ করা হয়েছে, যার দায় আমরা এখনো বইছি—চড়া মূল্যের মেট্রোরেল থেকে কর্ণফুলী টানেল, এগুলো ঋণে গড়া উন্নয়ন; যার অর্থনৈতিক ভার ভয়াবহ।’ তিনি বলেন, ‘আমরা জাতীয় ব্যয়ের বাইরে গিয়ে দায় তৈরি করেছি, স্থানীয় ও আন্তর্জাতিক উভয় পর্যায়ে, যা টেকসই নয়।’
বারভিডার সভাপতি মো. আব্দুল হক বলেন, ‘পুরোনো গাড়ি মানে দূষণ—এই ভ্রান্ত ধারণায় কর চাপানো হয়েছে। অথচ উন্নত প্রযুক্তির ব্যবহৃত গাড়ি পরিবেশের জন্য নিরাপদ হতে পারে। আমাদের আমদানি নীতিতে এই বাস্তবতা প্রতিফলিত হওয়া দরকার।’
ঢাকা চেম্বারের সাবেক সভাপতি রিজওয়ান রহমান বলেন, ‘গণপরিবহনের উন্নয়নের বিকল্প নেই। উন্নয়ন তখনই বাস্তব হবে, যখন বড় গাড়িতে চড়া লোকজন গণপরিবহনে উঠে আসবে।’ তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বারবার নীতিমালা পরিবর্তনের সমালোচনা করে বলেন, ‘নীতির স্থিতি না থাকলে ব্যবসায়ীরা বিভ্রান্ত হন। সরকার শুধু ব্যবসায়ীদের কথা শোনে, কিন্তু বাস্তবমুখী নীতিতে তাঁদের যুক্ত করে না।’
বিসিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, দেশের পরিবহন খাতে শৃঙ্খলা সবচেয়ে বড় সংকট। উন্নত নীতি ছাড়া এই খাতে খরচ কমানো অসম্ভব। এই সংস্কার কঠিন, কিন্তু অপরিহার্য।
উত্তরা মোটরসের চেয়ারম্যান মতিউর রহমান বলেন, দেশে গাড়ি সংযোজন খাতে যে অটোমোবাইল পলিসি ছিল, এনবিআর সেটিকে জটিল করে বিনিয়োগ নিরুৎসাহিত করেছে। ফলে কোনো আন্তর্জাতিক কোম্পানি আগ্রহ দেখায়নি।
বিশ্বজুড়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ নিরাপদ হলেও দেশের পরিস্থিতি ভিন্ন। এ খাতে বিনিয়োগ করে মুনাফা দূরে থাক, মূলধন ফেরত পাওয়া নিয়েই দেখা দেয় অনিশ্চয়তা। এ পরিস্থিতি থেকে উত্তরণে নতুন মিউচুয়াল ফান্ড বিধিমালা হচ্ছে। এই বিধিমালা অনুযায়ী, ভবিষ্যতে আর কোনো ক্লোজ এন্ড বা মেয়াদি মিউচুয়াল ফান্ড বাজারে আসতে দেওয়া
২ ঘণ্টা আগেনিরাপদ ও স্বস্তিকর ব্যবসার পরিবেশ দাবি করেছেন দেশের গাড়ি ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন গাড়ি বিক্রয়কেন্দ্রে চাঁদাবাজি ও হামলার ঘটনা ঘটছে, কিন্তু অপরাধীরা ধরা পড়ছে না। দ্রুত ব্যবস্থা না নিলে আগামী মাস থেকে গাড়ি ছাড়, নিবন্ধন ও সরকারকে রাজস্ব প্রদান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দ
৩ ঘণ্টা আগেআগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে প্রশাসনিক ব্যস্ততা বাড়বে, মাঠের কাজে মনোযোগ কমবে, এমন আশঙ্কা থেকেই সরকার এবার আগেভাগে পদক্ষেপ নিয়েছে। উন্নয়ন প্রকল্পের গতি ধরে রাখতে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা আরএডিপি প্রণয়নের কাজ শুরু হয়েছে ছয় মাস আগেই।
৩ ঘণ্টা আগেদেশের বাজারে সোনার দাম নতুন ইতিহাস গড়ছে। সবশেষ আজ রোববার (১৯ অক্টোবর) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আগামীকাল সোমবার থেকে বাজুসের ঘোষিত নতুন দাম কার্যকর হবে। বাজুসের তথ্য অনুযায়ী, নতুন দরে প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা।
৫ ঘণ্টা আগে