আজকের পত্রিকা ডেস্ক
২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাবে শুল্ক কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার কথা ঘোষণা করা হয়েছে। সরকারের লক্ষ্য, একদিকে রাজস্ব আহরণ বৃদ্ধি এবং অন্যদিকে ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের জন্য একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করা। সেই সঙ্গে রপ্তানি পণ্যে শুল্ক ছাড়া পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংলাপ শুরুর প্রস্তুতি হিসেবে ছয় শতাধিক পণ্যে শুল্ক প্রত্যাহার অথবা ছাড়ের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
শুল্ক কাঠামোর পুনর্বিন্যাস: নতুন স্তর ও সম্পূরক শুল্কহার
আগামী অর্থবছরে বিদ্যমান ছয় (০৬) স্তর বিশিষ্ট শুল্ক কাঠামো পুনর্বিন্যাস করে একটি নতুন স্তর (৩ %) যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এই পরিবর্তন দেশের আমদানি শুল্ক ব্যবস্থায় একটি নতুন মাত্রা যোগ করবে। একই সঙ্গে, আমদানি পর্যায়ে বিদ্যমান বারো (১২) স্তর বিশিষ্ট সম্পূরক শুল্কহারের পাশাপাশি নতুন একটি সম্পূরক শুল্কহার (৪০ %) নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে সরকার নির্দিষ্ট কিছু পণ্যের আমদানি নিয়ন্ত্রণ করতে চাচ্ছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কাঁচামালে শূন্য শুল্ক অপরিবর্তিত
সর্বসাধারণের সুবিধা নিশ্চিত করতে এবং উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখতে সরকার কিছু গুরুত্বপূর্ণ পণ্যে বিদ্যমান শূন্য শুল্ক হার অপরিবর্তিত রাখার প্রস্তাব করেছে। এর মধ্যে রয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্য, প্রধান প্রধান খাদ্যদ্রব্য, সার, বীজ, জীবন রক্ষাকারী ওষুধ এবং তুলাসহ আরও কতিপয় শিল্পের কাঁচামাল। এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে এবং দেশীয় শিল্পের উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করবে বলে আশা করছে সরকার।
শুল্ক-কর যৌক্তিকীকরণ: ব্যবসা ও বাণিজ্যের সুবিধা
আমদানি পণ্যের শুল্ক-কর হার পর্যায়ক্রমে হ্রাস করার একটি ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে এই পদক্ষেপগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রস্তাব অনুযায়ী, ১১০টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার, ৬৫টি পণ্যের আমদানি শুল্ক হ্রাস, ৯টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহার এবং ৪৪২টি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাস করার প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া এ ছাড়া বর্তমানে বলবৎ ন্যূনতম ও ট্যারিফ মূল্য পর্যায়ক্রমে প্রত্যাহার করার অংশ হিসেবে বিদ্যমান সব ট্যারিফ মূল্য প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে ৮৪ টি পণ্যের ন্যূনতম মূল্য প্রত্যাহার এবং ২৩টি পণ্যের ন্যূনতম মূল্য বৃদ্ধি করে শুল্ক মূল্য যৌক্তিক করার প্রস্তাব করা হয়েছে।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে। হোয়াইট হাউসের প্রকাশিত তালিকায় বলা হয়েছে, বাংলাদেশ মার্কিন পণ্যের ওপর ৭৪ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে। এর প্রতিক্রিয়ায় এখন থেকে বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে ৩৭ শতাংশ নতুন অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। ৯ এপ্রিল থেকে এই উচ্চতর শুল্ক কার্যকর করার কথা বললেও পরে তা ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। যেখানে বাংলাদেশি পণ্যের ওপর আগে যুক্তরাষ্ট্রে গড়ে শুল্ক ছিল ১৫ শতাংশ।
২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাবে শুল্ক কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার কথা ঘোষণা করা হয়েছে। সরকারের লক্ষ্য, একদিকে রাজস্ব আহরণ বৃদ্ধি এবং অন্যদিকে ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের জন্য একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করা। সেই সঙ্গে রপ্তানি পণ্যে শুল্ক ছাড়া পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংলাপ শুরুর প্রস্তুতি হিসেবে ছয় শতাধিক পণ্যে শুল্ক প্রত্যাহার অথবা ছাড়ের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
শুল্ক কাঠামোর পুনর্বিন্যাস: নতুন স্তর ও সম্পূরক শুল্কহার
আগামী অর্থবছরে বিদ্যমান ছয় (০৬) স্তর বিশিষ্ট শুল্ক কাঠামো পুনর্বিন্যাস করে একটি নতুন স্তর (৩ %) যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এই পরিবর্তন দেশের আমদানি শুল্ক ব্যবস্থায় একটি নতুন মাত্রা যোগ করবে। একই সঙ্গে, আমদানি পর্যায়ে বিদ্যমান বারো (১২) স্তর বিশিষ্ট সম্পূরক শুল্কহারের পাশাপাশি নতুন একটি সম্পূরক শুল্কহার (৪০ %) নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে সরকার নির্দিষ্ট কিছু পণ্যের আমদানি নিয়ন্ত্রণ করতে চাচ্ছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কাঁচামালে শূন্য শুল্ক অপরিবর্তিত
সর্বসাধারণের সুবিধা নিশ্চিত করতে এবং উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখতে সরকার কিছু গুরুত্বপূর্ণ পণ্যে বিদ্যমান শূন্য শুল্ক হার অপরিবর্তিত রাখার প্রস্তাব করেছে। এর মধ্যে রয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্য, প্রধান প্রধান খাদ্যদ্রব্য, সার, বীজ, জীবন রক্ষাকারী ওষুধ এবং তুলাসহ আরও কতিপয় শিল্পের কাঁচামাল। এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে এবং দেশীয় শিল্পের উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করবে বলে আশা করছে সরকার।
শুল্ক-কর যৌক্তিকীকরণ: ব্যবসা ও বাণিজ্যের সুবিধা
আমদানি পণ্যের শুল্ক-কর হার পর্যায়ক্রমে হ্রাস করার একটি ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে এই পদক্ষেপগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রস্তাব অনুযায়ী, ১১০টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার, ৬৫টি পণ্যের আমদানি শুল্ক হ্রাস, ৯টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহার এবং ৪৪২টি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাস করার প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া এ ছাড়া বর্তমানে বলবৎ ন্যূনতম ও ট্যারিফ মূল্য পর্যায়ক্রমে প্রত্যাহার করার অংশ হিসেবে বিদ্যমান সব ট্যারিফ মূল্য প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে ৮৪ টি পণ্যের ন্যূনতম মূল্য প্রত্যাহার এবং ২৩টি পণ্যের ন্যূনতম মূল্য বৃদ্ধি করে শুল্ক মূল্য যৌক্তিক করার প্রস্তাব করা হয়েছে।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে। হোয়াইট হাউসের প্রকাশিত তালিকায় বলা হয়েছে, বাংলাদেশ মার্কিন পণ্যের ওপর ৭৪ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে। এর প্রতিক্রিয়ায় এখন থেকে বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে ৩৭ শতাংশ নতুন অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। ৯ এপ্রিল থেকে এই উচ্চতর শুল্ক কার্যকর করার কথা বললেও পরে তা ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। যেখানে বাংলাদেশি পণ্যের ওপর আগে যুক্তরাষ্ট্রে গড়ে শুল্ক ছিল ১৫ শতাংশ।
বিশ্বজুড়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ নিরাপদ হলেও দেশের পরিস্থিতি ভিন্ন। এ খাতে বিনিয়োগ করে মুনাফা দূরে থাক, মূলধন ফেরত পাওয়া নিয়েই দেখা দেয় অনিশ্চয়তা। এ পরিস্থিতি থেকে উত্তরণে নতুন মিউচুয়াল ফান্ড বিধিমালা হচ্ছে। এই বিধিমালা অনুযায়ী, ভবিষ্যতে আর কোনো ক্লোজ এন্ড বা মেয়াদি মিউচুয়াল ফান্ড বাজারে আসতে দেওয়া
১ ঘণ্টা আগেনিরাপদ ও স্বস্তিকর ব্যবসার পরিবেশ দাবি করেছেন দেশের গাড়ি ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন গাড়ি বিক্রয়কেন্দ্রে চাঁদাবাজি ও হামলার ঘটনা ঘটছে, কিন্তু অপরাধীরা ধরা পড়ছে না। দ্রুত ব্যবস্থা না নিলে আগামী মাস থেকে গাড়ি ছাড়, নিবন্ধন ও সরকারকে রাজস্ব প্রদান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দ
২ ঘণ্টা আগেআগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে প্রশাসনিক ব্যস্ততা বাড়বে, মাঠের কাজে মনোযোগ কমবে, এমন আশঙ্কা থেকেই সরকার এবার আগেভাগে পদক্ষেপ নিয়েছে। উন্নয়ন প্রকল্পের গতি ধরে রাখতে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা আরএডিপি প্রণয়নের কাজ শুরু হয়েছে ছয় মাস আগেই।
৩ ঘণ্টা আগেদেশের বাজারে সোনার দাম নতুন ইতিহাস গড়ছে। সবশেষ আজ রোববার (১৯ অক্টোবর) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আগামীকাল সোমবার থেকে বাজুসের ঘোষিত নতুন দাম কার্যকর হবে। বাজুসের তথ্য অনুযায়ী, নতুন দরে প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা।
৫ ঘণ্টা আগে