Ajker Patrika

বাজেভাবে ব্যবহার করা হয়েছে প্লেসমেন্ট শেয়ারকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাজেভাবে ব্যবহার করা হয়েছে প্লেসমেন্ট শেয়ারকে

পুঁজিবাজারে কোনো কোম্পানি তালিকাভুক্তির আগে শেয়ার বিক্রির পদ্ধতি হলো প্লেসমেন্ট, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এর মাধ্যমে কিছু মানুষকে পুঁজিবাজারে সম্পৃক্ত করা হয়। এই জায়গাটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলা হয়েছে। কিন্তু গত ১০ থেকে ১২ বছরে প্লেসমেন্ট ইস্যুকে খুব বাজেভাবে ব্যবহার করা হয়েছে। 

গতকাল শনিবার পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) উদ্যোগে আয়োজিত ফল উৎসবে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর পল্টনের আল রাজি কমপ্লেক্সে সিএমজেএফ মিলনায়তনে উৎসবটি হয়। 
সিএমজেএফের সভাপতি এস এম গোলাম সামদানী ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় ফল উৎসবে বক্তব্য দেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক শাকিল রিজভী, পরিচালক রিচার্ড ডি রোজারিও, সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন, সিইও ফোরামের সভাপতি ছায়েদুর রহমান প্রমুখ। 

শাকিল রিজভী বলেন, বর্তমানে পুঁজিবাজারকে অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এর মধ্যে বড় একটি প্রতিবন্ধকতা ক্যাশ টাকা সংগ্রহের সুযোগ না থাকা। এত প্রতিবন্ধকতা থাকলে, কে এখানে আসতে চাইবে? বিনিয়োগকারী লোকসানও করবে, আবার নগদ টাকাও তুলতে পারবে না, তা হয় না। 

রিচার্ড ডি রোজারিও বলেন, প্লেসমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এর মাধ্যমে কিছু মানুষকে পুঁজিবাজারে সম্পৃক্ত করা হয়। এই জায়গাটা সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলা হয়েছে। তবে সাংবাদিকেরা লেখার মাধ্যমে এই অনিয়মগুলো তুলে ধরলে কিছুটা উত্তরণ হতে পারে। 

ছায়েদুর রহমান বলেন, ‘পুঁজিবাজারের জন্য প্লেসমেন্ট খুবই ভালো একটি উদ্যোগ ছিল বলে আমি মনে করি। তবে এটা কীভাবে ব্যবহার করছে কেউ, তার ওপর এর ভালোমন্দ নির্ভর করে। তবে এর মন্দ ব্যবহারটা বেশি হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত