অনলাইন ডেস্ক
শতকোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে সাবেক কর কমিশনার ও ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার তালুকদারের বিরুদ্ধে। সরকারের সাবেক এই কর্মকর্তার দুর্নীতি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক ছাড়াও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) বেশ কয়েকটি সংস্থা তাঁর বিষয়ে অনুসন্ধান শুরু করেছে।
দুদক সূত্রে জানা যায়, রঞ্জিত কুমার তালুকদার তাঁর আয়বহির্ভূত সম্পদের উৎস গোপন করতে বেশির ভাগ সম্পদ গড়েছেন আত্মীয়স্বজনের নামে। অভিযোগ রয়েছে, স্ত্রী ঝুমুর মজুমদার, শাশুড়ি কল্যাণী মজুমদার, শালি কাকলী মজুমদার এবং শালা অমিত মজুমদারের নামে অবৈধ সম্পদ অর্জন করেন রঞ্জিত।
দুদকের তদন্তসংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, রঞ্জিতের স্ত্রী ঝুমুর মজুমদারের বিরুদ্ধেও নামে-বেনামে বিপুল অবৈধ সম্পদ অর্জনের তথ্য রয়েছে তাঁদের কাছে। বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের তিনটি শাখায় অন্তত সোয়া তিন কোটি টাকার এফডিআর স্থিতি আছে তাঁর নামে। এর মধ্যে সাভার ব্রাঞ্চের ১১টি হিসাবে ১ কোটি ২৪ লাখ ৫৬ হাজার ২৯৪ টাকা, একই ব্যাংকের রাজধানীর রাজউক অ্যাভিনিউর প্রিন্সিপাল শাখার ৯টি হিসাবে ১ কোটি ৮৮ লাখ ৯৯ হাজার ২৬১ টাকা ও ফার্মগেটে গ্রিন রোড শাখার দুটি হিসাবে আছে ১১ লাখ ৯৫ হাজার ৩৯৫ টাকা।
রঞ্জিত এবং তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা অবৈধ সম্পদের অনুসন্ধান করছেন কমিশনের সহকারী পরিচালক খোরশেদ আলম। এ বিষয়ে জানতে চাইলে কোনো বক্তব্য দিতে রাজি হননি দুদকের এই কর্মকর্তা। তবে অনুসন্ধান চলমান আছে বলে জানিয়েছেন তিনি।
রঞ্জিতের শাশুড়ির নামে ১ কোটি ৫০ লাখ টাকার এফডিআর আছে এমন তথ্য উঠে এসেছে দুদকের গোয়েন্দা প্রতিবেদনে। বিপুল এই অর্থের বিপরীতে তাঁর নিজস্ব কোনো আয়ের উৎস নেই। এ ছাড়া তাঁর নামে সাভারের ধামরাইয়ে প্রায় কোটি টাকা মূল্যের বাড়ি থাকার তথ্যও রয়েছে।
রঞ্জিত ও ঝুমুর মজুমদারের নামে একাধিক ফ্ল্যাট ও প্লট থাকার সত্যতা পেয়েছে দুদক। তবে এই সম্পত্তির বিষয়ে এখনই বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি সংশ্লিষ্টরা।
জানা গেছে, রঞ্জিত ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুদক। একইভাবে এই দম্পতির সব ধরনের ব্যাংক হিসাব জব্দ করতেও চিঠি দিয়েছে বিএফআইইউ।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে কথা বলতে অভিযুক্ত রঞ্জিতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। পরে তাঁর স্ত্রী ঝুমুর মজুমদারকে ফোন করা হলে সংবাদকর্মী পরিচয় দেওয়ার পর তিনি ফোন কেটে দেন।
ঝুমুর মজুমদারের বোন কাকলী মজুমদারকে তাঁর মোবাইলে ফোন করা হলে তিনি একটু পরে ফিরতি ফোন করবেন বলে ফোন রেখে দেন। তবে ঘণ্টা পেরিয়ে গেলেও তিনি আর ফোন করেননি। এরপর আরও বেশ কয়েকবার তাঁকে ফোন করা হলেও তিনি ধরেননি।
শতকোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে সাবেক কর কমিশনার ও ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার তালুকদারের বিরুদ্ধে। সরকারের সাবেক এই কর্মকর্তার দুর্নীতি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক ছাড়াও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) বেশ কয়েকটি সংস্থা তাঁর বিষয়ে অনুসন্ধান শুরু করেছে।
দুদক সূত্রে জানা যায়, রঞ্জিত কুমার তালুকদার তাঁর আয়বহির্ভূত সম্পদের উৎস গোপন করতে বেশির ভাগ সম্পদ গড়েছেন আত্মীয়স্বজনের নামে। অভিযোগ রয়েছে, স্ত্রী ঝুমুর মজুমদার, শাশুড়ি কল্যাণী মজুমদার, শালি কাকলী মজুমদার এবং শালা অমিত মজুমদারের নামে অবৈধ সম্পদ অর্জন করেন রঞ্জিত।
দুদকের তদন্তসংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, রঞ্জিতের স্ত্রী ঝুমুর মজুমদারের বিরুদ্ধেও নামে-বেনামে বিপুল অবৈধ সম্পদ অর্জনের তথ্য রয়েছে তাঁদের কাছে। বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের তিনটি শাখায় অন্তত সোয়া তিন কোটি টাকার এফডিআর স্থিতি আছে তাঁর নামে। এর মধ্যে সাভার ব্রাঞ্চের ১১টি হিসাবে ১ কোটি ২৪ লাখ ৫৬ হাজার ২৯৪ টাকা, একই ব্যাংকের রাজধানীর রাজউক অ্যাভিনিউর প্রিন্সিপাল শাখার ৯টি হিসাবে ১ কোটি ৮৮ লাখ ৯৯ হাজার ২৬১ টাকা ও ফার্মগেটে গ্রিন রোড শাখার দুটি হিসাবে আছে ১১ লাখ ৯৫ হাজার ৩৯৫ টাকা।
রঞ্জিত এবং তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা অবৈধ সম্পদের অনুসন্ধান করছেন কমিশনের সহকারী পরিচালক খোরশেদ আলম। এ বিষয়ে জানতে চাইলে কোনো বক্তব্য দিতে রাজি হননি দুদকের এই কর্মকর্তা। তবে অনুসন্ধান চলমান আছে বলে জানিয়েছেন তিনি।
রঞ্জিতের শাশুড়ির নামে ১ কোটি ৫০ লাখ টাকার এফডিআর আছে এমন তথ্য উঠে এসেছে দুদকের গোয়েন্দা প্রতিবেদনে। বিপুল এই অর্থের বিপরীতে তাঁর নিজস্ব কোনো আয়ের উৎস নেই। এ ছাড়া তাঁর নামে সাভারের ধামরাইয়ে প্রায় কোটি টাকা মূল্যের বাড়ি থাকার তথ্যও রয়েছে।
রঞ্জিত ও ঝুমুর মজুমদারের নামে একাধিক ফ্ল্যাট ও প্লট থাকার সত্যতা পেয়েছে দুদক। তবে এই সম্পত্তির বিষয়ে এখনই বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি সংশ্লিষ্টরা।
জানা গেছে, রঞ্জিত ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুদক। একইভাবে এই দম্পতির সব ধরনের ব্যাংক হিসাব জব্দ করতেও চিঠি দিয়েছে বিএফআইইউ।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে কথা বলতে অভিযুক্ত রঞ্জিতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। পরে তাঁর স্ত্রী ঝুমুর মজুমদারকে ফোন করা হলে সংবাদকর্মী পরিচয় দেওয়ার পর তিনি ফোন কেটে দেন।
ঝুমুর মজুমদারের বোন কাকলী মজুমদারকে তাঁর মোবাইলে ফোন করা হলে তিনি একটু পরে ফিরতি ফোন করবেন বলে ফোন রেখে দেন। তবে ঘণ্টা পেরিয়ে গেলেও তিনি আর ফোন করেননি। এরপর আরও বেশ কয়েকবার তাঁকে ফোন করা হলেও তিনি ধরেননি।
টানা ৯ বছর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হচ্ছে। রাজস্ব আদায়ে প্রতিবছর কিছুটা প্রবৃদ্ধি থাকলেও তা পূর্বনির্ধারিত লক্ষ্য থেকে পিছিয়ে থাকছে। প্রস্তাবিত ও সংশোধিত, উভয় লক্ষ্যেই তৈরি হচ্ছে বড় ফারাক। ২০১৫-১৬ অর্থবছরের পর থেকে কোনো বছরই লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি...
৩ ঘণ্টা আগে১১ বছরের সফল যাত্রা সম্পন্ন করল ইউএস-বাংলা এয়ারলাইনস। দেশের অন্যতম বেসরকারি এই বিমান সংস্থা গতকাল বৃহস্পতিবার ১২ বছরে পা রাখল। ২০১৪ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করা ইউএস-বাংলা আজ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে বাংলাদেশের আকাশে একটি নির্ভরতার নাম হয়ে উঠেছে।
৩ ঘণ্টা আগে৩৫ শতাংশ অতিরিক্ত শুল্কের চাপ এড়াতে বাণিজ্য ও অবাণিজ্য-সংক্রান্ত অনেক বিষয়ে ছাড় দিয়ে যুক্তরাষ্ট্রকে খুশি রাখতে চাইছে বাংলাদেশ। এ বিষয়ে আগামী রোববার মার্কিন বাণিজ্য দপ্তরে (ইউএসটিআর) বাংলাদেশের চূড়ান্ত অবস্থানপত্র পাঠানো হবে বলে জানা গেছে। এরপর বাংলাদেশের প্রস্তাবে যুক্তরাষ্ট্র কতটুকু সাড়া দেয়...
৪ ঘণ্টা আগেজনতা ব্যাংকের প্রস্তাবিত নতুন পদোন্নতি নীতিমালায় চাকরির মোট মেয়াদকে প্রধান বিবেচনায় এনে নম্বর নির্ধারণ করায় গভীর অসন্তোষ দেখা দিয়েছে ব্যাংকের অভ্যন্তরে। বিশেষত, বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির মাধ্যমে ২০১৯ সাল ও পরবর্তী সময়ে সরাসরি জ্যেষ্ঠ অফিসার পদে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা...
৬ ঘণ্টা আগে