Ajker Patrika

দেশের বাজারে ইয়ামাহার নতুন আকর্ষণ এফজেড২৫

বিজ্ঞপ্তি
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ২১: ২০
বাংলাদেশের বাজারে ইয়ামাহার নতুন আকর্ষণ এফজেড২৫। ছবি: বিজ্ঞপ্তি
বাংলাদেশের বাজারে ইয়ামাহার নতুন আকর্ষণ এফজেড২৫। ছবি: বিজ্ঞপ্তি

জাপানের মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহা উচ্চ প্রযুক্তিসম্পন্ন মোটরসাইকেলের জন্য বিখ্যাত। বিশেষ করে প্রিমিয়াম শ্রেণিতে ক্রেতাদের কাছে ইয়ামাহার চাহিদা সব সময় বেশি। বাংলাদেশেও এর ব্যতিক্রম হয়নি। ক্রমেই বাড়ছে এই ব্র্যান্ডের চাহিদা। বাংলাদেশে ২০১৬ সালে এসিআই মোটরসের সঙ্গে যাত্রা শুরুর পর থেকে জনপ্রিয় এই মোটরসাইকেল ব্র্যান্ডের বিক্রি আরও বাড়তে থাকে। এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার।

ইয়ামাহার বিভিন্ন মডেলের বাইকগুলোর মধ্যে এফজেড সিরিজের মডেলগুলো খুব জনপ্রিয়। এখন পর্যন্ত এই সিরিজের চারটির বেশি মডেল বাজারে এসেছে, যার সব কটি ক্রেতাচাহিদার শীর্ষে। এত দিন ইয়ামাহা বাংলাদেশে শুধু ১৫৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল বিক্রি করত।

কিন্তু বাংলাদেশে উচ্চ সিসির বাইক অনুমোদনের পর থেকে ইয়ামাহা গ্রাহকদের চাহিদামতো একটি মডেল বাজারে আনতে কাজ শুরু করে। অনেক দিন ধরে গ্রাহকেরা এফজেড সিরিজের মধ্যে একটি উচ্চ সিসির বাইকের জন্য অপেক্ষা করছিলেন। এরই অংশ হিসেবে ১১ এপ্রিল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (আইসিসিবি) এসিআই মোটরস এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বহুল প্রতীক্ষিত ইয়ামাহা এফজেড২৫ বাংলাদেশের বাজারে আনার ঘোষণা দেয়।

২৪৯ সিসির উচ্চক্ষমতাসম্পন্ন এই মোটরসাইকেলে রয়েছে অয়েল কুলড বিএস সিক্স ইঞ্জিন, ৫-স্পিড গিয়ার, সাত স্তরের অ্যাডজাস্টেবল মনোক্রস সাসপেনশন, শার্প ও কমপ্যাক্ট বিআই ফাংশনাল প্রজেকশন, এলইডি হেডল্যাম্প, এলইডি টেল ল্যাম্প, ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। সব মিলিয়ে বলা যায়, মোটরসাইকেলের এই মডেল গ্রাহকদের বাইকিংয়ে ভিন্নমাত্রা যোগ করবে।

তিনটি আকর্ষণীয় রঙে মডেলটি পাওয়া যাবে। প্রাথমিকভাবে গ্রাহকেরা প্রি-বুকিংয়ের মাধ্যমে বাইকটি কিনতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের আরেকটি বিশেষ আকর্ষণ ছিল পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আয়মা বেগের গান; যা আমন্ত্রিত অতিথিদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করে। এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের শ্রোতারা প্রথমবারের মতো এই জনপ্রিয় শিল্পীর গান সরাসরি উপভোগ করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ামাহা মোটর ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান ইতারু ওটানি, এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারি, উপব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাসসহ ইয়ামাহা ও এসিআই মোটরসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত