Ajker Patrika

৩ হাজার ৮৪১ কোটি টাকার বাজেট ঘোষণা ডিএসসিসির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া। ছবি: আজকের পত্রিকা
২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া। ছবি: আজকের পত্রিকা

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩ হাজার ৮৪১ কোটি ৩৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ডিএসসিসির নগর ভবনের মিলনায়তনে আজ বুধবার প্রশাসক মো. শাহজাহান মিয়া এই বাজেট ঘোষণা করেন।

ডিএসসিসির ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ৮৪৫ দশমিক ১৬ কোটি টাকা প্রারম্ভিক আয় ধরা হয়েছে। এ ছাড়া ১ হাজার ৩২০ দশমিক ৪০ কোটি টাকা রাজস্ব আয়, ১২৭ কোটি টাকা সরকারি ও বিশেষ বরাদ্দ, ১ হাজার ৪৬৯ দশমিক ২৪ কোটি সরকারি ও বৈদেশিক উৎস থেকে প্রাপ্তি এবং অন্যান্য আয় ৭৯ দশমিক ৫৫ কোটি টাকা ধরা হয়েছে।

ব্যয়ের হিসাবে ৬৩৫ দশমিক ৩৩ কোটি টাকা মোট পরিচালনা ব্যয় ধরা হয়েছে; অন্যান্য ব্যয় ধরা হয়েছে ১৫ দশমিক শূন্য ১ কোটি টাকা। এ ছাড়া ৮৭৬ দশমিক ৬৪ কোটি টাকা নিজস্ব অর্থায়নে উন্নয়ন ব্যয়, ১ হাজার ৪৬৯ দশমিক ২৪ কোটি টাকা ডিএসসিসি, সরকারি ও বৈদেশিক সহায়তায় উন্নয়ন ব্যয়, ২ হাজার ৩৪৫ দশমিক ৮৮ কোটি টাকা উন্নয়ন ব্যয় এবং সমাপনী স্থিতি (এফডিআরসহ) ৮৪৫ দশমিক ১৬ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

খাতভিত্তিক সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে সরকারি ও বৈদেশিক সহায়তাপ্রাপ্ত প্রকল্পে, যার পরিমাণ ১ হাজার ৪৬৯ দশমিক ২৪ কোটি টাকা, যা মোট বাজেটের ৩৮ শতাংশ।

‘অন্যান্য ব্যয়’ খাতে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ১৫০ দশমিক ২৬ কোটি টাকা, যা বাজেটের ২৯ দশমিক ৫৩ শতাংশ। সড়ক ও ট্রাফিক অবকাঠামো ৩৬৫ দশমিক ১১ কোটি টাকা, যা ১০ শতাংশ।

খাল উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন খাতে মোট বাজেটের ৩ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে—১১৫ কোটি টাকা। ভৌত অবকাঠামো নির্মাণ রক্ষণাবেক্ষণের বাজেট ১২৬ দশমিক ৪৮ কোটি।

বেতন-ভাতা খাতে ৩৫৫ কোটি, বর্জ্য ব্যবস্থাপনা খাতে ৫৭ দশমিক ২০ কোটি, বৃক্ষরোপণ ও পরিবেশ উন্নয়ন খাতে ৫ দশমিক ২৬ কোটি, মশকনিধন ও স্বাস্থ্য খাতে ৫৭ দশমিক ৪৪ কোটি, কল্যাণমূলক ব্যয়ে ১৩ দশমিক ৩৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

গত ২০২৪-২৫ অর্থবছরে ৬ হাজার ৭৬০ দশমিক ৭৪ কোটি টাকার বাজেট ঘোষণা করেছিল ডিএসসিসি। পরে সংশোধিত বাজেট ছিল ২ হাজার ৬৬৭ দশমিক ৫৯ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত