অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘনের অভিযোগে জার্মানির ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ‘ডেলিভারি হিরো–কে ৪০ কোটি ইউরো (৪৩ কোটি ৩০ লাখ ডলার) জরিমানা করতে পারে ইউরোপীয় কমিশন। আর এই খবরে গত সোমবার কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৭ দশমিক ৪ শতাংশ। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
দিনের শুরুতে শেয়ার দর বৃদ্ধি পেলেও স্থানীয় সময় সাড়ে দশটায় শেয়ারের দাম ৬ শতাংশ কমে যায়।
গত রবিবার এক বিবৃতিতে কোম্পানিটি বলে, ‘জাতীয় বাজার শেয়ার করার জন্য কথিত বিরোধী–প্রতিযোগিতামূলক চুক্তি, বাণিজ্যিকভাবে সংবেদনশীল তথ্যের আদান-প্রদান এবং নো-প্যাচ চুক্তির’ জন্য এই জরিমানা হতে পারে। দুটি কোম্পানির মধ্যে নো প্যাচ চুক্তি হলে কোম্পানিগুলো একে অপরের কর্মীদের নিয়োগ দিতে পারে না।
ডেলিভারি হিরো বলেছ, এটি কমিশনের তদন্তে সহযোগিতা করবে, যেমনটি ২০২২ সালের জুলাইয়ে ও ২০২৩ সালের নভেম্বরে অঘোষিত অভিযানের সময় করেছিল।
তবে কবে নাগাদ ইউরোপীয় কমিশন এই জরিমানা করবে তা জানায়নি কোম্পানিটি।
ইউরোপীয় কমিশনের মুখপাত্র বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের আর্থিক সংস্থা জেফরিজের বিশ্লেষকেরা বলেন, ডেলিভারি হিরোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ জরিমানার বস্তুগত বিষয়টি বা এটি পরিশোধ করার ক্ষমতা নয়, বরং এই ধরনের সমস্যা তৈরি করে তা রোধ করা।
জেফরিস বলেন, ২০২১ সালের মে মাসে ডেলিভারি হিরোর বলকান অঞ্চলের ব্যবসাটি আরেক স্পেনের ফুড ডেলিভারি কোম্পানি ‘গ্লোভো’ এর কাছে বিক্রি করার কারণে জরিমানাটি হতে পারে। বিক্রি করার পর সেই কোম্পানিতে ডেলিভারির হিরোর বেশির ভাগ অংশীদারত্ব ছিল।
গত রবিবারের বিবৃতিটি ডেলিভারি হিরো ও গ্লোভকে নিয়ে ইউরোপীয় নিয়ন্ত্রকদের তদন্তের সর্বশেষ তথ্য।
খাবার ডেলিভারির রাইডারদের আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়ার জন্য স্পেনে একটি আইন রয়েছে। এই আইন লঙ্ঘনের জন্য ২০২২ সালে সেপ্টেম্বরে স্পেনের শ্রম মন্ত্রণালয় গ্লোভকে জরিমানা করে। কর্মী নিয়োগ ও তথ্য শেয়ার করার বিষয় নিয়ে বর্ধিত তদন্তের অংশ হিসেবে গত বছরের শেষের দিকে উভয় কোম্পানির সদর দপ্তরে অভিযান চালিয়েছিল ইইউয়ের অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রকেরা।
অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘনের অভিযোগে জার্মানির ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ‘ডেলিভারি হিরো–কে ৪০ কোটি ইউরো (৪৩ কোটি ৩০ লাখ ডলার) জরিমানা করতে পারে ইউরোপীয় কমিশন। আর এই খবরে গত সোমবার কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৭ দশমিক ৪ শতাংশ। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
দিনের শুরুতে শেয়ার দর বৃদ্ধি পেলেও স্থানীয় সময় সাড়ে দশটায় শেয়ারের দাম ৬ শতাংশ কমে যায়।
গত রবিবার এক বিবৃতিতে কোম্পানিটি বলে, ‘জাতীয় বাজার শেয়ার করার জন্য কথিত বিরোধী–প্রতিযোগিতামূলক চুক্তি, বাণিজ্যিকভাবে সংবেদনশীল তথ্যের আদান-প্রদান এবং নো-প্যাচ চুক্তির’ জন্য এই জরিমানা হতে পারে। দুটি কোম্পানির মধ্যে নো প্যাচ চুক্তি হলে কোম্পানিগুলো একে অপরের কর্মীদের নিয়োগ দিতে পারে না।
ডেলিভারি হিরো বলেছ, এটি কমিশনের তদন্তে সহযোগিতা করবে, যেমনটি ২০২২ সালের জুলাইয়ে ও ২০২৩ সালের নভেম্বরে অঘোষিত অভিযানের সময় করেছিল।
তবে কবে নাগাদ ইউরোপীয় কমিশন এই জরিমানা করবে তা জানায়নি কোম্পানিটি।
ইউরোপীয় কমিশনের মুখপাত্র বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের আর্থিক সংস্থা জেফরিজের বিশ্লেষকেরা বলেন, ডেলিভারি হিরোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ জরিমানার বস্তুগত বিষয়টি বা এটি পরিশোধ করার ক্ষমতা নয়, বরং এই ধরনের সমস্যা তৈরি করে তা রোধ করা।
জেফরিস বলেন, ২০২১ সালের মে মাসে ডেলিভারি হিরোর বলকান অঞ্চলের ব্যবসাটি আরেক স্পেনের ফুড ডেলিভারি কোম্পানি ‘গ্লোভো’ এর কাছে বিক্রি করার কারণে জরিমানাটি হতে পারে। বিক্রি করার পর সেই কোম্পানিতে ডেলিভারির হিরোর বেশির ভাগ অংশীদারত্ব ছিল।
গত রবিবারের বিবৃতিটি ডেলিভারি হিরো ও গ্লোভকে নিয়ে ইউরোপীয় নিয়ন্ত্রকদের তদন্তের সর্বশেষ তথ্য।
খাবার ডেলিভারির রাইডারদের আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়ার জন্য স্পেনে একটি আইন রয়েছে। এই আইন লঙ্ঘনের জন্য ২০২২ সালে সেপ্টেম্বরে স্পেনের শ্রম মন্ত্রণালয় গ্লোভকে জরিমানা করে। কর্মী নিয়োগ ও তথ্য শেয়ার করার বিষয় নিয়ে বর্ধিত তদন্তের অংশ হিসেবে গত বছরের শেষের দিকে উভয় কোম্পানির সদর দপ্তরে অভিযান চালিয়েছিল ইইউয়ের অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রকেরা।
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলতি মাসের ২৭ এপ্রিল থেকে কার্গো অপারেশন চালুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় আজ বিমানবন্দরটি পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
১৮ ঘণ্টা আগেচলতি মাসে উচ্চপর্যায়ের একটি জার্মান ব্যবসায়িক প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। এই সফরের উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা খতিয়ে দেখা। এই প্রতিনিধিদলে জার্মান পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি, দেশটির রপ্তানি ঋণ সংস্থা এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মকর
১ দিন আগেবিশ্বখ্যাত অডিট ফার্ম পিডব্লিউসি বিভিন্ন দেশ থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। বিশালাকার এই অ্যাকাউন্টিং ফার্মটির কর্তাব্যক্তিদের মতে, ছোট, ঝুঁকিপূর্ণ বা অলাভজনক বিবেচিত এক ডজনের বেশি দেশে ব্যবসা বন্ধ করেছে। কেলেঙ্কারির পুনরাবৃত্তি এড়াতেই তাদের এই পদক্ষেপ। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল...
১ দিন আগেচলতি অর্থবছরের মাত্র তিন মাস বাকি থাকলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে এখনো খরচ করা বাকি রয়েছে ১ লাখ ৪৩ হাজার কোটি টাকা। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য বলছে, জুলাই-মার্চ পর্যন্ত ৯ মাসে খরচ হয়েছে ৮২ হাজার ৮৯৪ কোটি টাকা, যা মোট সংশোধিত এডিপির...
১ দিন আগে