Ajker Patrika

মাস্কের সম্পদ এখন অনেক দেশের জিডিপির চেয়েও বেশি!

মাস্কের সম্পদ এখন অনেক দেশের জিডিপির চেয়েও বেশি!

আধুনিক বিশ্বে প্রথম কোনো ব্যক্তি হিসেবে ৩০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক হয়েছেন ইলন মাস্ক। এক দিনেই তাঁর সম্পদ ১০ বিলিয়ন ডলারের বেশি বেড়েছে। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার মধ্যেই মাস্কের সম্পদ হু হু করে বাড়ে। 

টেসলার সিইও ও সহপ্রতিষ্ঠাতা ইলন মাস্কের বর্তমান সম্পদ বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড, জেনারেল মোটরস (জিএম) এবং ভক্সওয়াগনের সম্মিলিন সম্পদের চেয়েও বেশি! 

ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদের বর্তমান মূল্য ৩০২ বিলিয়ন ডলার। যেখানে জিএমের বাজারমূল্য ৭৮ দশমিক ৭৪ বিলিয়ন ডলার, ফোর্ডের ৬৮ দশমিক ২৩ বিলিয়ন ডলার এবং ভক্সওয়াগনের বাজারমূল্য ১৪০ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। 

শুধু তা-ই নয়, মাস্কের একক সম্পত্তি এখন ডাইলমার এবং বিএমডব্লিউ গ্রুপের সম্মিলিত সম্পদের চেয়ে বেশি। এই দুই কোম্পানির বর্তমান বাজারমূল্য যথাক্রমে ১০৭ দশমিক ০১ বিলিয়ন ডলার এবং ৬৬ দশমিক ১৬ বিলিয়ন ডলার। 

মার্কিন রেন্ট-এ-কার কোম্পানি হার্টজ একসঙ্গে ১ লাখ গাড়ির ক্রয়াদেশ দেওয়ার পরপরই টেসলার শেয়ারদর হু হু করে বাড়তে থাকে। দ্রুতই ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। 

মাস্কের পরই এখন সবচেয়ে বেশি সম্পত্তির মালিক আমাজনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জেফ বেজোস। তাঁর সম্পদের বর্তমান বাজারমূল্য ১৯৯ বিলিয়ন ডলার। অবশ্য মাস্কের আগে তিনিই প্রথম ব্যক্তিগত সম্পতিতে ২০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে ফেলেন। 

টেসলা পঞ্চম মার্কিন কোম্পানি হিসেবে ট্রিলিয়ন ডলার ক্লাবে যোগ দিল। এর আগে আমাজন, অ্যাপল, মাইক্রোসফট এবং গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট এই ক্লাবের সদস্য হয়েছে। 

এদিকে পুঁজিবাজারে টেসলার ঘোড়া যখন ঊর্ধ্বশ্বাসে ছুটছে, তখন বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির মর্যাদা অ্যাপলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে মাইক্রোসফট। বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর সংকটের পরিপ্রেক্ষিতে চতুর্থ প্রান্তিকে প্রাক্কলিত রাজস্ব কমানোর পর এই ঘটনা ঘটলো। 

আরও মজার তথ্য হলো, মাস্কের সম্পদ এখন মিসর, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র, গ্রিস, কাতার এবং ফিনল্যান্ডের মতো দেশের বার্ষিক জিডিপির চেয়ে বেশি। পেপলের চেয়েও মাস্কের সম্পদ বেশি। নব্বইয়ের দশকের শেষ দিকে পিটার থিয়েলের সঙ্গে তিনিই এই কোম্পানি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 

মাস্কের সম্পদের বড় অংশই এসেছে টেসলা থেকে। তবে রকেট কোম্পানি স্পেসএক্সও তিনিই প্রতিষ্ঠা করেছেন। সম্প্রতি ইলন মাস্ক টেক্সাসে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথা বলেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত