Ajker Patrika

গত বছর ১৭ ঘণ্টায় একজন করে বিলিয়নেয়ার বেড়েছে

গত বছর ১৭ ঘণ্টায় একজন করে বিলিয়নেয়ার বেড়েছে

করোনা মহামারির কারণে গত বছর অর্থনীতিতে বিপর্যয় নেমে এলেও বৃহৎ কোম্পানিগুলো আরও ফুলেফেঁপে উঠেছে। বিশেষ করে প্রযুক্তি প্রতাষ্ঠানের জন্য মহামারী বলতে গেলে আশীর্বাদ হয়ে এসেছে। অবিশ্বাস্য সম্পদ বেড়েছে অ্যামাজন, টেসলা, বাইটড্যান্সের মতো জায়ান্টদের।

ব্যবসা–বাণিজ্য বিষয়ক মর্যাদাপূর্ণ সাময়িকী ফোর্বস বলছে, গত বছর বিশ্বব্যাপী বিলিয়নেয়ারের তালিকায় নতুন ৪৯৩ জন যুক্ত হয়েছেন। সে হিসাবে, গড়ে ১৭ ঘণ্টায় একজন করে বিলিয়নিয়ার বেড়েছে।

এদিকে বর্তমানে সবচেয়ে বেশি বিলিয়নেয়ার রয়েছে চীনের বেইজিং শহরে। সাত বছর ধরে এই তালিকায় শীর্ষে ছিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। ফোর্বসের হালনাগাদ তালিকায় এমনটি বলা হয়েছে।

ফোর্বস ম্যাগাজিন জানায়, বেইজিংয়ে গত বছর ৩৩ জন বিলিয়নেয়ার বেড়েছে। এ নিয়ে বেইজিংয়ে বিলিয়নেয়ারের সংখ্যা দাঁড়াল ১০০ জনে।

দ্রুত করোনাভাইরাসের বিস্তাররোধ, প্রযুক্তি প্রতিষ্ঠানের রমরমা এবং শেয়ারবাজারের অবদানেই বেইজিংকে এই তালিকায় শীর্ষে নিয়ে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে বিলিয়নেয়ারদের মোট নিট সম্পত্তির দিক দিয়ে বেইজিংয়ের চেয়ে এগিয়ে রয়েছে নিউইয়র্ক। মার্কিন এ শহরের বিলিয়নেয়ারদের নিট সম্পত্তি ৮০ বিলিয়ন ডলার।

বেইজিংয়ের সবচেয়ে বড় ধনী টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইয়েমিং। যার সম্পদের পরিমাণ ৩৫ দশমিক ৬ বিলিয়ন ডলার। জাং টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

অপরদিকে নিউইয়র্ক শহরের সবচেয়ে ধনী ব্যক্তি সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ। তার সম্পদের পরিমাণ ৫৯ বিলিয়ন ডলার।

করোনাভাইরাসের বৈশ্বিক মহামারিতে অনলাইনে কেনাকাটা এবং বিনোদন পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র এবং চীনের প্রযুক্তি জায়ান্টদের সম্পদ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

হংকং এবং ম্যাকাওকে যুক্ত করে চীনের বিলিয়নেয়ারদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস । গত বছর সবচেয়ে বেশি বিলিয়নেয়ার পেয়েছে চীন। দেশটিতে এক বছরই ২১০ জন নতুন বিলিয়নিয়ার যুক্ত হয়েছে। এদের মধ্যে অর্ধেকই ম্যানুফ্যাকচারিং বা প্রযুক্তি শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন চীনের নারী বিলিয়নেয়ার ক্যাট ওয়ারং। তিনি ই-সিগারেট বিক্রি করেই বিলিয়নেয়ার হয়েছেন।

চীনে বর্তমানে বিলিয়নেয়ারের সংখ্যা ৬৯৮ জন। অপরদিকে যুক্তরাষ্ট্রে ৭২৪ জন বিলিয়নেয়ার রয়েছেন। 

বিলিয়নেয়ারের তালিকায় বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে ১৪০ জন বিলিয়নেয়ার রয়েছেন। এছাড়া এশিয়া–প্যাসিফিক অঞ্চলে বিলিয়নেয়ার রয়েছেন মোট ১ হাজার ১৪৯ জন। তাদের মোট সম্পত্তির পরিমাণ ৪ দশিমক ৭ ট্রিলিয়ন ডলার।

এদিকে শুধু যুক্তরাষ্ট্রের বিলিয়নেয়ারদের সম্পদের পরিমাণ ৪ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় শীর্ষে রয়েছেন ই–কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। গত বছর   তার সম্পদের পরিমাণ ৬৪ বিলিয়ন ডলার থেকে বেড়ে ১৭৭ বিলিয়ন ডলার হয়েছে। এরপরেই রয়েছেন টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত