Ajker Patrika

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে যুক্তরাষ্ট্রের প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত অজয় বঙ্গা

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১১: ২৭
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে যুক্তরাষ্ট্রের প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত অজয় বঙ্গা

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে যুক্তরাষ্ট্রের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অজয় বঙ্গা। আজ বৃহস্পতিবার ওয়াশিংটনে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বর্তমান প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস মেয়াদ শেষ হওয়ার আগেই আকস্মিক পদত্যাগের ঘোষণার পর বিশ্বব্যাংকের নেতৃত্ব পাচ্ছেন মাস্টারকার্ডের এ সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

নতুন নেতৃত্বের জন্য মনোনয়নপত্র গ্রহণ শুরু করেছে বিশ্বব্যাংক। ২৯ শে মার্চ পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটি আশা করছে, এবার নারী প্রার্থীরা এ পদের জন্য উৎসাহিত হবেন।

অবশ্য বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হোন সাধারণত একজন আমেরিকান। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান হন ইউরোপীয়। বহুদিন ধরে এ প্রথা চলে আসছে। যেখানে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাংকের বৃহত্তম অংশীদার।

৬৩ বছর বয়সী বঙ্গা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। বর্তমানে ইক্যুইটি ফার্ম জেনারেল আটলান্টিকের ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি মাস্টারকার্ডের সিইও ছিলেন।

প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনসহ আমাদের সময়ের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি-বেসরকারি সংস্থানকে একত্রিত করার জরুরি অভিজ্ঞতা রয়েছে বঙ্গার।’

ডোনাল্ড ট্রাম্প মনোনীত বিদায়ী প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস জলবায়ু ইস্যুতে কঠোর সমালোচনা মুখে পড়েছিলেন। ফলে পরিবেশগত সমস্যার মতো বৈশ্বিক সমস্যাগুলো আরও কার্যকরভাবে মোকাবিলার ক্ষেত্রে বিশ্বব্যাংক চাপের মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে অজয় বঙ্গাকে সংস্থারটির প্রধান হিসেবে মনোনয়ন দেওয়া হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত