আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম
কারফিউর মধ্যে চার দিনে জাহাজ থেকে খালাস হওয়া ১ লাখ ৮০ হাজার টন পণ্য ডেলিভারি শুরু হয়েছে। প্রায় ১৯ হাজার টন রপ্তানি পণ্যের শুল্কায়নও সম্পন্ন হয়। ইন্টারনেট সচল ও কারফিউ শিথিলের (সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা) কারণে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসে আমদানি-রপ্তানি কার্যক্রম গতকাল বুধবার (২৪ জুলাই) সচল হওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। কারফিউর মধ্যেই ২১ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত চার দিনে বন্দরে নোঙর করা ১৩ জাহাজ থেকে উল্লেখিত পরিমাণ পণ্য খালাস হয়। ইন্টারনেট বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি-রপ্তানি গত এক সপ্তাহ কার্যত বন্ধ ছিল। গতকাল কাজ শুরুর পর আগের মতো প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে চট্টগ্রাম কাস্টমস ও বন্দরে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার মো. মাহফুজুল আলম আজকের পত্রিকাকে বলেন, ইন্টারনেট সুবিধা চালুর পর গতকাল চট্টগ্রাম কাস্টম হাউসে শুল্কায়নসহ কার্যক্রম করা যাচ্ছে এবং কোনো অসুবিধা হচ্ছে না।
চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর ফরিদুল আলম জানান, ইন্টারনেট বন্ধ থাকার সময় বন্দরের অভ্যন্তরে ম্যানুয়ালি কাজ হয়েছে। ইন্টারনেট সংযোগ আসার পর ডেলিভারিসহ সব কাজে গতি এসেছে।
কাস্টমস থেকে প্রাপ্ত তথ্যমতে, কোটা সংস্কার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বন্দর কাস্টমসের কার্যক্রম কার্যত অচল থাকলেও আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল না। এর মধ্যে ২১ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বন্দরে নোঙর করা ৮টি বাল্ক ও ৫টি কনটেইনার জাহাজ মিলে মোট ১৩টি জাহাজ খালাস হয়। ৩ হাজার ৪৩৯টি কনটেইনারে ৭১ হাজার টন এবং বাল্ক জাহাজে আসা ১ লাখ ৮ হাজার ৫৮১ টন বিভিন্ন ধরনের পণ্য খালাস হয়। আর পচনশীল পণ্য আদা, রসুন, পেঁয়াজ, মাছ, ফলমূল, শিল্পকারখানার কাঁচামাল ম্যানুয়ালি দ্রুত খালাস হয়। অন্যদিকে ৯ হাজার ৭১৪টি রপ্তানি চালানের বিপরীতে ১৮ হাজার ৮০৯ টন পণ্য চালান শুল্কায়ন করা হয়।
এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, কাস্টম হাউস সচল হয়েছে। আমদানিকারক এবং সিঅ্যান্ডএফ এজেন্টরা আগের মতোই কাজ করতে পারছে। তবে চট্টগ্রাম বন্দরের সঙ্গে চট্টগ্রাম কাস্টমসের কারিগরি ত্রুটির কারণে বন্দরের ওয়ান স্টপে ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হচ্ছে।
গত বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত ৮টা থেকেই ইন্টারনেট বন্ধ হয়ে যায়। এতে চট্টগ্রাম বন্দরে সব ধরনের আমদানি-রপ্তানিকাজের একমাত্র সফটওয়্যার অ্যাসাইকুডা ওয়ার্ল্ড অকার্যকর হয়ে পড়ে। এতে আমদানি পণ্য খালাস এবং রপ্তানি পণ্য জাহাজীকরণ বন্ধ হয়ে যায়।
কারফিউর মধ্যে চার দিনে জাহাজ থেকে খালাস হওয়া ১ লাখ ৮০ হাজার টন পণ্য ডেলিভারি শুরু হয়েছে। প্রায় ১৯ হাজার টন রপ্তানি পণ্যের শুল্কায়নও সম্পন্ন হয়। ইন্টারনেট সচল ও কারফিউ শিথিলের (সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা) কারণে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসে আমদানি-রপ্তানি কার্যক্রম গতকাল বুধবার (২৪ জুলাই) সচল হওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। কারফিউর মধ্যেই ২১ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত চার দিনে বন্দরে নোঙর করা ১৩ জাহাজ থেকে উল্লেখিত পরিমাণ পণ্য খালাস হয়। ইন্টারনেট বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি-রপ্তানি গত এক সপ্তাহ কার্যত বন্ধ ছিল। গতকাল কাজ শুরুর পর আগের মতো প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে চট্টগ্রাম কাস্টমস ও বন্দরে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার মো. মাহফুজুল আলম আজকের পত্রিকাকে বলেন, ইন্টারনেট সুবিধা চালুর পর গতকাল চট্টগ্রাম কাস্টম হাউসে শুল্কায়নসহ কার্যক্রম করা যাচ্ছে এবং কোনো অসুবিধা হচ্ছে না।
চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর ফরিদুল আলম জানান, ইন্টারনেট বন্ধ থাকার সময় বন্দরের অভ্যন্তরে ম্যানুয়ালি কাজ হয়েছে। ইন্টারনেট সংযোগ আসার পর ডেলিভারিসহ সব কাজে গতি এসেছে।
কাস্টমস থেকে প্রাপ্ত তথ্যমতে, কোটা সংস্কার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বন্দর কাস্টমসের কার্যক্রম কার্যত অচল থাকলেও আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল না। এর মধ্যে ২১ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বন্দরে নোঙর করা ৮টি বাল্ক ও ৫টি কনটেইনার জাহাজ মিলে মোট ১৩টি জাহাজ খালাস হয়। ৩ হাজার ৪৩৯টি কনটেইনারে ৭১ হাজার টন এবং বাল্ক জাহাজে আসা ১ লাখ ৮ হাজার ৫৮১ টন বিভিন্ন ধরনের পণ্য খালাস হয়। আর পচনশীল পণ্য আদা, রসুন, পেঁয়াজ, মাছ, ফলমূল, শিল্পকারখানার কাঁচামাল ম্যানুয়ালি দ্রুত খালাস হয়। অন্যদিকে ৯ হাজার ৭১৪টি রপ্তানি চালানের বিপরীতে ১৮ হাজার ৮০৯ টন পণ্য চালান শুল্কায়ন করা হয়।
এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, কাস্টম হাউস সচল হয়েছে। আমদানিকারক এবং সিঅ্যান্ডএফ এজেন্টরা আগের মতোই কাজ করতে পারছে। তবে চট্টগ্রাম বন্দরের সঙ্গে চট্টগ্রাম কাস্টমসের কারিগরি ত্রুটির কারণে বন্দরের ওয়ান স্টপে ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হচ্ছে।
গত বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত ৮টা থেকেই ইন্টারনেট বন্ধ হয়ে যায়। এতে চট্টগ্রাম বন্দরে সব ধরনের আমদানি-রপ্তানিকাজের একমাত্র সফটওয়্যার অ্যাসাইকুডা ওয়ার্ল্ড অকার্যকর হয়ে পড়ে। এতে আমদানি পণ্য খালাস এবং রপ্তানি পণ্য জাহাজীকরণ বন্ধ হয়ে যায়।
বিশ্বজুড়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ নিরাপদ হলেও দেশের পরিস্থিতি ভিন্ন। এ খাতে বিনিয়োগ করে মুনাফা দূরে থাক, মূলধন ফেরত পাওয়া নিয়েই দেখা দেয় অনিশ্চয়তা। এ পরিস্থিতি থেকে উত্তরণে নতুন মিউচুয়াল ফান্ড বিধিমালা হচ্ছে। এই বিধিমালা অনুযায়ী, ভবিষ্যতে আর কোনো ক্লোজ এন্ড বা মেয়াদি মিউচুয়াল ফান্ড বাজারে আসতে দেওয়া
৬ ঘণ্টা আগেনিরাপদ ও স্বস্তিকর ব্যবসার পরিবেশ দাবি করেছেন দেশের গাড়ি ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন গাড়ি বিক্রয়কেন্দ্রে চাঁদাবাজি ও হামলার ঘটনা ঘটছে, কিন্তু অপরাধীরা ধরা পড়ছে না। দ্রুত ব্যবস্থা না নিলে আগামী মাস থেকে গাড়ি ছাড়, নিবন্ধন ও সরকারকে রাজস্ব প্রদান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দ
৮ ঘণ্টা আগেআগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে প্রশাসনিক ব্যস্ততা বাড়বে, মাঠের কাজে মনোযোগ কমবে, এমন আশঙ্কা থেকেই সরকার এবার আগেভাগে পদক্ষেপ নিয়েছে। উন্নয়ন প্রকল্পের গতি ধরে রাখতে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা আরএডিপি প্রণয়নের কাজ শুরু হয়েছে ছয় মাস আগেই।
৮ ঘণ্টা আগেদেশের বাজারে সোনার দাম নতুন ইতিহাস গড়ছে। সবশেষ আজ রোববার (১৯ অক্টোবর) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আগামীকাল সোমবার থেকে বাজুসের ঘোষিত নতুন দাম কার্যকর হবে। বাজুসের তথ্য অনুযায়ী, নতুন দরে প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা।
১০ ঘণ্টা আগে