নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি অর্থবছর (২০২২-২৩) শেষে সাময়িক হিসেবে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ০৩ শতাংশ। যা গত অর্থবছরের চেয়ে প্রায় এক শতাংশ কম। গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ১ শতাংশ।
আজ বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জিডিপির এ তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, চলতি অর্থবছর শেষে (২০২২-২৩) জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে ৬ দশমিক ০৩ শতাংশ। বছর শেষে এটা পরিবর্তন হতে পারে।
চলতি অর্থবছরের শুরুতে সরকার ৭ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। তবে অর্থ বছরের শেষ দিকে এসে আর্থিক টানা পোড়েন সংকটের কথা মাথায় রেখে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ নামিয়ে আনে সরকার। এখন তা সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়েও কমেছে।
গত অর্থবছরে দেশে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ১ শতাংশ।
এদিকে ডলারের দাম বাড়ায় দেশের মাথাপিছু আয় কমার তথ্য দিয়েছে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। তিনি বলেন, ডলারের হিসাবে মাথাপিছু আয় কমেছে। ২ হাজার ৮০০ ডলারের নিচে রয়েছে। তবে সঠিক সংখ্যাটি এখনই বলতে চাচ্ছি না। তবে টাকার অঙ্কে মাথাপিছু আয় বেড়েছে।
২০২১ অর্থ বছরের সাময়িক হিসেবে মাথাপিছু আয় ধরা হয়েছিল ২ হাজার ৮২৪ ডলার। বছর শেষে তা কমে দাঁড়ায় দুই হাজার ৭৯৩ ডলারে।
সাধারণত টাকার অঙ্কের মাথাপিছু আয়কে ডলারের বিনিময়ে ভাগ করে ডলারে মাথাপিছু আয় হিসাব করা হয়। বর্তমানে সরকারি হারে ডলারের দাম ১০৮ টাকা। এক বছরের যা ছিল ৮৬ টাকা।
চলতি অর্থবছর (২০২২-২৩) শেষে সাময়িক হিসেবে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ০৩ শতাংশ। যা গত অর্থবছরের চেয়ে প্রায় এক শতাংশ কম। গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ১ শতাংশ।
আজ বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জিডিপির এ তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, চলতি অর্থবছর শেষে (২০২২-২৩) জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে ৬ দশমিক ০৩ শতাংশ। বছর শেষে এটা পরিবর্তন হতে পারে।
চলতি অর্থবছরের শুরুতে সরকার ৭ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। তবে অর্থ বছরের শেষ দিকে এসে আর্থিক টানা পোড়েন সংকটের কথা মাথায় রেখে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ নামিয়ে আনে সরকার। এখন তা সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়েও কমেছে।
গত অর্থবছরে দেশে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ১ শতাংশ।
এদিকে ডলারের দাম বাড়ায় দেশের মাথাপিছু আয় কমার তথ্য দিয়েছে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। তিনি বলেন, ডলারের হিসাবে মাথাপিছু আয় কমেছে। ২ হাজার ৮০০ ডলারের নিচে রয়েছে। তবে সঠিক সংখ্যাটি এখনই বলতে চাচ্ছি না। তবে টাকার অঙ্কে মাথাপিছু আয় বেড়েছে।
২০২১ অর্থ বছরের সাময়িক হিসেবে মাথাপিছু আয় ধরা হয়েছিল ২ হাজার ৮২৪ ডলার। বছর শেষে তা কমে দাঁড়ায় দুই হাজার ৭৯৩ ডলারে।
সাধারণত টাকার অঙ্কের মাথাপিছু আয়কে ডলারের বিনিময়ে ভাগ করে ডলারে মাথাপিছু আয় হিসাব করা হয়। বর্তমানে সরকারি হারে ডলারের দাম ১০৮ টাকা। এক বছরের যা ছিল ৮৬ টাকা।
বিগত সময়ের অগ্রগতি পর্যালোচনা এবং ১০ বছর মেয়াদি একাডেমিক মাস্টারপ্ল্যানের ভিত্তিতে ভবিষ্যতের কৌশল নির্ধারণে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ দুই দিনব্যাপী এক কৌশলগত সম্মেলনের আয়োজন করেছে।
২ ঘণ্টা আগেরাজশাহীতে অনুষ্ঠিত হলো এনআরবিসি ব্যাংক পিএলসির টাউন হল মিটিং। আজ শনিবার (২৬ জুলাই) শহরের একটি অভিজাত হোটেলে এই মিটিং আয়োজন করা হয়।
৪ ঘণ্টা আগেএনবিআর চেয়ারম্যান বলেন, অনেক সফটওয়্যার এবং ডেটা কালেকটিভ এজেন্সি আছে, যেগুলোর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে কোন পণ্যের কত দাম, তা খুব সহজে জানা সম্ভব। ব্যাংকগুলো এলসি (ঋণপত্র) খোলার সময় কত দামে এলসি খুলছে, আর আন্তর্জাতিক বাজারে ওই পণ্যের দাম কত, একটু দেখে নিলেই তা জানতে পারে। ওভার ইনভয়েসিং ও আন্ডার
৮ ঘণ্টা আগেবাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয় (বাণিজ্য সংগঠন -২) থেকে এক পত্রে সংগঠনটির পরিচালনা পর্ষদ বাতিল করে মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মুস্তাফিজুর রহমানকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
৮ ঘণ্টা আগে