অনলাইন ডেস্ক
ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী (রিটার্ন) জমার সময়সীমা শেষ হচ্ছে আজ রোববার। এরপর জরিমানা ছাড়া রিটার্ন দাখিল করা যাবে না। গতকাল শনিবার পর্যন্ত অনলাইনে ১৩ লাখ ৯৫ হাজার রিটার্ন দাখিল হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে।
এনবিআরের তথ্য অনুযায়ী, বর্তমানে কর শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা ১ কোটি ১২ লাখ ৭৪ হাজার ৮৫৩। ২০২৪ সালের ১ জুলাই থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৩৭ লাখ ৫৩ হাজার ৭৩০টি রিটার্ন দাখিল হয়েছে। এর মধ্যে অনলাইনে দাখিল হয়েছে ১৩ লাখ ৩৫ হাজার ৮৯টি। রিটার্ন দাখিলকারীদের মধ্যে ব্যক্তি করদাতা ২৪ লাখ ৭ হাজার ৫৩৬ জন এবং কোম্পানি করদাতা ১১ হাজার ১০৫। এই সময়ে মোট আয়কর আদায় হয়েছে ৫ হাজার ৬৫৪ কোটি ৬ লাখ টাকা।
২০২৩ সালের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিল হয়েছিল ৩৬ লাখ ৯৮ হাজার ৩৭৩টি, যার মাধ্যমে ৬ হাজার ৩ কোটি ৫৫ লাখ টাকা আয়কর আদায় হয়। ২০২৪-২৫ অর্থবছরে রিটার্ন দাখিলে ১ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি হলেও আয়কর আদায়ে ৫ দশমিক ৮২ শতাংশ ঘাটতি দেখা গেছে।
রিটার্ন জমার সময়সীমা এর আগে তিন দফা বাড়ানো হয়েছে। সর্বশেষ ৩০ জানুয়ারি এনবিআর সময়সীমা বাড়িয়ে ১৬ ফেব্রুয়ারি নির্ধারণ করে। যাঁরা অনলাইনে রিটার্ন দাখিল করেননি, তাঁরা নিজ নিজ কর কার্যালয়ে গিয়ে কাগুজে রিটার্ন জমা দিতে পারবেন।
এবার কর কার্যালয়ে সশরীর রিটার্ন জমার চাপ তুলনামূলক কম। করদাতাদের অনলাইনে রিটার্ন জমা দিতে উৎসাহিত করেছে এনবিআর। যাঁরা এখনো রিটার্ন জমা দেননি, তাঁদের দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে আজকের মধ্যে রিটার্ন জমা দেওয়ার পরামর্শ দিয়েছে এনবিআর।
ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী (রিটার্ন) জমার সময়সীমা শেষ হচ্ছে আজ রোববার। এরপর জরিমানা ছাড়া রিটার্ন দাখিল করা যাবে না। গতকাল শনিবার পর্যন্ত অনলাইনে ১৩ লাখ ৯৫ হাজার রিটার্ন দাখিল হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে।
এনবিআরের তথ্য অনুযায়ী, বর্তমানে কর শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা ১ কোটি ১২ লাখ ৭৪ হাজার ৮৫৩। ২০২৪ সালের ১ জুলাই থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৩৭ লাখ ৫৩ হাজার ৭৩০টি রিটার্ন দাখিল হয়েছে। এর মধ্যে অনলাইনে দাখিল হয়েছে ১৩ লাখ ৩৫ হাজার ৮৯টি। রিটার্ন দাখিলকারীদের মধ্যে ব্যক্তি করদাতা ২৪ লাখ ৭ হাজার ৫৩৬ জন এবং কোম্পানি করদাতা ১১ হাজার ১০৫। এই সময়ে মোট আয়কর আদায় হয়েছে ৫ হাজার ৬৫৪ কোটি ৬ লাখ টাকা।
২০২৩ সালের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিল হয়েছিল ৩৬ লাখ ৯৮ হাজার ৩৭৩টি, যার মাধ্যমে ৬ হাজার ৩ কোটি ৫৫ লাখ টাকা আয়কর আদায় হয়। ২০২৪-২৫ অর্থবছরে রিটার্ন দাখিলে ১ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি হলেও আয়কর আদায়ে ৫ দশমিক ৮২ শতাংশ ঘাটতি দেখা গেছে।
রিটার্ন জমার সময়সীমা এর আগে তিন দফা বাড়ানো হয়েছে। সর্বশেষ ৩০ জানুয়ারি এনবিআর সময়সীমা বাড়িয়ে ১৬ ফেব্রুয়ারি নির্ধারণ করে। যাঁরা অনলাইনে রিটার্ন দাখিল করেননি, তাঁরা নিজ নিজ কর কার্যালয়ে গিয়ে কাগুজে রিটার্ন জমা দিতে পারবেন।
এবার কর কার্যালয়ে সশরীর রিটার্ন জমার চাপ তুলনামূলক কম। করদাতাদের অনলাইনে রিটার্ন জমা দিতে উৎসাহিত করেছে এনবিআর। যাঁরা এখনো রিটার্ন জমা দেননি, তাঁদের দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে আজকের মধ্যে রিটার্ন জমা দেওয়ার পরামর্শ দিয়েছে এনবিআর।
অসুস্থতা, দুর্ঘটনাসহ বিপদে-আপদে বিশ্বজুড়ে মানুষের ভরসার কেন্দ্র ‘বিমা’। বিমা পলিসি করা থাকলেই হাসপাতালের বিল পরিশোধ বা দুর্ঘটনার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কোনো চিন্তা করতে হয় না গ্রাহককে। গ্রাহকের হয়ে বিমা কোম্পানিই সব শোধ করে দেয়। কিন্তু বাংলাদেশের বিমা খাত এখনো সেই ভরসার জায়গা হয়ে উঠতে পারেনি।
২১ মিনিট আগেপেঁয়াজের মৌসুম এখনো শেষ হয়নি। তার আগেই দাম বাড়তে শুরু করেছে। বাজারে দাম আরও বাড়বে; সেই আশায় কৃষক, ফড়িয়া, ব্যবসায়ী—সবাই সাধ্যমতো পেঁয়াজ ধরে রাখছেন, সুবিধামতো সময়ে ছাড়ছেন অল্প অল্প করে। আর এতেই মোকামে বাড়ছে পণ্যটির দাম, যার প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে।
৩৯ মিনিট আগেদক্ষিণ এশিয়ার বাণিজ্য মানচিত্রে বাংলাদেশের অবস্থান বদলে দিতে যাচ্ছে মাতারবাড়ী। বহুল কাঙ্ক্ষিত গভীর সমুদ্রবন্দর প্রকল্পটি এখন আর কাগজে আঁকা স্বপ্ন নয়, সেটি বাস্তবায়নের মোক্ষম বাঁক পেরিয়ে প্রবেশ করতে যাচ্ছে নির্মাণপর্বে। এ লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ঢাকায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে জাপানের দুটি
১ ঘণ্টা আগে৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় নিয়ে বাংলাদেশ সফর শেষ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল। তবে এবারের মিশনে পূর্বের মতো সফরের শেষে ‘স্টাফ লেভেল অ্যাগ্রিমেন্ট’ হয়নি। আইএমএফের এই সিদ্ধান্ত, অর্থাৎ চুক্তি ছাড়াই মিশন শেষ করা, পূর্বের রীতি থেকে একটি বড়
১ ঘণ্টা আগে