জয়নাল আবেদীন খান, ঢাকা
দেশের ব্যাংকিং খাতে আবারও ঋণ পুনঃ তপসিলের হিড়িক পড়েছে। পুরোনো ধারাবাহিকতায় বছরের পর বছর ঋণ পুনঃ তপসিল করে আড়াল করা হচ্ছে প্রকৃত খেলাপি ঋণের চিত্র। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে, ২০২৪ সালে প্রায় ৫৭ হাজার কোটি টাকার ঋণ পুনঃ তপসিল হয়েছে। এর বড় একটি অংশ, প্রায় ৩৬ হাজার কোটি টাকা পুনঃ তপসিল করা হয়েছে মাত্র তিন মাসের ব্যবধানে।
ব্যাংকিং খাতসংশ্লিষ্টরা বলছেন, এতে সাময়িক স্বস্তি তৈরি হলেও পুনঃ তপসিলের এই প্রবণতা আসলে দীর্ঘ মেয়াদে সমস্যা আরও গভীর করছে। ঋণ পুনঃ তপসিলের পরও খেলাপি ঋণের বোঝা বেড়েই চলেছে। ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে মোট বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ১১ হাজার ৪০২ কোটি টাকা, যার মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা, অর্থাৎ বিতরণকৃত মোট ঋণের প্রায় ২০ দশমিক ২ শতাংশ এখন খেলাপি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৪ সালের প্রথম ৯ মাসে তুলনামূলক কম পুনঃ তপসিল হলেও বছরের শেষ প্রান্তিকে হঠাৎ করে এই প্রবণতা তীব্র আকার ধারণ করে। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে পুনঃ তপসিল হয়েছে ২০ হাজার ৭৩২ কোটি টাকার ঋণ, যেখানে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে পুনঃ তপসিলের পরিমাণ ছিল ৭ হাজার ৩৫৬ কোটি টাকা। বছরের শেষ সময়ে মাত্র তিন মাসে পুনঃ তপসিলের অঙ্ক প্রায় তিন গুণ বেড়ে যায়।
বিশ্লেষকেরা বলছেন, ২০২২ সালে জাতীয় নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় ব্যাংক ঋণ পুনঃ তপসিল নীতিমালা শিথিল করেছিল। তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের নেতৃত্বে মাত্র ২ শতাংশ ডাউনপেমেন্টের বিনিময়ে ঋণ পুনঃ তপসিলের বিশেষ সুযোগ দেওয়া হয়। এই সুযোগে হাজার হাজার কোটি টাকার পুরোনো খেলাপি ঋণ ‘নিয়মিত’ দেখানোর চেষ্টা চলে। এখন দেখা যাচ্ছে, সেই পুনঃ তপসিল করা ঋণগুলোও আবার নতুন করে খেলাপিতে পরিণত হচ্ছে, ফলে ব্যাংকিং খাতের ঝুঁকি আরও বাড়ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মইনুল ইসলাম মনে করেন, পুনঃ তপসিলের নামে খেলাপি ঋণ চাপা দিয়ে লাভ হবে না। তাঁর মতে, বারবার পুনঃ তপসিল করে যাঁরা টাকা লোপাট করেছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সম্পদ বাজেয়াপ্ত করে জনগণের টাকা ফিরিয়ে আনতে হবে। তবেই ব্যাংকের ওপর সাধারণ মানুষের আস্থা ফিরে আসবে।
ব্যাংকিং খাতের সংকট আরও স্পষ্ট হয়ে উঠেছে রাষ্ট্রমালিকানাধীন ও বেসরকারি ব্যাংকগুলোর পরিসংখ্যানেও। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মোট বিতরণকৃত ঋণের মধ্যে খেলাপির হার এখন ৪২ দশমিক ৮৩ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের তিন মাসের তুলনায় বেড়েছে। অন্যদিকে, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার ১৫ দশমিক ৬০ শতাংশে পৌঁছেছে, যা একইভাবে ঊর্ধ্বমুখী।
অতীতের তথ্য বলছে, ২০২৩ সালে ঋণ পুনঃ তপসিলের পরিমাণ পৌঁছেছিল রেকর্ড ৯১ হাজার ২২১ কোটি টাকায়, যেখানে ২০২২ সালে ছিল ৬৩ হাজার ৭২০ কোটি টাকা। তার আগের বছরগুলোতেও পুনঃ তপসিলের প্রবণতা কম ছিল না, তবে সাম্প্রতিক বছরগুলোতে এটি উদ্বেগজনক হারে বেড়েছে।
দেশের ব্যাংকিং খাতে আবারও ঋণ পুনঃ তপসিলের হিড়িক পড়েছে। পুরোনো ধারাবাহিকতায় বছরের পর বছর ঋণ পুনঃ তপসিল করে আড়াল করা হচ্ছে প্রকৃত খেলাপি ঋণের চিত্র। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে, ২০২৪ সালে প্রায় ৫৭ হাজার কোটি টাকার ঋণ পুনঃ তপসিল হয়েছে। এর বড় একটি অংশ, প্রায় ৩৬ হাজার কোটি টাকা পুনঃ তপসিল করা হয়েছে মাত্র তিন মাসের ব্যবধানে।
ব্যাংকিং খাতসংশ্লিষ্টরা বলছেন, এতে সাময়িক স্বস্তি তৈরি হলেও পুনঃ তপসিলের এই প্রবণতা আসলে দীর্ঘ মেয়াদে সমস্যা আরও গভীর করছে। ঋণ পুনঃ তপসিলের পরও খেলাপি ঋণের বোঝা বেড়েই চলেছে। ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে মোট বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ১১ হাজার ৪০২ কোটি টাকা, যার মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা, অর্থাৎ বিতরণকৃত মোট ঋণের প্রায় ২০ দশমিক ২ শতাংশ এখন খেলাপি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৪ সালের প্রথম ৯ মাসে তুলনামূলক কম পুনঃ তপসিল হলেও বছরের শেষ প্রান্তিকে হঠাৎ করে এই প্রবণতা তীব্র আকার ধারণ করে। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে পুনঃ তপসিল হয়েছে ২০ হাজার ৭৩২ কোটি টাকার ঋণ, যেখানে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে পুনঃ তপসিলের পরিমাণ ছিল ৭ হাজার ৩৫৬ কোটি টাকা। বছরের শেষ সময়ে মাত্র তিন মাসে পুনঃ তপসিলের অঙ্ক প্রায় তিন গুণ বেড়ে যায়।
বিশ্লেষকেরা বলছেন, ২০২২ সালে জাতীয় নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় ব্যাংক ঋণ পুনঃ তপসিল নীতিমালা শিথিল করেছিল। তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের নেতৃত্বে মাত্র ২ শতাংশ ডাউনপেমেন্টের বিনিময়ে ঋণ পুনঃ তপসিলের বিশেষ সুযোগ দেওয়া হয়। এই সুযোগে হাজার হাজার কোটি টাকার পুরোনো খেলাপি ঋণ ‘নিয়মিত’ দেখানোর চেষ্টা চলে। এখন দেখা যাচ্ছে, সেই পুনঃ তপসিল করা ঋণগুলোও আবার নতুন করে খেলাপিতে পরিণত হচ্ছে, ফলে ব্যাংকিং খাতের ঝুঁকি আরও বাড়ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মইনুল ইসলাম মনে করেন, পুনঃ তপসিলের নামে খেলাপি ঋণ চাপা দিয়ে লাভ হবে না। তাঁর মতে, বারবার পুনঃ তপসিল করে যাঁরা টাকা লোপাট করেছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সম্পদ বাজেয়াপ্ত করে জনগণের টাকা ফিরিয়ে আনতে হবে। তবেই ব্যাংকের ওপর সাধারণ মানুষের আস্থা ফিরে আসবে।
ব্যাংকিং খাতের সংকট আরও স্পষ্ট হয়ে উঠেছে রাষ্ট্রমালিকানাধীন ও বেসরকারি ব্যাংকগুলোর পরিসংখ্যানেও। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মোট বিতরণকৃত ঋণের মধ্যে খেলাপির হার এখন ৪২ দশমিক ৮৩ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের তিন মাসের তুলনায় বেড়েছে। অন্যদিকে, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার ১৫ দশমিক ৬০ শতাংশে পৌঁছেছে, যা একইভাবে ঊর্ধ্বমুখী।
অতীতের তথ্য বলছে, ২০২৩ সালে ঋণ পুনঃ তপসিলের পরিমাণ পৌঁছেছিল রেকর্ড ৯১ হাজার ২২১ কোটি টাকায়, যেখানে ২০২২ সালে ছিল ৬৩ হাজার ৭২০ কোটি টাকা। তার আগের বছরগুলোতেও পুনঃ তপসিলের প্রবণতা কম ছিল না, তবে সাম্প্রতিক বছরগুলোতে এটি উদ্বেগজনক হারে বেড়েছে।
বাংলাদেশের আরও ৩০ লাখ মানুষের জীবনে নেমে আসতে পারে দারিদ্র্যের অন্ধকার। বিশ্বব্যাংক সতর্ক করেছে, চলতি অর্থবছরেই এই বিপর্যয় সামনে আসছে। একসময় যে মানুষগুলো অল্প আয়ের ভেতরেও বুকভরা আশা নিয়ে দিন কাটাত, আজ তারা রুটি-রুজির টানাপোড়েনে নুয়ে পড়ছে।
৬ ঘণ্টা আগেগত এক দশকে বাংলাদেশের চামড়াশিল্প টানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। যেখানে দেশের অন্যান্য রপ্তানিমুখী খাত উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, সেখানে চামড়া খাত বিপরীত চিত্র দেখাচ্ছে। ২০১২ সালে এ খাত থেকে রাজস্ব আয় হয়েছিল ১১৩ কোটি মার্কিন ডলার, যা ২০২৪ সালে নেমে এসেছে ৯৭ কোটি ডলারে। অর্থাৎ ১০ বছরে বাৎসরিক আয়
৭ ঘণ্টা আগেতরুণ স্থপতিদের মেধা ও স্বপ্নকে সম্মান জানাতে ষষ্ঠবারের মতো দেওয়া হলো ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’। আধুনিক স্থাপত্য ভাবনার দূরদর্শিতা ও সৃজনশীলতায় এগিয়ে থাকা তিনজন শিক্ষার্থী পেলেন এই সম্মাননা। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী
৭ ঘণ্টা আগেদেশে রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। চলতি এপ্রিল মাসের প্রথম ২৬ দিনেই এসেছে ২ দশমিক ২৭ বিলিয়ন (২২৭ কোটি ১০ লাখ) ডলারের রেমিট্যান্স। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এর পরিমাণ দাঁড়ায় ২৭ হাজার ৭০৬ কোটি টাকার বেশি। গড়ে প্রতিদিন আসছে ৮ কোটি ৭৩ লাখ ডলার বা ১ হাজার ৬৬ কোটি টাকার বেশি। ঈদের আগে দে
৭ ঘণ্টা আগে