Ajker Patrika

ডলারের জন্য সব দিকে চোখ

জয়নাল আবেদীন খান, ঢাকা
ডলারের জন্য সব দিকে চোখ

ইউক্রেন যুদ্ধের পরেই লাগামছাড়া হয়ে ওঠে ডলার। বৈদেশিক এই মুদ্রার সংকট দেশেও তীব্র আকার ধারণ করে। ডলার সাশ্রয়ে সরকার আমদানিতে কড়াকড়ি শর্ত আরোপসহ ডজনখানেক পদক্ষেপ নেয়। কিন্তু ডলার নামক পাগলা ঘোড়াকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবু আশার ভেলা ছাড়েনি কেন্দ্রীয় ব্যাংক। নীতিতে পরিবর্তন আনতে বাধ্য হয়। আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাসহ বিদেশ থেকে ডলারে ঋণ পেতে বাড়তি গুরুত্ব দেয়। কিছুটা সুফলও মেলে। তাতে কিন্তু বশ মানেনি ডলার।

সর্বশেষ বৈদেশিক হিসাবগুলো সুদ প্রদান এবং টাকার বদলে ব্যাংকের ডলার নেওয়া শুরু করে। এসব পদক্ষেপ কার্যকরের মধ্য দিয়েও মাত্র আড়াই বছরে ৮৪ টাকার ডলার ১১০ টাকা ছাড়িয়ে যায়। খোলাবাজারের প্রতি ডলার ১৩১ টাকা পর্যন্ত লেনদেন হয়। আর ৪৮ বিলিয়নের ডলার নেমে আসে ২৪ বিলিয়নে। ডলারের মূল্যপতনের জন্য দুর্বল পদক্ষেপকে দায়ী করছেন অর্থনীতিবিদসহ সংশ্লিষ্টরা। 

সূত্র জানায়, ডলারের প্রবাহ বাড়াতে সম্প্রতি ডলার-টাকা অদলবদল (সোয়াপ) পদ্ধতি চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ১১৬ টাকা দরের চেয়ে বেশি দামে ডলার কিনে কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রেখে টাকা নিতে ব্যাংকগুলোর আগ্রহ নেই। যা এই পদ্ধতি কার্যকরের বড় বাধা হবে। এদিকে দেশে ডলার-সংকট কাটাতে অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে হিসাব খুলে বৈদেশিক মুদ্রা বা ডলার আমানতের বিপরীতে সুদ মিলবে ৭ থেকে প্রায় ৯ শতাংশ। কিন্তু ডলার তো অবৈধ চ্যানেলে লেনদেন করলে বেশি দাম পাওয়া যায়।  

কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ডলার-সংকটে লেনদেনের হার নিয়ে একধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। ঘোষিত দরে ডলার লেনদেন করছেন না অনেকে। এ অবস্থা চলতে থাকলে সামনে প্রবাসী আয় আরও কমতে পারে। আবার ডলার-সংকটে কিছু আমদানি বাতিল হতে পারে। এতে প্রভাব পড়বে মূল্যস্ফীতিতে। যার প্রভাবে টাকার মূল্য কমবে। আর তেজ বাড়বে ডলারের। যদিও সরকার ও কেন্দ্রীয় ব্যাংক আমদানিতে মার্জিন বৃদ্ধিসহ কিছু কঠিন শর্ত দিয়েছে। কিন্তু ডলারের সংকট দূর হচ্ছে না। ফলে রিজার্ভ অর্ধেকে নেমেছে। এ জন্য অধিক কার্যকর পদক্ষেপ নিতে হবে। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২১ সালের আগস্টে রিজার্ভ ছিল ৪৮ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার। আর ডলারের দর ছিল প্রায় ৮৫ টাকা। যা পরের দুই বছরে হয় যথাক্রমে ৩৯ বিলিয়ন ডলার এবং ৩৩ বিলিয়ন ডলার। আর গতকাল তা এসে দাঁড়িয়েছে ২৫ দশমিক ১৬ বিলিয়ন ডলারে। বিপিএম-৬ অনুযায়ী তা প্রায় ২০ বিলিয়ন আর কেন্দ্রীয় ব্যাংকের রেট ১১০ টাকা। খোলাবাজারে এই রেট ১২৩ টাকা। তবে গত নভেম্বরে ছিল ১৩১ টাকা পর্যন্ত। 

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, ‘ডলার-সংকট নিরসনে নানা উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। ডলারের বিপরীতে টাকার মান কমলেও সম্প্রতি ডলারের দাম তৃতীয় দফায় ১ টাকা কমিয়ে আনা হয়েছে। আর পদক্ষেপ নিয়েছি বলে রিজার্ভ ২৫ দশমিক ১৬ বিলিয়ন ডলার রয়েছে। বিশেষ করে নিত্যপণ্য আমদানিতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করা হচ্ছে। আবার নতুন কেনাও হয়েছে। সবার আগে দেশের মানুষ। অপরদিকে আমাদের চলতি হিসাবে প্রায় ২ বিলিয়ন ডলার উদ্বৃত্ত রয়েছে। সুতরাং পদক্ষেপ কাজ করছে না—এমনটা বলার যৌক্তিক কারণ নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত