Ajker Patrika

ব্যাংকগুলোতে কিছুটা তেজ কমেছে ডলারের

নিজস্ব প্রতিবেদক ঢাকা
ব্যাংকগুলোতে কিছুটা তেজ কমেছে ডলারের

বাজারের ডলারের সংকটের মধ্য দিয়েও হঠাৎ করে দর কিছুটা কমেছে। আজ বুধবার ব্যাংকগুলোর প্রতি ডলারের গড় বিক্রয়মূল্য ছিল ১০২ টাকা ৫৭ পয়সা। আর বাংলাদেশ কৃষি ব্যাংক সর্বোচ্চ ১০৬ টাকা ৭৭ পয়সা দরে ডলার বিক্রয় করে। তবে প্রতি ডলার সর্বনিম্ন ৯৯ টাকা দরে বিক্রি করে ব্যাংক আল ফালাহসহ অন্য দুটো বিদেশি ব্যাংক।

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ওয়েবসাইট থেকে এসব তথ্য পাওয়া গেছে। আর আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে মঙ্গলবারের আন্তব্যাংক লেনদেনের সর্বোচ্চ বিক্রয় মূল্য দেখানো হয়েছে ১০২ টাকা ৫৬ পয়সা এবং সর্বনিম্ন মূল্য ছিল ১০১ টাকা ৭৮ পয়সা।

যদিও আগের দিনের ক্রয়-বিক্রয়মূল্য ছিল যথাক্রমে ৯৯ টাকা ৬৫ পয়সা ও ১০৮ টাকা। 

খোলাবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার বৈধ ব্যবসায়ীরা ডলার ১০৭ টাকা ৭৫ পয়সায় কিনে তা ১০৮ টাকা ৭৫ পয়সার বিক্রি করেছে। যা আগের দিন ছিল যথাক্রমে ১০৮ টাকা ও ১০৯ টাকা ৫০ পয়সা। তবে কেউ কেউ নানা কৌশলে অবৈধভাবে প্রতি ডলার ১১২ থেকে ১১৩ টাকা বিক্রি করেছে। কিন্তু আগের দিন প্রতি ডরার ১১৪ টাকা থেকে ১১৬ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত