Ajker Patrika

সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১০ জেলার ২৬ প্রতিষ্ঠানকে সম্মাননা

যশোর প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১৬: ৫৪
সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১০ জেলার ২৬ প্রতিষ্ঠানকে সম্মাননা

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের আওতায় তিনটি ক্যাটাগরিতে ১০ জেলার সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ২৬ প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে। আজ রোববার সকালে যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয় চত্বরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সেমিনার শেষে সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। 

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের কমিশনার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মো. আবদুল হাকিম। 

বিশেষ অতিথি ছিলেন ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রিয়াব) প্রতিষ্ঠাতা সভাপতি খবির উদ্দিন আহমেদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সেলিম শেখ। স্বাগত বক্তব্য দেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের উপকমিশনার মেহেবুব হক। 

সেমিনার শেষে তিনটি ক্যাটাগরিতে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ২৬টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে উৎপাদন ক্যাটাগরিতে কুষ্টিয়ার মডার্ন প্লাইউড অ্যান্ড উড প্রসেসিং কোম্পানি লিমিটেড, গোপালগঞ্জের জেকে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চুয়াডাঙ্গার মেসার্স বঙ্গ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ঝিনাইদহের পিসকো ইংক কোম্পানি লিমিটেড, ফরিদপুরের শেফ ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মাগুরার আরকে ডোর ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মেহেরপুরের আল কাঈফ মোটরস, যশোরের আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড। 

ব্যবসা ক্যাটাগরিতে কুষ্টিয়ার জয়দেব পাল অ্যান্ড সন্স, গোপালগঞ্জের মেসার্স কাজী সৈয়দ আলী, চুয়াডাঙ্গার মেসার্স শহিদুল হক মোল্লা, ঝিনাইদহের এ আর ট্রেডার্স, নড়াইলের কাস ট্রেড, ফরিদপুরের নকশীকাঁথা, মাগুরার মেসার্স মুসলিমা এন্টারপ্রাইজ, যশোরের ঝিকরগাছার মেসার্স আজিজুর রহমান। সেবা ক্যাটাগরিতে কুষ্টিয়ার দিশা হোটেল অ্যান্ড রেস্তোরাঁ, গোপালগঞ্জের শরীফ ফার্নিচার, চুয়াডাঙ্গার হোটেল সাহিদ প্যালেস, ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট, নড়াইলের নিরিবিলি পিকনিক স্পট, ফরিদপুরের সেরিন গার্ডেন, মাগুরার সুগন্ধা সুইট, মেহেরপুরের বাসুদেব গ্র্যান্ড সন্স, যশোরের হোটেল জাবীর প্যারাডাইস ও রাজবাড়ীর মেসার্স নির্মল মিষ্টান্ন ভান্ডার নির্বাচিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষে স্বত্বাধিকারী ও প্রতিনিধিরা অতিথিদের হাত থেকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত