অনলাইন ডেস্ক
মোবাইল ফাইন্যান্সিয়াল সেবাদানকারী প্রতিষ্ঠান নগদে বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও প্রশাসক মুহাম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলার নিন্দা জানিয়েছে বাণিজ্যিক ব্যাংকের নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) লিমিটেড। আজ রোববার এক বিবৃতিতে হামলার নিন্দা জানান এবিবির চেয়ারম্যান ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেন।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক-নিযুক্ত প্রশাসকের ওপর আক্রমণ শুধু ব্যক্তির ওপরই নয়, বরং দেশের আইন ও বিচারব্যবস্থার প্রতি সরাসরি হুমকি। আইনের শাসন দ্বারা পরিচালিত সমাজে এ ধরনের কর্মকাণ্ডের কোনো স্থান নেই।
ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিয়ে তাঁদের বিচারের আওতায় আনার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান এবিবির চেয়ারম্যান।
তিনি আরও বলেন, ‘দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহি সমুন্নত রাখার প্রচেষ্টায় বাংলাদেশ ব্যাংকের পাশে থেকে সহায়তা করার ব্যাপারে এবিবি প্রতিশ্রুতিবদ্ধ। আইনের শাসনকে সর্বোচ্চ সম্মান জানিয়ে আর্থিক খাতকে বিপর্যস্ত করার যেকোনো চেষ্টার বিরুদ্ধে সকল স্টেকহোল্ডারকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।’
গত বুধবার বিকেলে রাজধানীর বনানী ১২ নম্বর সড়কে নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলা হয়। এতে তিনি ও তাঁর গাড়িচালক আহত হন। হামলাকারীরা হাতুড়ি দিয়ে তাঁর গাড়িও ভাঙচুর করে।
মোবাইল ফাইন্যান্সিয়াল সেবাদানকারী প্রতিষ্ঠান নগদে বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও প্রশাসক মুহাম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলার নিন্দা জানিয়েছে বাণিজ্যিক ব্যাংকের নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) লিমিটেড। আজ রোববার এক বিবৃতিতে হামলার নিন্দা জানান এবিবির চেয়ারম্যান ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেন।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক-নিযুক্ত প্রশাসকের ওপর আক্রমণ শুধু ব্যক্তির ওপরই নয়, বরং দেশের আইন ও বিচারব্যবস্থার প্রতি সরাসরি হুমকি। আইনের শাসন দ্বারা পরিচালিত সমাজে এ ধরনের কর্মকাণ্ডের কোনো স্থান নেই।
ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিয়ে তাঁদের বিচারের আওতায় আনার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান এবিবির চেয়ারম্যান।
তিনি আরও বলেন, ‘দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহি সমুন্নত রাখার প্রচেষ্টায় বাংলাদেশ ব্যাংকের পাশে থেকে সহায়তা করার ব্যাপারে এবিবি প্রতিশ্রুতিবদ্ধ। আইনের শাসনকে সর্বোচ্চ সম্মান জানিয়ে আর্থিক খাতকে বিপর্যস্ত করার যেকোনো চেষ্টার বিরুদ্ধে সকল স্টেকহোল্ডারকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।’
গত বুধবার বিকেলে রাজধানীর বনানী ১২ নম্বর সড়কে নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলা হয়। এতে তিনি ও তাঁর গাড়িচালক আহত হন। হামলাকারীরা হাতুড়ি দিয়ে তাঁর গাড়িও ভাঙচুর করে।
বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক দেশ রাশিয়া। নতুন বিপণন মৌসুমে (১ জুলাই থেকে শুরু) শস্য রপ্তানির জন্য নতুন বাজার খুঁজতে শুরু করেছে তারা। বিশেষ করে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন এবং বাংলাদেশের মতো বড় বাজারগুলোকে এবার টার্গেট করছে।
৩৬ মিনিট আগেট্রাম্প প্রশাসন বৈদ্যুতিক গাড়ির (ইভি) ব্যাটারি তৈরির জন্য অত্যাবশ্যকীয় কাঁচামাল গ্রাফাইটের ওপর বড় ধরনের শুল্ক আরোপ করেছে। এর ফলে, যুক্তরাষ্ট্রে ইভি তৈরির খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেরাশিয়ার জ্বালানি খাতকে লক্ষ্য করে ঘোষিত নতুন নিষেধাজ্ঞার অংশ হিসেবে ভারতের বৃহত্তম তেল শোধনাগারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই তেল শোধনাগারটি পরিচালনা করে নায়ারা এনার্জি লিমিটেড, যার মালিকানার বড় একটি অংশ রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রসনেফটের।
১৫ ঘণ্টা আগেরপ্তানি পণ্যে আরোপ করা পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে বাংলাদেশের। এই আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্যের দিকগুলো বড় আকারে সামনে এলেও বিষয়টিকে দেশটি ভূরাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য চাপ তৈরির একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে পর্যবেক্ষণ সরকারি ও বেসরকারি বিশ্লেষকদের।
১৫ ঘণ্টা আগে