Ajker Patrika

পেট্রোলিয়াম জেলির উপাদান জানতে চান হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ২১: ৫১
পেট্রোলিয়াম জেলির উপাদান জানতে চান হাইকোর্ট

শীতকালে ত্বকের যত্নে পেট্রোলিয়াম জেলির ব্যবহার অনেক বেড়ে যায়। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের পেট্রোলিয়াম জেলি পাওয়া যায়। এসব জেলিতে কী কী উপাদান রয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইদানীং লক্ষ করা যাচ্ছে, নকল ও মানহীন বিভিন্ন প্রসাধনসামগ্রী ব্যবহার করে ভোক্তাসাধারণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সাধারণত শীতকালীন প্রসাধনী হিসেবে ভোক্তারা ব্যাপক হারে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করেন। নকল ও মানহীন পেট্রোলিয়াম জেলি ব্যবহারের কারণে অনেকের ত্বকে ক্ষতিকর প্রভাব পড়ছে মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। 

দেখা যাচ্ছে, বাজারে প্রচলিত বিভিন্ন পেট্রোলিয়াম জেলির মোড়কে উপস্থিত উপাদানগুলো স্পষ্টভাবে উল্লেখ থাকে না। সে ক্ষেত্রে এসব পণ্য ব্যবহারে ভোক্তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বর্ণিত বিষয়ে ভোক্তাসাধারণের পক্ষে এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সম্প্রতি পেট্রোলিয়াম জেলিতে কী কী উপাদান রয়েছে, সে বিষয়ে জানতে চেয়েছেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পেট্রোলিয়াম জেলির সব উপাদান সম্পর্কে জানানোর বিষয়ে নিবন্ধন প্রদানকারী কর্তৃপক্ষকে হাইকোর্ট এরই মধ্যে নির্দেশনা দিয়েছেন। বিষয়টি ভোক্তাসাধারণকে অবগত করা হলো। নকল ও মানহীন বিভিন্ন প্রসাধনসামগ্রী ব্যবহার করে ভোক্তাসাধারণ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত