Ajker Patrika

পিন ছাড়াই রবি ও এয়ারটেল অ্যাপে বিকাশ পেমেন্টের সুবিধা

বিজ্ঞপ্তি
পিন ছাড়াই রবি ও এয়ারটেল অ্যাপে বিকাশ পেমেন্টের সুবিধা

মোবাইল অপারেটর রবি ও এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য নতুন সুবিধা নিয়ে এসেছে। এখন থেকে গ্রাহকেরা মাই রবি এবং মাই এয়ারটেল অ্যাপে পিন নম্বর ছাড়াই বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারবেন। এর ফলে টক-টাইম, ইন্টারনেটসহ অন্যান্য সেবা রিচার্জ করা আরও সহজ হবে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপে বিকাশ অ্যাকাউন্ট যুক্ত করার মাধ্যমে গ্রাহকেরা এই সুবিধা পাবেন। অ্যাপ দুটিতে বিকাশকে ‘পছন্দের পেমেন্ট পার্টনার’ হিসেবেও যোগ করা হয়েছে। এর পাশাপাশি, বিকাশ অ্যাপ থেকেও রবির ‘ইজি প্ল্যান’ এবং এয়ারটেলের ‘মাই প্যাক’ কেনার সুযোগ পাচ্ছেন গ্রাহকেরা।

অন্যদিকে, সম্প্রতি ‘মাই রবি’ অ্যাপ থেকে সরাসরি বিকাশ অ্যাকাউন্ট খোলার সেবাও চালু হয়েছে।

এই নতুন সুবিধাগুলো গ্রাহকদের ডিজিটাল জীবনযাত্রাকে আরও সহজ, নিরাপদ ও ঝামেলামুক্ত করে তুলবে বলে আশা করা হচ্ছে। গ্রাহকেরা একবার বিকাশকে পছন্দের পেমেন্ট অপশন হিসেবে যুক্ত করলে ওটিপি বা পিন ছাড়াই এক ক্লিকেই ডিজিটাল কনসেন্টের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। এ ছাড়া, বিকাশ অ্যাপের ‘আমার বিকাশ’ অপশনে রবি ও এয়ারটেল গ্রাহকেরা তাদের প্রয়োজন অনুযায়ী রবির ‘ইজি প্ল্যান’ ও এয়ারটেলের ‘মাই প্যাক’ থেকে পছন্দের অফার বেছে নিতে পারবেন।

রবি গ্রাহকদের জন্য ‘মাই রবি’ অ্যাপে নতুন একটি সুবিধা যোগ করা হয়েছে। এখন থেকে রবি গ্রাহকেরা খুব সহজেই ‘মাই রবি’ অ্যাপ থেকেই বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। ‘মাই রবি’ অ্যাপের ‘সার্ভিস’ সেকশনে ‘বিকাশ রেজিস্ট্রেশন’ নামে একটি নতুন আইকন যুক্ত করা হয়েছে। এখানে ক্লিক করার মাধ্যমে গ্রাহকেরা সহজেই বিকাশ অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া শুরু করতে পারবেন। কিছু যাচাইকরণ ও সম্মতির পর গ্রাহকের জন্য বিকাশ নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। এরপর প্রয়োজনীয় ধাপগুলো অনুসরণ করে ই-কেওয়াইসি (ইলেকট্রনিক নো ইওর কাস্টমার) প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত