Ajker Patrika

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে এনবিআরের চিঠি ও ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত নিয়ে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১৮: ১৩
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে এনবিআরের চিঠি ও ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত নিয়ে উদ্বেগ

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ১৫ শতাংশ হারে আয়কর দিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চাহিদাপত্র দেওয়া এবং বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করায় উদ্বিগ্ন সংশ্লিষ্টরা। 

এ নিয়ে উদ্বেগ জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিষ্ঠাতা-উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)। 

আজ রোববার এপিইউবি চেয়ারম্যান শেখ কবির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সে কথা জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫ শতাংশ হারে আয়কর দেওয়া-সংক্রান্ত রিট আপিলের নিষ্পত্তি করা হয়েছে। আপিল বিভাগের পর্যবেক্ষণের বিশদ বিবরণ ‘আদেশের পূর্ণাঙ্গ পাঠ’ এখনো প্রকাশিত হয়নি। অথচ এনবিআর থেকে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর দেওয়ার চাহিদাপত্র পাঠানো হয়েছে। দুঃখজনকভাবে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে।

আদালত কর্তৃক পূর্ণাঙ্গ রায় প্রকাশ এবং সে অনুযায়ী আয়কর প্রদান-সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কোনো সুযোগ না দিয়ে রোজা চলাকালীন মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের আগে বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করা অমানবিক পদক্ষেপ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন এবং আয়কর আইন অনুযায়ী আয়কর প্রদান-সংক্রান্ত বিষয়ে আদালতের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা প্রকাশের আগে এনবিআর বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করায় এ খাতে চরম উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।

করোনা মহামারির পরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার ব্যয় মেটানো কষ্টসাধ্য হয়ে পড়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

আইনগত জটিলতা নিরসনের আগে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কর আদায় না করা এবং ঈদের আগে বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করার মতো চূড়ান্ত পদক্ষেপ প্রত্যাহার করে অ্যাকাউন্টগুলো চালুর জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত