Ajker Patrika

ই-কমার্স আইন ও কর্তৃপক্ষ গঠন নিয়ে দোলাচল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৬: ০৯
ই-কমার্স আইন ও কর্তৃপক্ষ গঠন নিয়ে দোলাচল

ডিজিটাল কমার্স আইন প্রণয়ন এখনই হচ্ছে না। দেশে ডিজিটাল প্রতারণার বিচার ভোক্তা অধিকার আইন, প্রতিযোগিতা কমিশন আইন এবং বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট আইনের আওতায় করার চিন্তা করছে ডিজিটাল কমার্স আইন প্রণয়ন ও কর্তৃপক্ষ প্রতিষ্ঠায় গঠিত কমিটি। 

তবে কমিটির বৈঠকে নতুন করে কোনো আইন প্রতিষ্ঠা হবে, নাকি প্রচলিত আইনেই প্রতারণার বিচার করা হবে, সে বিষয়ে মতামত দিতে একটি সাবকমিটি গঠন করা হয়েছে। সাবকমিটিকে এর জন্য এক মাসের সময় দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অতিরিক্ত সচিব এ এস এম শফিকুজ্জামান সংবাদ ব্রিফিংয়ে বলেন, ডিজিটাল কমার্স আইন প্রণয়নের জন্য গঠিত কমিটির প্রথম সভা আজ অনুষ্ঠিত হয়েছে। সেখানে যুগোপযোগী একটি আইন ও কর্তৃপক্ষ গঠনের বিষয়ে আলোচনা হয়। 

শফিকুজ্জামান বলেন, নতুন করে আইন করা হবে, নাকি যেসব আইন বিশেষ করে ভোক্তা অধিকার আইন, প্রতিযোগিতা কমিশন আইন, বাংলাদেশ ব্যাংক আইন—এসব বিস্তারিত মতামত দেওয়ার জন্য একটি সাবকমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

সংবাদ ব্রিফিংয়ে আরও বলা হয়, কর্তৃপক্ষ গঠনে সময় প্রয়োজন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন হয়েছে সেই ২০১১ সালে। সেটি এখনো কার্যকর হয়ে উঠতে পারেনি। কর্তৃপক্ষ গঠন করতে হলে জনবল, অফিস, লজিস্টিক সাপোর্টসহ বিভিন্ন বিষয়ের প্রয়োজনীয়তা রয়েছে। 

এ জন্য বাণিজ্য মন্ত্রণালয় ডিজিটাল কমার্স সেল রয়েছে এবং সেখান থেকে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) করা হয়েছে। ওই প্রসিডিউর করার পর থেকে ডিজিটাল প্রতারণা অনেকটাই বন্ধ রয়েছে। তবে ডিজিটাল এসওপির মাধ্যমে আইন প্রয়োগ করার সুযোগ নেই। 

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ডিজিটাল কমার্স সেল রয়েছে, সেটিকে আরও শক্তিশালী করার বিষয়ে বৈঠকে মতামত দেওয়া হয়। গঠিত সাবকমিটিতে থাকছে বাংলাদেশ ব্যাংক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি, প্রতিযোগিতা কমিশন প্রতিনিধি, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রতিনিধি। 

আজ বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের প্রতিনিধি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতিনিধি, ডাক ও টেলিযোগাযোগ সচিবের প্রতিনিধি, আইন ও সংসদবিষয়ক সচিবের প্রতিনিধি, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের প্রতিনিধি, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মহাপরিচালকের প্রতিনিধি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি, এফবিসিসিআই সভাপতির প্রতিনিধি, ই-কমার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, বেসিস সভাপতির প্রতিনিধি, প্রকল্প পরিচালক এটুআই আইসিটি টাওয়ারের প্রতিনিধি এবং ব্যারিস্টার তানজীব উল হক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত