Ajker Patrika

কারওয়ান বাজারেই পণ্য চারবার হাতবদল, এগুলো বন্ধ করতে হবে: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৮: ৩২
কারওয়ান বাজারেই পণ্য চারবার হাতবদল, এগুলো বন্ধ করতে হবে: বাণিজ্য উপদেষ্টা

বাজার সিন্ডিকেট বন্ধ করতে হবে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘কারওয়ান বাজারেই একটা পণ্য চারবার হাতবদল হয়। এগুলো বন্ধ করতে হবে। চাঁদাবাজি হয়, একটা ট্রাক ঢাকা পর্যন্ত আসতে সাত হাজার টাকা লাগে। তবে এটা কিন্তু বাণিজ্য কিংবা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব না। এটা যাদের দায়িত্ব, তাদের সঙ্গে কথা বলা হবে।’  

আজ রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

দেশে অভ্যুত্থানের পর চাঁদাবাজদের অনেকে আত্মগোপনে গেছে। নতুন করে চাঁদাবাজ তৈরি হবে না, সেই নিশ্চয়তা কী—এ প্রসঙ্গে জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমার কাছে অনেক প্রতিবেদন আসছে। চাল কিনবে চাতাল থেকে, এক গ্রুপ নিয়ে চলে গেছে, আরেক গ্রুপ এসে আবার চাঁদা দাবি করেছে। তখন আমি বলেছি, তাৎক্ষণিকভাবে ডেপুটি কমিশনারকে বলো খোঁজখবর নিতে, যাতে ভালো ব্যবসায়ীরা বাধাপ্রাপ্ত না হয়। আমি জানি, এক গোষ্ঠী গেলে নতুন আরেক গোষ্ঠী আসবে।’ 

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না, এই প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, তাৎক্ষণিকভাবে খোলাবাজারে কিছু বিক্রি করতে হবে। তবে সবকিছু এক দিনে প্রত্যাশা করতে নেই। 

এ সময় এক কর্মকর্তা বলেন, নিরাপত্তা পরিস্থিতির কারণে টিসিবির ডিস্ট্রিবিউশন স্থগিত আছে। পর্যবেক্ষণ করা হচ্ছে। খুব অল্প সময়ের মধ্যেই এটা চালু করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত