নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার দেশের পুঁজিবাজারে দাম বাড়ার ক্ষেত্রে বড় ধরনের দাপট দেখিয়েছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক কোম্পানিগুলো। এতে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক বাড়ার পাশাপাশি সাড়ে ৯০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।
অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সবকটি মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে। এর মাধ্যমে টানা ৯ কার্যদিবস পুঁজিবাজারে মূল্যসূচক বাড়ল।
এ দিন পুঁজিবাজারে লেনদেন শুরু হয় বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান মূল্যসূচক ১৩ পয়েন্ট বেড়ে যায়। তবে প্রথম ৫ মিনিটের লেনদেন শেষ হতেই বাজারে ব্যাপক অস্থিরতা দেখা যায়। এ সূচকের উত্থান তো পরক্ষণেই পতন—এভাবেই চলে লেনদেনের প্রথম তিন ঘণ্টা।
বাজারের এই অস্থিরতার মধ্যেই দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখাতে থাকে একের পর এক আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক কোম্পানি। লেনদেনের শেষ পর্যন্ত এ ধারা অব্যাহত থাকে। ফলে দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকলেও প্রধান মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৭১টির। আর ৬৬টির দাম অপরিবর্তিত রয়েছে। অপর দিকে তালিকাভুক্ত ২৩টি আর্থিক প্রতিষ্ঠানের সব শেয়ারের দাম বেড়েছে। আর ২১টি ব্যাংকের শেয়ারের দাম বাড়ার বিপরীতে পাঁচটির কমেছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৯২ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেন হয়েছে ৯৫১ কোটি ৭৮ টাকার। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯৮৬ কোটি ৫৩ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৩৪ কোটি ৭৫ লাখ টাকা।
অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১০৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৯টির এবং ৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৫৬ কোটি ১৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬ কোটি ৬৭ লাখ টাকা।
সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার দেশের পুঁজিবাজারে দাম বাড়ার ক্ষেত্রে বড় ধরনের দাপট দেখিয়েছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক কোম্পানিগুলো। এতে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক বাড়ার পাশাপাশি সাড়ে ৯০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।
অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সবকটি মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে। এর মাধ্যমে টানা ৯ কার্যদিবস পুঁজিবাজারে মূল্যসূচক বাড়ল।
এ দিন পুঁজিবাজারে লেনদেন শুরু হয় বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান মূল্যসূচক ১৩ পয়েন্ট বেড়ে যায়। তবে প্রথম ৫ মিনিটের লেনদেন শেষ হতেই বাজারে ব্যাপক অস্থিরতা দেখা যায়। এ সূচকের উত্থান তো পরক্ষণেই পতন—এভাবেই চলে লেনদেনের প্রথম তিন ঘণ্টা।
বাজারের এই অস্থিরতার মধ্যেই দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখাতে থাকে একের পর এক আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক কোম্পানি। লেনদেনের শেষ পর্যন্ত এ ধারা অব্যাহত থাকে। ফলে দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকলেও প্রধান মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৭১টির। আর ৬৬টির দাম অপরিবর্তিত রয়েছে। অপর দিকে তালিকাভুক্ত ২৩টি আর্থিক প্রতিষ্ঠানের সব শেয়ারের দাম বেড়েছে। আর ২১টি ব্যাংকের শেয়ারের দাম বাড়ার বিপরীতে পাঁচটির কমেছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৯২ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেন হয়েছে ৯৫১ কোটি ৭৮ টাকার। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯৮৬ কোটি ৫৩ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৩৪ কোটি ৭৫ লাখ টাকা।
অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১০৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৯টির এবং ৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৫৬ কোটি ১৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬ কোটি ৬৭ লাখ টাকা।
সাবেক সংসদ সদস্যদের নামে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা গাড়িগুলো নিলামের পরিবর্তে বিক্রির জন্য নতুন কৌশল অবলম্বন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
৪ ঘণ্টা আগেপুঁজিবাজারে তালিকাভুক্ত একাধিক বহুজাতিক কোম্পানি গত অর্থবছরের মুনাফার তুলনায় বেশি পরিমাণ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এতে প্রশ্ন উঠছে, এই প্রতিষ্ঠানগুলো কি বাংলাদেশে তাদের পুনর্বিনিয়োগের আগ্রহ হারাচ্ছে? পুঁজিবাজার বিশেষজ্ঞরা মনে করছেন, এটি সরাসরি একটি ‘বিনিয়োগ প্রত্যাহার’-এর কৌশল, যা দেশের অর্থনীতি...
২ দিন আগেযুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক জটিলতা ও অস্থিরতা যখন নতুন চ্যালেঞ্জ, তখন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি আরও বেড়েছে বাংলাদেশের। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ৫ মাসে বাজারটিতে রপ্তানি হয়েছে ৯৬৮ কোটি ৮ লাখ ৭০ হাজার ডলারের পণ্য, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ৮২৩ কোটি...
২ দিন আগেদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে টানা তিন অর্থবছর ধরে লক্ষ্যমাত্রার চেয়ে কম রাজস্ব আদায় হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে এ ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২১৪ কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, ফল ও কৃষিপণ্য আমদানি বন্ধ থাকায় এবং দুই দেশের সম্পর্কের টানাপোড়েনে এ অবস্থা সৃষ্টি হয়েছে।
২ দিন আগে