Ajker Patrika

ইউরোপে হবে ‘মেড ইন বাংলাদেশ’ মেলা

আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৮: ৩৫
ইউরোপে হবে ‘মেড ইন বাংলাদেশ’ মেলা

ইউরোপে প্রথমবারের মতো শুধু বাংলাদেশি পণ্য নিয়ে একটি মেলা অনুষ্ঠিত হবে। নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশি দূতাবাসের সহযোগিতায় এই মেলার আয়োজন করবে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ। ‘বেস্ট অব বাংলাদেশ’ শিরোনামে দুই দিনব্যাপী এই মেলাটি আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে। মূলত বাংলাদেশি শিল্পের সেরা পণ্যগুলোকে ইউরোপের বাজারে পরিচিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। 

এ বিষয়ে তৈরি পোশাক-সম্পর্কিত পশ্চিমা গণমাধ্যম ফাইবার টু ফ্যাশনের এক প্রতিবেদনে বলা হয়, ইউরোপের সঙ্গে শক্তিশালী বন্ধনের পাঁচ দশক উদ্‌যাপন করতে যাচ্ছে বাংলাদেশ। এই বন্ধনকে আরও শক্তিশালী করতে এবং ইউরোপে বাংলাদেশি পণ্যের অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে ‘মেড ইন বাংলাদেশ’ মেলাটির আয়োজন করা হচ্ছে। 

জানা গেছে, এই মেলায় পোশাক, বুনন, চামড়া, কৃষি, পাট, হস্তশিল্প, ওষুধশিল্প, বাইসাইকেলসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া ৪০ বাংলাদেশি কোম্পানি এই মেলায় অংশ নেবে। 

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৩৭তম বৃহত্তম অর্থনীতির দেশ। মেলার মধ্য দিয়ে ইউরোপীয় ও বাংলাদেশি উভয় পক্ষের উদ্যোক্তা এবং বেসরকারি সংস্থাগুলোর মধ্যে আগ্রহ ও ক্রমবর্ধমান সম্পৃক্ততাকে ত্বরান্বিত করতেই মেলাটির আয়োজন করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত