বিশেষ প্রতিনিধি, ঢাকা
বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার অর্থ আটকা পড়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ২ হাজার ৩০৪ কোটি টাকার বেশি।
আজ রোববার এয়ারলাইনসের আন্তর্জাতিক সংগঠন দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইএটিএর প্রতিবেদনে বাংলাদেশসহ অন্য কয়েকটি দেশে উড়োজাহাজ সংস্থাগুলোর ডলার আটকে থাকার বিষয়টি তুলে ধরা হয়েছে। আইএটিএ বলছে, আটকে থাকা অর্থের পরিমাণ দ্রুত বাড়ছে। এ কারণে সংশ্লিষ্ট দেশগুলোর বাজারে নির্বিঘ্নে আন্তর্জাতিক বিমানসেবা পরিচালনার বিষয়টি হুমকির মুখোমুখি হয়েছে।
এয়ারলাইনসের অর্থ আটকা রয়েছে—বিশ্বের এমন শীর্ষ পাঁচটি দেশের নাম প্রকাশ করেছে আইএটিএ। বিশ্বজুড়ে যত পরিমাণ অর্থ আটকা রয়েছে তার ৬৮ শতাংশই ওই পাঁচ দেশে বলে জানিয়েছে আন্তর্জাতিক এই সংস্থা। সবচেয়ে বেশি অর্থ আটকা পড়েছে নাইজেরিয়ায়—৮১ কোটি ২২ লাখ ডলার। দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ—২১ কোটি ৪১ লাখ ডলার।
এয়ারলাইনসের আন্তর্জাতিক এই সংগঠন বলেছে, চলতি বছরের এপ্রিল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে আটকা পড়া অর্থের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৪৭ শতাংশ বেশি। গত বছরের এপ্রিলে বিশ্বজুড়ে এই অর্থের পরিমাণ ১৫ হাজার ৫০০ কোটি টাকা (১৫৫ কোটি ডলার) থাকলেও ২০২৩ সালের এপ্রিলে তা বেড়ে হয়েছে ২২ হাজার ৭০০ কোটি টাকার বেশি (২২৭ কোটি ডলার)।
বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার অর্থ আটকা পড়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ২ হাজার ৩০৪ কোটি টাকার বেশি।
আজ রোববার এয়ারলাইনসের আন্তর্জাতিক সংগঠন দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইএটিএর প্রতিবেদনে বাংলাদেশসহ অন্য কয়েকটি দেশে উড়োজাহাজ সংস্থাগুলোর ডলার আটকে থাকার বিষয়টি তুলে ধরা হয়েছে। আইএটিএ বলছে, আটকে থাকা অর্থের পরিমাণ দ্রুত বাড়ছে। এ কারণে সংশ্লিষ্ট দেশগুলোর বাজারে নির্বিঘ্নে আন্তর্জাতিক বিমানসেবা পরিচালনার বিষয়টি হুমকির মুখোমুখি হয়েছে।
এয়ারলাইনসের অর্থ আটকা রয়েছে—বিশ্বের এমন শীর্ষ পাঁচটি দেশের নাম প্রকাশ করেছে আইএটিএ। বিশ্বজুড়ে যত পরিমাণ অর্থ আটকা রয়েছে তার ৬৮ শতাংশই ওই পাঁচ দেশে বলে জানিয়েছে আন্তর্জাতিক এই সংস্থা। সবচেয়ে বেশি অর্থ আটকা পড়েছে নাইজেরিয়ায়—৮১ কোটি ২২ লাখ ডলার। দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ—২১ কোটি ৪১ লাখ ডলার।
এয়ারলাইনসের আন্তর্জাতিক এই সংগঠন বলেছে, চলতি বছরের এপ্রিল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে আটকা পড়া অর্থের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৪৭ শতাংশ বেশি। গত বছরের এপ্রিলে বিশ্বজুড়ে এই অর্থের পরিমাণ ১৫ হাজার ৫০০ কোটি টাকা (১৫৫ কোটি ডলার) থাকলেও ২০২৩ সালের এপ্রিলে তা বেড়ে হয়েছে ২২ হাজার ৭০০ কোটি টাকার বেশি (২২৭ কোটি ডলার)।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বেশ কয়েকটি পণ্যে ভ্যাট অব্যাহতির ঘোষণা দিয়েছে, যা বাজার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এ তালিকায় রয়েছে দেশে উৎপাদিত বিস্কুট, লবণ, সরিষার তেল, আটা, ময়দা, এলপি গ্যাসসহ বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য। কিছু পণ্যে উৎপাদন পর্যায়ে ও কিছুতে...
৮ ঘণ্টা আগেদেশের তৈরি পোশাকশিল্প হঠাৎ করেই উদ্বেগজনক পরিস্থিতির মুখোমুখি। বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার চাপ, ক্রমবর্ধমান উৎপাদন ব্যয় এবং অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে আরও দুঃসংবাদ হলো, চলতি বছরের জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারি মাসে পোশাক রপ্তানির ক্রয় আদেশ (ইউডি) ৪২ শতাংশ কমে গেছে, যা গত ১৪ মাসের মধ্যে সবচেয়ে বড় পতন।
৮ ঘণ্টা আগেঈদ আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় উৎসব। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর এই ঈদের খুশিকে সর্বজনীন করতে যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলসের পণ্যে শুরু হচ্ছে ‘ডাবল খুশি অফার’ সিজন-৩।
৯ ঘণ্টা আগেপবিত্র মাহে রমজান উপলক্ষে সোশ্যাল ইসলামী ব্যাংকে ‘যাকাত ও ক্যাশ ওয়াক্ফ ক্যাম্পেইন-২০২৫’ শীর্ষক মাসব্যাপী একটি বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। ২৭ ফেব্রুয়ারি প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের পবিত্র
৯ ঘণ্টা আগে