নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। আজ শনিবার দুপুরে নিত্যপণ্য সামগ্রীর মজুত, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি বিষয়ে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার বণিক সমিতির সঙ্গে মতবিনিময় সভায় এফবিসিসিআই এ আহ্বান জানায়।
আগামী কোরবানির ঈদ পর্যন্ত সরকারনির্ধারিত মূল্যে পণ্য বিক্রির আহ্বান জানিয়েছেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি ও বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক মোস্তফা আজাদ চৌধুরী বাবু। তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভোগ্যপণ্যের বৈশ্বিক বাজারের সংকটকে পুঁজি করে কেউ যাতে দেশের বাজারকে অস্থির না করে। এ সময় তিনি সরকারনির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করতে বাজার কমিটিকে বিশেষভাবে তদারকির নির্দেশনা দেন।
এফবিসিসিআইয়ের নেতারা বলেন, কোরবানির ঈদ সামনে রেখে মসলার সংকটের কোনো তথ্য তাঁদের কাছে নেই। কোনো ব্যবসায়ী পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করলে এবং নির্ধারিত দামের বেশিতে বিক্রি করলে এফবিসিসিআই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
এ সময় এফবিসিসিআই নেতারা চিনি, লবণ, আটা, ময়দা ইত্যাদি পণ্যের ডিলারদের তালিকা এফবিসিসিআইতে পাঠানোর জন্য মিলমালিকদের আহ্বান জানান।
এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বাজার সমিতিগুলোকে দোকানিদের নিয়ে মসলা, লবণ, চিনি পণ্যভিক্তিক সভা করা, দোকানে নিত্যপণ্যের মূল্যতালিকা টাঙানোসহ বিশ্ববাজারে পণ্যের মূল্য বৃদ্ধি ও হ্রাসের সঙ্গে সমন্বয় রেখে সীমিত মুনাফায় ব্যবসা করতে তাদের প্রতি আহ্বান জানানো হয়। ১৫ দিন পরপর সয়াবিন তেলের দাম সমন্বয়ের সুপারিশ করা হয়।
মোহাম্মদপুর টাউন হল ঢাকা উত্তর সিটি করপোরেশন কাঁচাবাজার বণিক সমিতির সভাপতি লুৎফর রহমান বাবুল বলেন, যেসব দোকানি পণ্য মজুত ও সরকারনির্ধারিত মূল্যের বেশি বিক্রির চেষ্টা করেছে, সমিতি তাদের দোকান বন্ধ করে দিয়েছে। বাজার স্থিতিশীল রাখার স্বার্থে ভবিষ্যতেও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সমিতি একই ব্যবস্থা নেবে।
বাজারে স্থিতিশীলতা রাখতে প্রয়োজনের তুলনায় বাড়তি পণ্য না কিনতে ভোক্তাদের প্রতি আহ্বান জানান এফবিসিসিআইর পরিচালক আবু মোতালেব।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক বিজয় কুমার কেজরিওয়াল, হারুন অর রশীদ, মোহাম্মদপুর টাউন হল সিটি করপোরেশন বাজার সমিতির সাধারণ সম্পাদক মো. মুসলিম উদ্দিন শিকদারসহ অন্যরা।
আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। আজ শনিবার দুপুরে নিত্যপণ্য সামগ্রীর মজুত, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি বিষয়ে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার বণিক সমিতির সঙ্গে মতবিনিময় সভায় এফবিসিসিআই এ আহ্বান জানায়।
আগামী কোরবানির ঈদ পর্যন্ত সরকারনির্ধারিত মূল্যে পণ্য বিক্রির আহ্বান জানিয়েছেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি ও বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক মোস্তফা আজাদ চৌধুরী বাবু। তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভোগ্যপণ্যের বৈশ্বিক বাজারের সংকটকে পুঁজি করে কেউ যাতে দেশের বাজারকে অস্থির না করে। এ সময় তিনি সরকারনির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করতে বাজার কমিটিকে বিশেষভাবে তদারকির নির্দেশনা দেন।
এফবিসিসিআইয়ের নেতারা বলেন, কোরবানির ঈদ সামনে রেখে মসলার সংকটের কোনো তথ্য তাঁদের কাছে নেই। কোনো ব্যবসায়ী পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করলে এবং নির্ধারিত দামের বেশিতে বিক্রি করলে এফবিসিসিআই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
এ সময় এফবিসিসিআই নেতারা চিনি, লবণ, আটা, ময়দা ইত্যাদি পণ্যের ডিলারদের তালিকা এফবিসিসিআইতে পাঠানোর জন্য মিলমালিকদের আহ্বান জানান।
এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বাজার সমিতিগুলোকে দোকানিদের নিয়ে মসলা, লবণ, চিনি পণ্যভিক্তিক সভা করা, দোকানে নিত্যপণ্যের মূল্যতালিকা টাঙানোসহ বিশ্ববাজারে পণ্যের মূল্য বৃদ্ধি ও হ্রাসের সঙ্গে সমন্বয় রেখে সীমিত মুনাফায় ব্যবসা করতে তাদের প্রতি আহ্বান জানানো হয়। ১৫ দিন পরপর সয়াবিন তেলের দাম সমন্বয়ের সুপারিশ করা হয়।
মোহাম্মদপুর টাউন হল ঢাকা উত্তর সিটি করপোরেশন কাঁচাবাজার বণিক সমিতির সভাপতি লুৎফর রহমান বাবুল বলেন, যেসব দোকানি পণ্য মজুত ও সরকারনির্ধারিত মূল্যের বেশি বিক্রির চেষ্টা করেছে, সমিতি তাদের দোকান বন্ধ করে দিয়েছে। বাজার স্থিতিশীল রাখার স্বার্থে ভবিষ্যতেও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সমিতি একই ব্যবস্থা নেবে।
বাজারে স্থিতিশীলতা রাখতে প্রয়োজনের তুলনায় বাড়তি পণ্য না কিনতে ভোক্তাদের প্রতি আহ্বান জানান এফবিসিসিআইর পরিচালক আবু মোতালেব।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক বিজয় কুমার কেজরিওয়াল, হারুন অর রশীদ, মোহাম্মদপুর টাউন হল সিটি করপোরেশন বাজার সমিতির সাধারণ সম্পাদক মো. মুসলিম উদ্দিন শিকদারসহ অন্যরা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর্থিক সংকটের মধ্যে পড়েছে। কোম্পানির পুঞ্জীভূত লোকসান এখন শতকোটি টাকা ছাড়িয়েছে, এর ফলে ব্যাংক থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধেও এখন ব্যর্থ হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে করের বকেয়া, বিক্রি বাড়াতে না পারা, উৎপাদন খরচের অতিরিক্ত চাপ...
১ ঘণ্টা আগেচট্টগ্রাম বন্দর থেকে নিত্যপণ্যের সরবরাহ নির্বিঘ্ন রাখতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে নতুন নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। এই নির্দেশনা অনুযায়ী, বহির্নোঙরে বড় জাহাজ থেকে আমদানি করা পণ্য লাইটার জাহাজে লোড হওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে বন্দর সীমানা ত্যাগ করতে হবে।
২ ঘণ্টা আগেস্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। দাম আরও কমিয়ে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকা।
৪ ঘণ্টা আগে২ বছর পূর্ণ করে বাংলাদেশে তৃতীয় বছরে পা দিল তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠান ‘কই তে’। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির গুলশান আউটলেটে এক বিশেষ আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ‘কই তে’র সিইও এবং প্রতিষ্ঠাতা কোয়ে মা, চিফ বিজনেস অফিসার মি লাউ ইয়ং কিয়ং, কই তে বাংলাদেশের এবং ট্যাড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক...
১ দিন আগে