আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম
কারফিউর মধ্যে চার দিনে জাহাজ থেকে খালাস হওয়া ১ লাখ ৮০ হাজার টন পণ্য ডেলিভারি শুরু হয়েছে। প্রায় ১৯ হাজার টন রপ্তানি পণ্যের শুল্কায়নও সম্পন্ন হয়। ইন্টারনেট সচল ও কারফিউ শিথিলের (সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা) কারণে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসে আমদানি-রপ্তানি কার্যক্রম গতকাল বুধবার (২৪ জুলাই) সচল হওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। কারফিউর মধ্যেই ২১ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত চার দিনে বন্দরে নোঙর করা ১৩ জাহাজ থেকে উল্লেখিত পরিমাণ পণ্য খালাস হয়। ইন্টারনেট বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি-রপ্তানি গত এক সপ্তাহ কার্যত বন্ধ ছিল। গতকাল কাজ শুরুর পর আগের মতো প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে চট্টগ্রাম কাস্টমস ও বন্দরে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার মো. মাহফুজুল আলম আজকের পত্রিকাকে বলেন, ইন্টারনেট সুবিধা চালুর পর গতকাল চট্টগ্রাম কাস্টম হাউসে শুল্কায়নসহ কার্যক্রম করা যাচ্ছে এবং কোনো অসুবিধা হচ্ছে না।
চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর ফরিদুল আলম জানান, ইন্টারনেট বন্ধ থাকার সময় বন্দরের অভ্যন্তরে ম্যানুয়ালি কাজ হয়েছে। ইন্টারনেট সংযোগ আসার পর ডেলিভারিসহ সব কাজে গতি এসেছে।
কাস্টমস থেকে প্রাপ্ত তথ্যমতে, কোটা সংস্কার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বন্দর কাস্টমসের কার্যক্রম কার্যত অচল থাকলেও আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল না। এর মধ্যে ২১ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বন্দরে নোঙর করা ৮টি বাল্ক ও ৫টি কনটেইনার জাহাজ মিলে মোট ১৩টি জাহাজ খালাস হয়। ৩ হাজার ৪৩৯টি কনটেইনারে ৭১ হাজার টন এবং বাল্ক জাহাজে আসা ১ লাখ ৮ হাজার ৫৮১ টন বিভিন্ন ধরনের পণ্য খালাস হয়। আর পচনশীল পণ্য আদা, রসুন, পেঁয়াজ, মাছ, ফলমূল, শিল্পকারখানার কাঁচামাল ম্যানুয়ালি দ্রুত খালাস হয়। অন্যদিকে ৯ হাজার ৭১৪টি রপ্তানি চালানের বিপরীতে ১৮ হাজার ৮০৯ টন পণ্য চালান শুল্কায়ন করা হয়।
এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, কাস্টম হাউস সচল হয়েছে। আমদানিকারক এবং সিঅ্যান্ডএফ এজেন্টরা আগের মতোই কাজ করতে পারছে। তবে চট্টগ্রাম বন্দরের সঙ্গে চট্টগ্রাম কাস্টমসের কারিগরি ত্রুটির কারণে বন্দরের ওয়ান স্টপে ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হচ্ছে।
গত বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত ৮টা থেকেই ইন্টারনেট বন্ধ হয়ে যায়। এতে চট্টগ্রাম বন্দরে সব ধরনের আমদানি-রপ্তানিকাজের একমাত্র সফটওয়্যার অ্যাসাইকুডা ওয়ার্ল্ড অকার্যকর হয়ে পড়ে। এতে আমদানি পণ্য খালাস এবং রপ্তানি পণ্য জাহাজীকরণ বন্ধ হয়ে যায়।
কারফিউর মধ্যে চার দিনে জাহাজ থেকে খালাস হওয়া ১ লাখ ৮০ হাজার টন পণ্য ডেলিভারি শুরু হয়েছে। প্রায় ১৯ হাজার টন রপ্তানি পণ্যের শুল্কায়নও সম্পন্ন হয়। ইন্টারনেট সচল ও কারফিউ শিথিলের (সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা) কারণে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসে আমদানি-রপ্তানি কার্যক্রম গতকাল বুধবার (২৪ জুলাই) সচল হওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। কারফিউর মধ্যেই ২১ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত চার দিনে বন্দরে নোঙর করা ১৩ জাহাজ থেকে উল্লেখিত পরিমাণ পণ্য খালাস হয়। ইন্টারনেট বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি-রপ্তানি গত এক সপ্তাহ কার্যত বন্ধ ছিল। গতকাল কাজ শুরুর পর আগের মতো প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে চট্টগ্রাম কাস্টমস ও বন্দরে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার মো. মাহফুজুল আলম আজকের পত্রিকাকে বলেন, ইন্টারনেট সুবিধা চালুর পর গতকাল চট্টগ্রাম কাস্টম হাউসে শুল্কায়নসহ কার্যক্রম করা যাচ্ছে এবং কোনো অসুবিধা হচ্ছে না।
চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর ফরিদুল আলম জানান, ইন্টারনেট বন্ধ থাকার সময় বন্দরের অভ্যন্তরে ম্যানুয়ালি কাজ হয়েছে। ইন্টারনেট সংযোগ আসার পর ডেলিভারিসহ সব কাজে গতি এসেছে।
কাস্টমস থেকে প্রাপ্ত তথ্যমতে, কোটা সংস্কার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বন্দর কাস্টমসের কার্যক্রম কার্যত অচল থাকলেও আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল না। এর মধ্যে ২১ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বন্দরে নোঙর করা ৮টি বাল্ক ও ৫টি কনটেইনার জাহাজ মিলে মোট ১৩টি জাহাজ খালাস হয়। ৩ হাজার ৪৩৯টি কনটেইনারে ৭১ হাজার টন এবং বাল্ক জাহাজে আসা ১ লাখ ৮ হাজার ৫৮১ টন বিভিন্ন ধরনের পণ্য খালাস হয়। আর পচনশীল পণ্য আদা, রসুন, পেঁয়াজ, মাছ, ফলমূল, শিল্পকারখানার কাঁচামাল ম্যানুয়ালি দ্রুত খালাস হয়। অন্যদিকে ৯ হাজার ৭১৪টি রপ্তানি চালানের বিপরীতে ১৮ হাজার ৮০৯ টন পণ্য চালান শুল্কায়ন করা হয়।
এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, কাস্টম হাউস সচল হয়েছে। আমদানিকারক এবং সিঅ্যান্ডএফ এজেন্টরা আগের মতোই কাজ করতে পারছে। তবে চট্টগ্রাম বন্দরের সঙ্গে চট্টগ্রাম কাস্টমসের কারিগরি ত্রুটির কারণে বন্দরের ওয়ান স্টপে ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হচ্ছে।
গত বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত ৮টা থেকেই ইন্টারনেট বন্ধ হয়ে যায়। এতে চট্টগ্রাম বন্দরে সব ধরনের আমদানি-রপ্তানিকাজের একমাত্র সফটওয়্যার অ্যাসাইকুডা ওয়ার্ল্ড অকার্যকর হয়ে পড়ে। এতে আমদানি পণ্য খালাস এবং রপ্তানি পণ্য জাহাজীকরণ বন্ধ হয়ে যায়।
দেশের গুরুত্বপূর্ণ দু’টি গ্যাসক্ষেত্র তিতাস ও বাখরাবাদ গ্যাসক্ষেত্রে গ্যাসের মজুদের উপস্থিতি নিশ্চিত করতে দু’টি গভীর অনুসন্ধান কূপ খননের বৃহৎ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এই লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলার একটি প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড
৪ মিনিট আগেভারত হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশ দ্রুত বিমানের কার্গো অবকাঠামো বৃদ্ধি করছে। গুরুত্বপূর্ণ পণ্য, বিশেষ করে তৈরি পোশাকের নিরবচ্ছিন্ন রপ্তানি নিশ্চিত করতে সক্ষমতা বৃদ্ধি, জনবল নিয়োগ ও পরিবহন খরচ কমানোর জন্য জরুরি পদক্ষেপ নিচ্ছে সরকার।
৭ মিনিট আগেসরকারি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে আরো ১২ হাজার ৫০০ টন আতপ চাল আমদানি করা হয়েছে। আজ শনিবার চালবাহী জাহাজটি চট্টগ্রাম বন্দরে ভিড়েছে বলে খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১ ঘণ্টা আগেশুদ্ধ বাংলা ভাষার ব্যবহার ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ প্রতিযোগিতার ষষ্ঠ বর্ষের মহোৎসবে সেরা বাংলাবিদ হওয়ার গৌরব অর্জন করেছেন চট্টগ্রামের অভিষেক দাশ। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে