নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সম্প্রতি নোয়াখালী লক্ষ্মীপুর, কুমিল্লা ও ফেনী জেলায় চার হাজার পোলট্রি খামারি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আর্থিক ক্ষতির পরিমাণ ৫৬৭ কোটি টাকার বেশি। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত খামারিদের পাশে সরকারের সহযোগিতা না পেলে সংকটে পড়বে ডিম ও মুরগির বাজার।
আজ শনিবার (৩১ আগস্ট) রাতে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী—এই চার জেলায় খামারির সংখ্যা ৮ থেকে ৯ হাজার। বন্যায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছেন চার হাজার প্রান্তিক পোলট্রি খামারি। ডিম মুরগির বাজারে স্বস্তি রাখতে সবার আগে প্রয়োজন বন্যায় নিঃস্ব হয়ে যাওয়া খামারিদের পুনর্বাসন করা প্রয়োজন। পোলট্রি সেক্টরের চাহিদার ৮০ শতাংশ ডিম মুরগি উৎপাদনকারী প্রান্তিক খামারিদের বাঁচিয়ে রাখতে হবে। ৪ জেলার ক্ষতির পরিমাণের হিসাব ডিম পাড়া লেয়ার মুরগি মারা গেছে প্রায় ৫ লাখ যার বাজার মূল্য ৪০ কোটি টাকা, ব্রয়লার মুরগি মারা গেছে ৪০ লাখ পিস যার বাজার মূল্য ৯৬ কোটি টাকা, সোনালি মুরগি মারা গেছে ৩০ লাখ পিস বাজার মূল্য ৭২ কোটি টাকা, মুরগির খাবার নষ্ট হয়েছে প্রায় ৫ হাজার টন যার বাজার মূল্য ৩৫ কোটি টাকা।
বিপিএ থেকে আরও জানানো হয়, প্রত্যেক খামারের স্থাপনা নষ্ট হয়েছে সর্বনিম্ন আট লাখ টাকা ধরে ৪০০০ খামারের স্থাপনা নষ্ট হয়েছে ৩২০ কোটি টাকার, মুরগির বাচ্চা মারা গেছে প্রায় ১৫ লাখ ৪ কোটি ৫০ লাখ টাকা। চার জেলায় মোট ক্ষতির পরিমাণ ৫৬৭ কোটি ৫০ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত খামারিদের ঘুরে সহযোগিতার জন্য অল্প সময়ের মধ্যে ভর্তুকি মূল্যে ফিড ও মুরগির বাচ্চা ভ্যাকসিন সরবরাহসহ নগদ প্রণোদনা ও জামানত বিহীন ব্যাংক ঋণের ব্যবস্থা করতে হবে। এতে ডিম মুরগি উৎপাদনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে।
বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সুমন হাওলাদার বলেন, ‘বাজারে স্বস্তি রাখতে আমরা সব সময় বাজার সিন্ডিকেটের বাস্তব চিত্র তুলে ধরেছি তাতে সিন্ডিকেটের গায়ে লেগেছে। সিন্ডিকেটের বিরুদ্ধে এ পর্যন্ত যতগুলো তথ্য দিয়েছি তার সব প্রমাণ আছে।’
তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীত আবেদন পোলট্রি ফিড ও মুরগির বাচ্চার সিন্ডিকেট ভেঙে যৌক্তিক দাম নির্ধারণ এবং খামারিদের উৎপাদিত ডিম ও মুরগির যৌক্তিক মূল্য নির্ধারণের হস্তক্ষেপ কামনা করছি।’
সম্প্রতি নোয়াখালী লক্ষ্মীপুর, কুমিল্লা ও ফেনী জেলায় চার হাজার পোলট্রি খামারি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আর্থিক ক্ষতির পরিমাণ ৫৬৭ কোটি টাকার বেশি। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত খামারিদের পাশে সরকারের সহযোগিতা না পেলে সংকটে পড়বে ডিম ও মুরগির বাজার।
আজ শনিবার (৩১ আগস্ট) রাতে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী—এই চার জেলায় খামারির সংখ্যা ৮ থেকে ৯ হাজার। বন্যায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছেন চার হাজার প্রান্তিক পোলট্রি খামারি। ডিম মুরগির বাজারে স্বস্তি রাখতে সবার আগে প্রয়োজন বন্যায় নিঃস্ব হয়ে যাওয়া খামারিদের পুনর্বাসন করা প্রয়োজন। পোলট্রি সেক্টরের চাহিদার ৮০ শতাংশ ডিম মুরগি উৎপাদনকারী প্রান্তিক খামারিদের বাঁচিয়ে রাখতে হবে। ৪ জেলার ক্ষতির পরিমাণের হিসাব ডিম পাড়া লেয়ার মুরগি মারা গেছে প্রায় ৫ লাখ যার বাজার মূল্য ৪০ কোটি টাকা, ব্রয়লার মুরগি মারা গেছে ৪০ লাখ পিস যার বাজার মূল্য ৯৬ কোটি টাকা, সোনালি মুরগি মারা গেছে ৩০ লাখ পিস বাজার মূল্য ৭২ কোটি টাকা, মুরগির খাবার নষ্ট হয়েছে প্রায় ৫ হাজার টন যার বাজার মূল্য ৩৫ কোটি টাকা।
বিপিএ থেকে আরও জানানো হয়, প্রত্যেক খামারের স্থাপনা নষ্ট হয়েছে সর্বনিম্ন আট লাখ টাকা ধরে ৪০০০ খামারের স্থাপনা নষ্ট হয়েছে ৩২০ কোটি টাকার, মুরগির বাচ্চা মারা গেছে প্রায় ১৫ লাখ ৪ কোটি ৫০ লাখ টাকা। চার জেলায় মোট ক্ষতির পরিমাণ ৫৬৭ কোটি ৫০ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত খামারিদের ঘুরে সহযোগিতার জন্য অল্প সময়ের মধ্যে ভর্তুকি মূল্যে ফিড ও মুরগির বাচ্চা ভ্যাকসিন সরবরাহসহ নগদ প্রণোদনা ও জামানত বিহীন ব্যাংক ঋণের ব্যবস্থা করতে হবে। এতে ডিম মুরগি উৎপাদনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে।
বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সুমন হাওলাদার বলেন, ‘বাজারে স্বস্তি রাখতে আমরা সব সময় বাজার সিন্ডিকেটের বাস্তব চিত্র তুলে ধরেছি তাতে সিন্ডিকেটের গায়ে লেগেছে। সিন্ডিকেটের বিরুদ্ধে এ পর্যন্ত যতগুলো তথ্য দিয়েছি তার সব প্রমাণ আছে।’
তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীত আবেদন পোলট্রি ফিড ও মুরগির বাচ্চার সিন্ডিকেট ভেঙে যৌক্তিক দাম নির্ধারণ এবং খামারিদের উৎপাদিত ডিম ও মুরগির যৌক্তিক মূল্য নির্ধারণের হস্তক্ষেপ কামনা করছি।’
যুক্তরাষ্ট্রের বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলোর একটি। কিন্তু তারপরও দেশটি প্রতিদিন বিপুল পরিমাণ তেল আমদানি করে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য। কিন্তু দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো ও কানাডা থাকা যুক্তরাষ্ট্রে আসা পণ্যের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছেন। এই তালিকায় আছে জ্
৩ ঘণ্টা আগেভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ শনিবার সংসদে ২০২৫–২৬ অর্থবছরের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। এই বাজেটে বিভিন্ন খাতে উল্লেখযোগ্য বরাদ্দ ও নীতিগত পরিবর্তন ঘোষণা করা হয়েছে। এবার বাজেটের উল্লেখ্যযোগ্য একটি অংশ হলো আয়কর বিল। আগামী সপ্তাহেই সংসদে পেশ হবে নতুন আয়কর বিল। বাজেট বক্তৃতায়...
৫ ঘণ্টা আগেকাগুজে ও ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে ঋণের নামে নেওয়া হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এস আলম গ্রুপ। পাচারের এই অর্থ ফেরাতে তোড়জোড় শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক।) দুদকের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ইতিমধ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিভিন্ন দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএ
১৫ ঘণ্টা আগেপশ্চিমের বলয় থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টায় বিকল্প অর্থনৈতিক জোট হিসেবে ব্রিকসের জন্ম। এই জোটের সদস্য দেশগুলো হলো—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। সাম্প্রতিক সময়ে মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে।
১ দিন আগে